লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গুজব ছড়ানোয় ছাত্রলীগ নেতা কারাগারে

ছাত্রলীগ নেতা আবু সাঈদ সোহাগ। ছবি : সংগৃহীত
ছাত্রলীগ নেতা আবু সাঈদ সোহাগ। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে পদত্যাগ করা ছাত্রলীগ নেতা আবু সাঈদ সোহাগ কারাগারে আছেন। গুজব ছড়ানো ও নাশকতার অভিযোগে বিয়ের দিন ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ১৩ দিনেও কারাগার থেকে মুক্তি পাননি তিনি।

পদত্যাগ করা ছাত্রলীগ নেতা আবু সাঈদ সোহাগ লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি একই ইউনিয়নের ঢুষপাড়া আগরপুর গ্রামের মৃত মহির উদ্দিন মেম্বারের ছেলে ও বাঘা শাহদৌলা সরকারি কলেজের শিক্ষার্থী।

চলমান কোটা সংস্কার আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে নিজ ফেসবুক আইডিতে স্ট্যাটাসে তিনি লেখেন, আসসালামু আলাইকুম। আমি মো. আবু সাঈদ সোহাগ আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি নিলাম। ১৯ জুলাই ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২২ জুলাই পারিবারিকভাবে একই ইউনিয়নের ঢুষপাড়া আগরপুর গ্রামের হুদার মেয়ের সঙ্গে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ায় ২২ জুলাই ভোরে তাকে আটক করে লালপুর থানা পুলিশ।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা সোহাগের বড় ভাই মতির কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

ছাত্রলীগ নেতার হবু স্ত্রীর ভাই নাজমুল হক জানান, উভয় পরিবারের সম্মতিতে ২২ জুলাই সোহাগের সঙ্গে তার একমাত্র বোনের সঙ্গে বিয়ের তারিখ নির্ধারিত হয়। ছাত্রলীগের পদ থেকে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করায় বিয়ের দিন ভোরে পুলিশ তাকে আটক করে।

বিষয়টি জানার পর লালপুর থানায় গেলে তার (সোহাগ) সঙ্গে দেখা করতে দেয়নি পুলিশ। এমনকি নাটোর আদালতে তার সঙ্গে পরিবারের কারও সঙ্গে দেখা করতেও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, সোহাগের নামে পুলিশ একটি মিথ্যা অভিযোগ দিয়ে তাকে নাটোর জেল হাজতে পাঠিয়েছে।

সোহাগের হবু শাশুড়ি নাজমা বেগম জানান, একমাত্র মেয়ের বিয়ে অনুষ্ঠানের সব আয়োজন সম্পূর্ণ করেছিলাম। আমার আত্মীয়স্বজনকে দাওয়াত করেছিলাম। কিন্তু বিয়ের দিন ভোরে হবু জামাই সোহাগকে পুলিশ বাড়ি থেকে আটক করে। কী কারণে আটক করেছে তা পুলিশ নিশ্চিত করেনি।

নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি সৌরভ ইসলাম কালবেলাকে জানান, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি নেওয়া যায় না। তবে ছাত্রলীগের প্যাডে লিখে পোস্ট দিয়ে পদত্যাগ করতে পারে।

লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ কালবেলাকে জানান, অনলাইনে গুজব ছড়ানো ও নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আকরামের ঐতিহাসিক রেকর্ড ভাঙলেন স্টার্ক

আগামী নির্বাচন হবে বিশ্ব স্বীকৃত ঐতিহাসিক নির্বাচন : সালাহউদ্দিন

স্কুলের তালা ভেঙে প্রাথমিকের পরীক্ষা নিলেন ইউএনও 

এবার আগুনে দগ্ধ হলেন আরিফিন শুভ

হামজা ও মিরাজের সঙ্গে এক স্বর্ণালী সন্ধ্যায়

সন্তানহারা মা কুকুর পেল নতুন ৪ ছানা, আদর-যত্নে কাটছে সময় 

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স দিতে চায় ২ দেশ

‎জবিতে সশরীরে ক্লাস শুরু মঙ্গলবার

ডিএমপির ৫০ থানার ওসি বদল

১০

প্রেমিকের হুডি চুরি করতেন ভারতীয় এই অভিনেত্রী

১১

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

১২

খালেদা জিয়াকে মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে : ডা. জাহিদ

১৩

খালেদা জিয়ার সফরসঙ্গী হচ্ছেন যে ১৪ জন

১৪

কাশিমপুর থেকে ২৬ বছর পর পাকিস্তানি নাগরিকের মুক্তি  

১৫

বিয়ে নিয়ে যা বললেন রাশমিকা মান্দানা

১৬

জানা গেল কখন লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

১৭

ট্রাক্টর উল্টে একই পরিবারের ৩ নারী নিহত

১৮

প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল ২ কোটি টাকার স্বর্ণ

১৯

পুকুরে ভাসছিল গলা ও পা বাঁধা বৃদ্ধার মরদেহ

২০
X