মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে বিএনপির ৫১ নেতাকর্মীর জামিন

মুন্সীগঞ্জে কারাগার থেকে মুক্তি পাওয়া বিএনপির নেতাদের শুভেচ্ছা জানান কর্মীরা। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জে কারাগার থেকে মুক্তি পাওয়া বিএনপির নেতাদের শুভেচ্ছা জানান কর্মীরা। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপনসহ বিএনপির ৫১ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টা থেকে এসব জামিন দেওয়া শুরু হয়। এর আগে সকাল থেকেই আসামিদের জামিনের জন্য আদালতে আবেদন জমা দেন আইনজীবীরা। দুপুর দেড়টা পর্যন্ত ৫১ জন নেতাকর্মীর জামিন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, জেলার ৬টি উপজেলার ৭টি থানায় বিভিন্ন নাশকতার মামলার কারাগারে আটক থাকা বিএনপির নেতাকর্মীদের জামিন চাওয়া হয়। আদালতে দুজন বিচারক জেলার সব উপজেলা বিএনপির নেতাকর্মীদের জামিন শুনানি গ্রহণ করেন।

আদালতে অন্যান্য মামলার বিচারপ্রার্থীদের উপস্থিতি কম থাকায় এসব মামলাগুলো শুরু থেকেই শুনানি গ্রহণ করেন আদালত।

এর মধ্যে সদর থানা, শ্রীনগর থানা ও সিরাজদিখান থানার আমলি আদালতের দায়িত্ব পালন করেন মুন্সীগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম।

এ ছাড়া গজারিয়া থানা, টঙ্গীবাড়ী থানা, লৌহজং থানা ও পদ্মা সেতু উত্তর থানার আমলি আদালতের দায়িত্ব পালন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ।

জামিন মঞ্জুর হওয়া ৫১ জন আসামির মধ্যে মুন্সীগঞ্জ সদর থানার ৪ মামলায় ১৭ জন, সিরাজদিখান থানার ৪ মামলায় ৭ জন, শ্রীনগর থানার ১ মামলায় ৮ জন, টঙ্গীবাড়ী থানার ১ মামলায় ১১ জন, গজারিয়া থানার ১ মামলায় চারজন, লৌহজং থানার ১ মামলায় তিনজন ও পদ্মা সেতু উত্তর থানার ১ মামলায় একজন।

বিষয়টি নিশ্চিত করে দুপুর দেড়টায় মুন্সীগঞ্জ কোট পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন জানান, এ পর্যন্ত জেলার ১৩টি মামলায় ৫১ জনকে জামিন দেওয়া হয়েছে। তবে আরও আসামির জামিনের আবেদন জমা হতে পারে। আবেদন দেওয়া হলে বিচারক আদালতের নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন শুনানি গ্রহণ করবে। এতে জামিন হওয়া আসামির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান।

তিনি আরও জানান, আদালতে অন্যান্য মামলার বিচারপ্রার্থীদের উপস্থিতি কম ছিল। জামিন হওয়া আসামিদের জামিননামা পাওয়ার সঙ্গে সঙ্গে মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হচ্ছে। যাচাইবাছাই করে দ্রুত কারাগার থেকে আসামিদের ছেড়ে দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন পদে জেলা পরিষদে চাকরির সুযোগ

বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ ঘোষণা

ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি স্বর্ণ ছিনতাই

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত

ঢাকা-১২ আসনে সাইফুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় মিরপুর কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা

কামাল হোসেনের আরোগ্য কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা

খালেদা জিয়ার ঋণ জাতি কখনও শোধ করতে পারবে না : কবীর আহমেদ 

খালেদা জিয়ার কবরে শেকৃবি বৃহত্তর বগুড়া সমিতির শ্রদ্ধাঞ্জলি

নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়কে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : বিজন সরকার

১০

কর্পোরেট অ্যামেচার ক্রিকেট শুরু

১১

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ

১২

আমানের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল 

১৩

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধে তথ্যমন্ত্রীকে অনুরোধ আসিফ নজরুলের

১৪

মনোনয়ন বাতিল, ক্ষোভে দেশ ছাড়ার ঘোষণা প্রার্থীর 

১৫

দুই দাবি আদায়ে বৈষম্যবিরোধীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

১৬

ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল

১৭

শাহবাগ অবরোধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

১৮

মোস্তাফিজ ইস্যুতে আসিফ নজরুলের কড়া বার্তা

১৯

ঢাকার পাঁচ আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৩১ জনের বৈধ

২০
X