বরিশাল ব্যুরো
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেত্রী শিরিনের দলীয় পদ স্থগিত

অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। ছবি : সংগৃহীত

বরিশাল বিএনপির অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্রীয় সংসদ। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রোববার (১১ আগস্ট) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। পরে নির্দেশ না দেওয়া পর্যন্ত তার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।

তবে মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে শিরিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অবশ্য শিরিনের দলীয় পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান।

তিনি বলেন, কেন্দ্র থেকে এ বিষয়ে একটি চিঠি আমাকে দেওয়া হয়েছে। তবে কেন্দ্রের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারিনি। তাই কী কারণে তার দলীয় পদ স্থগিত করা হয়েছে সে বিষয়টিও আমি নিশ্চিত না।

এদিকে দলীয় সূত্র জানিয়েছে, সাংগঠনিক সম্পাদক থাকাবস্থায় বরিশাল বিএনপিতে নানা বিতর্কের সৃষ্টি করেছেন বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি ক্ষমতা পেয়ে দলের ত্যাগী এবং জ্যেষ্ঠ নেতাদের বাদ দিয়ে ‘মাই ম্যান’ তৈরির রাজনীতি প্রতিষ্ঠা করেছেন।

এ ছাড়া দলের দুঃসময়ে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা, নেতাকর্মীর জন্য কেন্দ্র থেকে দেওয়া মোটা অঙ্কের টাকা খরচ না করে নিজের কাছে রেখে দেওয়া, অর্থের বিনিময়ে কমিটি গঠন এবং মাদককারবারিসহ বিতর্কিতদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে সম্প্রতি দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশিত হয়।

তাছাড়া গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পদত্যাগের পর বরিশালের বিভিন্ন স্থানে দখল, হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। যা নিয়ন্ত্রণে ব্যর্থ হন তিনি। বরং এসব কার্যক্রমে আড়ালে থেকে ইন্ধন জোগানো এবং আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে শিরিনের বিরুদ্ধে। একইদিন সাংবাদিকদের ওপর হামলা, প্রেস ক্লাব দখলের চেষ্টাসহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এরই প্রেক্ষিতে রোববার শিরিনের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে বলে দাবি বিএনপির কয়েকটি দায়িত্বশীল মহলের। কেন্দ্রের এমন সিদ্ধান্ত প্রকাশের পর দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির তারুণ্যের সমাবেশ নিয়ে ৯৫.৬৬ ভাগ ইতিবাচক মন্তব্য 

মায়ামির সঙ্গেই চুক্তি নবায়ন করতে যাচ্ছেন মেসি!

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিকের মৃত্যু 

শৈশবের ক্লাবকে বিদায় করে ক্ষমা চাইলেন চেলসি স্ট্রাইকার

কেন্দ্রীয় নয়, নিজ নিজ শিক্ষা বোর্ডে প্রকাশ হবে এসএসসির ফল

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা বোর্ড, এইচএসসি নিয়ে সিদ্ধান্ত সন্ধ্যায়

চীন সফরে যাচ্ছে জামায়াতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

উদ্বোধনের আগেই ভেসে গেল নবনির্মিত সড়ক

মধ্যপ্রাচ্যে আরও ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র, বাড়াচ্ছে অস্ত্রের মজুত

ব্যবসায়ীকে হত্যায় জড়িত ৭ ভাই-ভাতিজা গ্রেপ্তার

১০

সিরিজ হারের পরও আশাবাদী মিরাজ

১১

১৫ কিমি দূরে ভেসে উঠল আসিফের মরদেহ

১২

আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ

১৩

এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই : প্রেস সচিব 

১৪

ইইউর অভিযানে চীনের বিরুদ্ধে জার্মানির ভয়ংকর অভিযোগ

১৫

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম

১৬

অডিও যাচাই করল বিবিসি / আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের অনুমতি দিয়েছিলেন হাসিনা

১৭

ঠান্ডা পানি কি শরীরের জন্য ক্ষতিকর? কী বলছেন চিকিৎসকরা

১৮

ফেনীতে ভয়াবহ বন্যা পরিস্থিতি

১৯

বিবিসির অনুসন্ধানে উঠে এলো যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের চিত্র

২০
X