বরিশাল ব্যুরো
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেত্রী শিরিনের দলীয় পদ স্থগিত

অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। ছবি : সংগৃহীত

বরিশাল বিএনপির অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্রীয় সংসদ। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রোববার (১১ আগস্ট) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। পরে নির্দেশ না দেওয়া পর্যন্ত তার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।

তবে মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে শিরিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অবশ্য শিরিনের দলীয় পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান।

তিনি বলেন, কেন্দ্র থেকে এ বিষয়ে একটি চিঠি আমাকে দেওয়া হয়েছে। তবে কেন্দ্রের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারিনি। তাই কী কারণে তার দলীয় পদ স্থগিত করা হয়েছে সে বিষয়টিও আমি নিশ্চিত না।

এদিকে দলীয় সূত্র জানিয়েছে, সাংগঠনিক সম্পাদক থাকাবস্থায় বরিশাল বিএনপিতে নানা বিতর্কের সৃষ্টি করেছেন বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি ক্ষমতা পেয়ে দলের ত্যাগী এবং জ্যেষ্ঠ নেতাদের বাদ দিয়ে ‘মাই ম্যান’ তৈরির রাজনীতি প্রতিষ্ঠা করেছেন।

এ ছাড়া দলের দুঃসময়ে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা, নেতাকর্মীর জন্য কেন্দ্র থেকে দেওয়া মোটা অঙ্কের টাকা খরচ না করে নিজের কাছে রেখে দেওয়া, অর্থের বিনিময়ে কমিটি গঠন এবং মাদককারবারিসহ বিতর্কিতদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে সম্প্রতি দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশিত হয়।

তাছাড়া গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পদত্যাগের পর বরিশালের বিভিন্ন স্থানে দখল, হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। যা নিয়ন্ত্রণে ব্যর্থ হন তিনি। বরং এসব কার্যক্রমে আড়ালে থেকে ইন্ধন জোগানো এবং আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে শিরিনের বিরুদ্ধে। একইদিন সাংবাদিকদের ওপর হামলা, প্রেস ক্লাব দখলের চেষ্টাসহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এরই প্রেক্ষিতে রোববার শিরিনের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে বলে দাবি বিএনপির কয়েকটি দায়িত্বশীল মহলের। কেন্দ্রের এমন সিদ্ধান্ত প্রকাশের পর দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরাজিত শক্তির সব অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া হবে : প্রধান ‍উপদেষ্টা

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : প্রধান উপদেষ্টা

গুলশানে ফেলানীর নামে সড়কের নামফলক উন্মোচন

‘আমিও তো কারও ভাই ও বাবা’, অটোরিকশায় লেখা নোট ভাইরাল

বিয়ের ২ ঘণ্টা আগে কনের সাজেই প্রেমিকের কাছে ছুটলেন তরুণী

খাওয়ার পর করা এই ৮ কাজ ডেকে আনবে বিপদ, বলছেন বিশেষজ্ঞ

নিখোঁজের ২৪ দিন পর ড্রেনে মিলল হাফেজ আব্দুল্লাহর মরদেহ

বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে ভারতের ট্রলার ডুবি নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার

নারীরা যে ১০ বিষয় পছন্দের পুরুষের কাছে চায়

আলোচিত মদ ব্যবসায়ী আ.লীগ নেতা প্রলয় চাকী আটক

১০

নতুন বাংলাদেশে আমরা প্রকৃত স্বাধীনতা-সার্বভৌমত্বের স্বাদ নিতে চাই : রাশেদ প্রধান 

১১

ধানের খড় শুকানো নিয়ে সংঘর্ষ, আহত ৪০

১২

একাত্তরের ১৬ ডিসেম্বর কী হচ্ছিল ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে

১৩

হাদিকে গুলি / ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

১৪

জামায়াত শুধু মুখে স্বাধীনতার কথা বলে না, অন্তরে ধারণ করে : মাসুদ সাঈদী

১৫

নওগাঁয় জাপার গোপন মিটিং পণ্ড, অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ

১৬

ভাঙা আয়নায় কি আসলেই মুখ দেখতে হয় না

১৭

বিইউবিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

১৮

নারীর মনোসামাজিক ক্ষমতায়ন বাড়লে খাদ্য নিরাপত্তা উন্নত হতে পারে

১৯

গ্রিনের পর পাথিরানাকেও দলে ভেড়াল কলকাতা

২০
X