লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গুজব ছড়ানোয় ছাত্রলীগ নেতা কারাগারে

ছাত্রলীগ নেতা আবু সাঈদ সোহাগ। ছবি : সংগৃহীত
ছাত্রলীগ নেতা আবু সাঈদ সোহাগ। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে পদত্যাগ করা ছাত্রলীগ নেতা আবু সাঈদ সোহাগ কারাগারে আছেন। গুজব ছড়ানো ও নাশকতার অভিযোগে বিয়ের দিন ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ১৩ দিনেও কারাগার থেকে মুক্তি পাননি তিনি।

পদত্যাগ করা ছাত্রলীগ নেতা আবু সাঈদ সোহাগ লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি একই ইউনিয়নের ঢুষপাড়া আগরপুর গ্রামের মৃত মহির উদ্দিন মেম্বারের ছেলে ও বাঘা শাহদৌলা সরকারি কলেজের শিক্ষার্থী।

চলমান কোটা সংস্কার আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে নিজ ফেসবুক আইডিতে স্ট্যাটাসে তিনি লেখেন, আসসালামু আলাইকুম। আমি মো. আবু সাঈদ সোহাগ আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি নিলাম। ১৯ জুলাই ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২২ জুলাই পারিবারিকভাবে একই ইউনিয়নের ঢুষপাড়া আগরপুর গ্রামের হুদার মেয়ের সঙ্গে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ায় ২২ জুলাই ভোরে তাকে আটক করে লালপুর থানা পুলিশ।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা সোহাগের বড় ভাই মতির কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

ছাত্রলীগ নেতার হবু স্ত্রীর ভাই নাজমুল হক জানান, উভয় পরিবারের সম্মতিতে ২২ জুলাই সোহাগের সঙ্গে তার একমাত্র বোনের সঙ্গে বিয়ের তারিখ নির্ধারিত হয়। ছাত্রলীগের পদ থেকে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করায় বিয়ের দিন ভোরে পুলিশ তাকে আটক করে।

বিষয়টি জানার পর লালপুর থানায় গেলে তার (সোহাগ) সঙ্গে দেখা করতে দেয়নি পুলিশ। এমনকি নাটোর আদালতে তার সঙ্গে পরিবারের কারও সঙ্গে দেখা করতেও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, সোহাগের নামে পুলিশ একটি মিথ্যা অভিযোগ দিয়ে তাকে নাটোর জেল হাজতে পাঠিয়েছে।

সোহাগের হবু শাশুড়ি নাজমা বেগম জানান, একমাত্র মেয়ের বিয়ে অনুষ্ঠানের সব আয়োজন সম্পূর্ণ করেছিলাম। আমার আত্মীয়স্বজনকে দাওয়াত করেছিলাম। কিন্তু বিয়ের দিন ভোরে হবু জামাই সোহাগকে পুলিশ বাড়ি থেকে আটক করে। কী কারণে আটক করেছে তা পুলিশ নিশ্চিত করেনি।

নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি সৌরভ ইসলাম কালবেলাকে জানান, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি নেওয়া যায় না। তবে ছাত্রলীগের প্যাডে লিখে পোস্ট দিয়ে পদত্যাগ করতে পারে।

লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ কালবেলাকে জানান, অনলাইনে গুজব ছড়ানো ও নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সরে দাঁড়ানোয় সুযোগ পাওয়া স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

১০

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

১১

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১২

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১৩

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১৪

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৫

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৬

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৭

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৮

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৯

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

২০
X