শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে বিএনপির ৫১ নেতাকর্মীর জামিন

মুন্সীগঞ্জে কারাগার থেকে মুক্তি পাওয়া বিএনপির নেতাদের শুভেচ্ছা জানান কর্মীরা। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জে কারাগার থেকে মুক্তি পাওয়া বিএনপির নেতাদের শুভেচ্ছা জানান কর্মীরা। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপনসহ বিএনপির ৫১ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টা থেকে এসব জামিন দেওয়া শুরু হয়। এর আগে সকাল থেকেই আসামিদের জামিনের জন্য আদালতে আবেদন জমা দেন আইনজীবীরা। দুপুর দেড়টা পর্যন্ত ৫১ জন নেতাকর্মীর জামিন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, জেলার ৬টি উপজেলার ৭টি থানায় বিভিন্ন নাশকতার মামলার কারাগারে আটক থাকা বিএনপির নেতাকর্মীদের জামিন চাওয়া হয়। আদালতে দুজন বিচারক জেলার সব উপজেলা বিএনপির নেতাকর্মীদের জামিন শুনানি গ্রহণ করেন।

আদালতে অন্যান্য মামলার বিচারপ্রার্থীদের উপস্থিতি কম থাকায় এসব মামলাগুলো শুরু থেকেই শুনানি গ্রহণ করেন আদালত।

এর মধ্যে সদর থানা, শ্রীনগর থানা ও সিরাজদিখান থানার আমলি আদালতের দায়িত্ব পালন করেন মুন্সীগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম।

এ ছাড়া গজারিয়া থানা, টঙ্গীবাড়ী থানা, লৌহজং থানা ও পদ্মা সেতু উত্তর থানার আমলি আদালতের দায়িত্ব পালন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ।

জামিন মঞ্জুর হওয়া ৫১ জন আসামির মধ্যে মুন্সীগঞ্জ সদর থানার ৪ মামলায় ১৭ জন, সিরাজদিখান থানার ৪ মামলায় ৭ জন, শ্রীনগর থানার ১ মামলায় ৮ জন, টঙ্গীবাড়ী থানার ১ মামলায় ১১ জন, গজারিয়া থানার ১ মামলায় চারজন, লৌহজং থানার ১ মামলায় তিনজন ও পদ্মা সেতু উত্তর থানার ১ মামলায় একজন।

বিষয়টি নিশ্চিত করে দুপুর দেড়টায় মুন্সীগঞ্জ কোট পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন জানান, এ পর্যন্ত জেলার ১৩টি মামলায় ৫১ জনকে জামিন দেওয়া হয়েছে। তবে আরও আসামির জামিনের আবেদন জমা হতে পারে। আবেদন দেওয়া হলে বিচারক আদালতের নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন শুনানি গ্রহণ করবে। এতে জামিন হওয়া আসামির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান।

তিনি আরও জানান, আদালতে অন্যান্য মামলার বিচারপ্রার্থীদের উপস্থিতি কম ছিল। জামিন হওয়া আসামিদের জামিননামা পাওয়ার সঙ্গে সঙ্গে মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হচ্ছে। যাচাইবাছাই করে দ্রুত কারাগার থেকে আসামিদের ছেড়ে দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১০

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১১

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১২

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

১৩

প্যানেলে তন্বির জন্য পদ শূন্য রাখলেও একই পদে লড়ছেন বাগছাসের এক নেতা

১৪

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

১৫

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

১৬

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : এনামুল হক চৌধুরী

১৭

জিপিএ ৫ পেয়েও দ্বিতীয় ধাপে কলেজ পায়নি ১৪১৮ জন

১৮

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল

১৯

রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ মারা গেছেন

২০
X