নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৫:১৩ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

প্রায় কোটি টাকাসহ শিক্ষার্থীদের হাতে তিন যুবক আটক

নরসিংদীতে শিক্ষার্থীরা একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে প্রায় কোটি টাকাসহ তিনজনকে আটক করেন। ছবি : সংগৃহীত
নরসিংদীতে শিক্ষার্থীরা একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে প্রায় কোটি টাকাসহ তিনজনকে আটক করেন। ছবি : সংগৃহীত

নরসিংদীতে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৮৮ লাখ ৫০ হাজার টাকাসহ তিন যুবককে আটক করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাপ মোড় এলাকায় শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে।

জেলা আনসারের কমান্ডেন্ট মো. জাহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা টাকার উৎসের ব্যাপারে নির্ভরযোগ্য কোনো তথ্য দিতে পারেননি। উৎস ও মালিক নিশ্চিত না হওয়া পর্যন্ত জেলা প্রশাসনের ট্রেজারিতে টাকাগুলো সংরক্ষণ করা হবে।

আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার হরিয়ালা এলাকার আবু মিয়ার ছেলে মো. মনির হোসেন (৪০), ব্রাহ্মণবাড়িয়া শহরের জুরু মিয়ার ছেলে রাসেল আহম্মেদ (৩২) ও আশুগঞ্জের দুর্গাপুর এলাকার নুরু মিয়ার ছেলে জুলহাস মিয়া (৩২)।

শিক্ষার্থী ও আনসার সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো স্কুল-কলেজ পড়ুয়া একদল শিক্ষার্থী ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাপ মোড়ে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করছিলেন। পাশেই অবস্থান করছিলেন আনসার-ভিডিপির সদস্যরা। এ সময় একটি প্রাইভেট কার ভৈরবের দিকে যাচ্ছিল। গাড়িটি থামালে চালক ও দুই যাত্রীর সঙ্গে কথা বলার পর শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তারা গাড়িতে তল্লাশি চালালে দুটি ব্যাগ থেকে এসব টাকা পাওয়া যায়। এ সময় পাশে থাকা আনসার সদস্যদের ডেকে আনা হয়।

এরপর বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে একদল সেনাসদস্য ঘটনাস্থল থেকে টাকা ও গাড়িসহ তিনজনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসেন। দুপুর দুইটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব সারা অভির উপস্থিতিতে এসব টাকা গণনা করা হয়। এতে দেখা যায়, সেখানে ৮৮ লাখ ৫০ হাজার টাকা রয়েছে। ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেও টাকার উৎস ও মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

আনসার-ভিডিপির নরসিংদী জেলা কমান্ড্যান্ট অ্যাডজুটেন্ট মো. জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা ৮৮ লাখ ৫০ হাজার টাকাসহ ৩ জনকে আনসার সদস্যদের মাধ্যমে আটক করেছে। টাকার উৎস ও মালিক সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব টাকা জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হবে। আটক তিনজনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্টে অস্ট্রেলিয়ার সামনে এখন প্রশ্নের পাহাড়

নির্বাচনে আমরা রেফারির মতো কাজ করবো : সিইসি

হামলা বন্ধে ইরানকে প্রস্তাব দিল জার্মানি-ফ্রান্স-যুক্তরাজ্য

সন্ধ্যায় নিয়ে যায় শাহরিয়ারকে, সকালে মিলল হাত-পা বাঁধা মরদেহ

অতিরিক্ত ৪ ডিআইজি বদলি

ডালাস মাতাল নগর বাউল জেমস

‘ঘটনাস্থলে না থেকেও’ হত্যা মামলার আসামি ছাত্রদল নেতা

নতুন কোচ পেল ইতালি!

ট্রাম্পের আলটিমেটাম শেষ হওয়ার পরই ঘুরে গেল দৃশ্যপট

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪৮ লাখ

১০

ধূমপায়ীরা যে টোটকায় ফুসফুস পরিষ্কার করতে পারেন

১১

জাতীয় পতাকা পরিবর্তনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন: প্রেস উইং

১২

‘ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ’

১৩

টেস্ট চ্যাম্পিয়নশিপে কোটি টাকার বৃষ্টি, কার পকেটে কত গেল?

১৪

আন্দোলন চলবে, চালু থাকবে নাগরিক সেবা: ইশরাক

১৫

একযোগে ইসরায়েলে দুদেশের মিসাইল হামলা

১৬

ইরানের দুঃসময়ে পাশে এল কাতার

১৭

হাজার মাইল উড়ে ফিরে এলেন ইসরায়েলি নারী পাইলট

১৮

যুবলীগ থেকে গণঅধিকার পরিষদ-বিএনপি এখন তিনি এনসিপিতে

১৯

আল আহলির বিপক্ষে ড্র দিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু মেসিদের

২০
X