লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গুজব ছড়ানোয় ছাত্রলীগ নেতা কারাগারে

ছাত্রলীগ নেতা আবু সাঈদ সোহাগ। ছবি : সংগৃহীত
ছাত্রলীগ নেতা আবু সাঈদ সোহাগ। ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে পদত্যাগ করা ছাত্রলীগ নেতা আবু সাঈদ সোহাগ কারাগারে আছেন। গুজব ছড়ানো ও নাশকতার অভিযোগে বিয়ের দিন ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ১৩ দিনেও কারাগার থেকে মুক্তি পাননি তিনি।

পদত্যাগ করা ছাত্রলীগ নেতা আবু সাঈদ সোহাগ লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি একই ইউনিয়নের ঢুষপাড়া আগরপুর গ্রামের মৃত মহির উদ্দিন মেম্বারের ছেলে ও বাঘা শাহদৌলা সরকারি কলেজের শিক্ষার্থী।

চলমান কোটা সংস্কার আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে নিজ ফেসবুক আইডিতে স্ট্যাটাসে তিনি লেখেন, আসসালামু আলাইকুম। আমি মো. আবু সাঈদ সোহাগ আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি নিলাম। ১৯ জুলাই ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ২২ জুলাই পারিবারিকভাবে একই ইউনিয়নের ঢুষপাড়া আগরপুর গ্রামের হুদার মেয়ের সঙ্গে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ায় ২২ জুলাই ভোরে তাকে আটক করে লালপুর থানা পুলিশ।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা সোহাগের বড় ভাই মতির কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

ছাত্রলীগ নেতার হবু স্ত্রীর ভাই নাজমুল হক জানান, উভয় পরিবারের সম্মতিতে ২২ জুলাই সোহাগের সঙ্গে তার একমাত্র বোনের সঙ্গে বিয়ের তারিখ নির্ধারিত হয়। ছাত্রলীগের পদ থেকে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করায় বিয়ের দিন ভোরে পুলিশ তাকে আটক করে।

বিষয়টি জানার পর লালপুর থানায় গেলে তার (সোহাগ) সঙ্গে দেখা করতে দেয়নি পুলিশ। এমনকি নাটোর আদালতে তার সঙ্গে পরিবারের কারও সঙ্গে দেখা করতেও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, সোহাগের নামে পুলিশ একটি মিথ্যা অভিযোগ দিয়ে তাকে নাটোর জেল হাজতে পাঠিয়েছে।

সোহাগের হবু শাশুড়ি নাজমা বেগম জানান, একমাত্র মেয়ের বিয়ে অনুষ্ঠানের সব আয়োজন সম্পূর্ণ করেছিলাম। আমার আত্মীয়স্বজনকে দাওয়াত করেছিলাম। কিন্তু বিয়ের দিন ভোরে হবু জামাই সোহাগকে পুলিশ বাড়ি থেকে আটক করে। কী কারণে আটক করেছে তা পুলিশ নিশ্চিত করেনি।

নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি সৌরভ ইসলাম কালবেলাকে জানান, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি নেওয়া যায় না। তবে ছাত্রলীগের প্যাডে লিখে পোস্ট দিয়ে পদত্যাগ করতে পারে।

লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ কালবেলাকে জানান, অনলাইনে গুজব ছড়ানো ও নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১০

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১১

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১২

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৩

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৪

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৫

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৬

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৭

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৮

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১৯

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

২০
X