কুমিল্লার দেবিদ্বারে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন ও ইউনিয়ন পূজা কমিটিসহ হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জামায়াত নেতারা দেশের পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের লোকজনদের বাড়িঘর, মন্দির গির্জাসহ বিভিন্ন উপাসনালয় নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে বলেন, এই দেশ আপনাদের আমাদের সবার। দেশকে ভালো রাখার দায়িত্বও আমাদের। জামায়াত বিশ্বাস করে, ধর্মীয় সব ভেদাভেদ ভুলে বাংলাদেশে সব ধর্মের অনুসারীর সহযোগিতায় একটি আগামীর স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে হিন্দু সমাজের ভূমিকা অপরিসীম।
জামায়াত নেতারা আরও বলেন, আপনারা আপনাদের স্বাভাবিক উপাসনা ও কাজকর্ম করতে পারেন, আপনাদের বাড়িঘর ও মন্দির নিরাপত্তার দায়িত্ব জামায়াতের।
সভায় মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার পৌর জামায়াতের আমীর ফেরদাউস আহম্মেদ, উপজেলা নায়েবে আমির ও সাবেক ভিপি গোলাম মোস্তফা সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান, সাবেক জেলা সভাপতি শরীফুল ইসলাম সরকার, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি জাকির হোসেন, বিল্লাল হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম, জামায়াত নেতা রাশেদুল হক, ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী অমর চাঁদ বৈশভ, সেক্রেটারি ডা. নিরঞ্জন সরকারসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা।
সভা শেষে মন্দিরের হিন্দু সম্প্রদায়ের নেতাদের মিষ্টিমুখ করান জামায়াত নেতারা।