মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে বিএনপির ৫১ নেতাকর্মীর জামিন

মুন্সীগঞ্জে কারাগার থেকে মুক্তি পাওয়া বিএনপির নেতাদের শুভেচ্ছা জানান কর্মীরা। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জে কারাগার থেকে মুক্তি পাওয়া বিএনপির নেতাদের শুভেচ্ছা জানান কর্মীরা। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপনসহ বিএনপির ৫১ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টা থেকে এসব জামিন দেওয়া শুরু হয়। এর আগে সকাল থেকেই আসামিদের জামিনের জন্য আদালতে আবেদন জমা দেন আইনজীবীরা। দুপুর দেড়টা পর্যন্ত ৫১ জন নেতাকর্মীর জামিন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, জেলার ৬টি উপজেলার ৭টি থানায় বিভিন্ন নাশকতার মামলার কারাগারে আটক থাকা বিএনপির নেতাকর্মীদের জামিন চাওয়া হয়। আদালতে দুজন বিচারক জেলার সব উপজেলা বিএনপির নেতাকর্মীদের জামিন শুনানি গ্রহণ করেন।

আদালতে অন্যান্য মামলার বিচারপ্রার্থীদের উপস্থিতি কম থাকায় এসব মামলাগুলো শুরু থেকেই শুনানি গ্রহণ করেন আদালত।

এর মধ্যে সদর থানা, শ্রীনগর থানা ও সিরাজদিখান থানার আমলি আদালতের দায়িত্ব পালন করেন মুন্সীগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলাম।

এ ছাড়া গজারিয়া থানা, টঙ্গীবাড়ী থানা, লৌহজং থানা ও পদ্মা সেতু উত্তর থানার আমলি আদালতের দায়িত্ব পালন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ।

জামিন মঞ্জুর হওয়া ৫১ জন আসামির মধ্যে মুন্সীগঞ্জ সদর থানার ৪ মামলায় ১৭ জন, সিরাজদিখান থানার ৪ মামলায় ৭ জন, শ্রীনগর থানার ১ মামলায় ৮ জন, টঙ্গীবাড়ী থানার ১ মামলায় ১১ জন, গজারিয়া থানার ১ মামলায় চারজন, লৌহজং থানার ১ মামলায় তিনজন ও পদ্মা সেতু উত্তর থানার ১ মামলায় একজন।

বিষয়টি নিশ্চিত করে দুপুর দেড়টায় মুন্সীগঞ্জ কোট পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন জানান, এ পর্যন্ত জেলার ১৩টি মামলায় ৫১ জনকে জামিন দেওয়া হয়েছে। তবে আরও আসামির জামিনের আবেদন জমা হতে পারে। আবেদন দেওয়া হলে বিচারক আদালতের নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন শুনানি গ্রহণ করবে। এতে জামিন হওয়া আসামির সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান।

তিনি আরও জানান, আদালতে অন্যান্য মামলার বিচারপ্রার্থীদের উপস্থিতি কম ছিল। জামিন হওয়া আসামিদের জামিননামা পাওয়ার সঙ্গে সঙ্গে মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হচ্ছে। যাচাইবাছাই করে দ্রুত কারাগার থেকে আসামিদের ছেড়ে দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন সুষ্ঠু করতে অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান আসলাম চৌধুরীর

দেশে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে : ডা. তাহের

সাতক্ষীরায় ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা

গোপালগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সেলিমুজ্জামান

চবি ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম, সেক্রেটারি পারভেজ

পাঁচ মিনিট দেরি, মনোনয়ন জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন প্রার্থী

জনগণ নির্বাচিত করলে নিরাপত্তা, উন্নয়ন ও মানবিক সমাজ গড়ে তুলব : কবীর আহমেদ

নায়ক সোহেল রানার ‘রহস্যজনক’ পোস্ট ভাইরাল

জামায়াত নেতা বহিষ্কার

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নারীর ২ পা বিচ্ছিন্ন

১০

প্রেমিকার লাথিতে প্রেমিকের মৃত্যু

১১

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সামান্তা শারমিনের নতুন বার্তা

১২

দেশবাসী পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনটি আনব : গোলাম পরওয়ার

১৩

প্রতিশ্রুতি বাস্তবায়নই বিএনপির রাজনীতির ভিত্তি : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৪

যে কারণে মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম

১৫

সহ্যেরও সীমা থাকে : মমতার হুঁশিয়ারি

১৬

সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে বড় উদ্যোগ ভারতের

১৭

শরীয়তপুরে ৩টি আসনে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

১৮

ফরিদপুর-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী বাবুল

১৯

হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার সহযোগিতায় আইনজীবী নিয়োগ 

২০
X