বরিশাল ব্যুরো
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেত্রী শিরিনের দলীয় পদ স্থগিত

অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। ছবি : সংগৃহীত

বরিশাল বিএনপির অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্রীয় সংসদ। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রোববার (১১ আগস্ট) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। পরে নির্দেশ না দেওয়া পর্যন্ত তার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।

তবে মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে শিরিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অবশ্য শিরিনের দলীয় পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান।

তিনি বলেন, কেন্দ্র থেকে এ বিষয়ে একটি চিঠি আমাকে দেওয়া হয়েছে। তবে কেন্দ্রের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারিনি। তাই কী কারণে তার দলীয় পদ স্থগিত করা হয়েছে সে বিষয়টিও আমি নিশ্চিত না।

এদিকে দলীয় সূত্র জানিয়েছে, সাংগঠনিক সম্পাদক থাকাবস্থায় বরিশাল বিএনপিতে নানা বিতর্কের সৃষ্টি করেছেন বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি ক্ষমতা পেয়ে দলের ত্যাগী এবং জ্যেষ্ঠ নেতাদের বাদ দিয়ে ‘মাই ম্যান’ তৈরির রাজনীতি প্রতিষ্ঠা করেছেন।

এ ছাড়া দলের দুঃসময়ে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা, নেতাকর্মীর জন্য কেন্দ্র থেকে দেওয়া মোটা অঙ্কের টাকা খরচ না করে নিজের কাছে রেখে দেওয়া, অর্থের বিনিময়ে কমিটি গঠন এবং মাদককারবারিসহ বিতর্কিতদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে সম্প্রতি দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশিত হয়।

তাছাড়া গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পদত্যাগের পর বরিশালের বিভিন্ন স্থানে দখল, হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। যা নিয়ন্ত্রণে ব্যর্থ হন তিনি। বরং এসব কার্যক্রমে আড়ালে থেকে ইন্ধন জোগানো এবং আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে শিরিনের বিরুদ্ধে। একইদিন সাংবাদিকদের ওপর হামলা, প্রেস ক্লাব দখলের চেষ্টাসহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এরই প্রেক্ষিতে রোববার শিরিনের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে বলে দাবি বিএনপির কয়েকটি দায়িত্বশীল মহলের। কেন্দ্রের এমন সিদ্ধান্ত প্রকাশের পর দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের ২ নেতার ওপর এলোপাতাড়ি গুলি

মাঝ আকাশে জ্ঞান হারালেন নীলম কোঠারি

‘সাংবাদিক’ পরিচয়ে চাঁদা দাবি, হাতেনাতে গ্রেপ্তার ১

দেশে মানবাধিকারের ৩ সংকট

একটি ফোনকলেই থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধ থামানো সম্ভব : ট্রাম্প

আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা

সিআইডির ট্রেনিং সেন্টারে মিলল এসআইয়ের ঝুলন্ত মরদেহ

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

এফডিসিতে আর শুটিং হবে না, গবেষণা হবে : তথ্য উপদেষ্টা

বিদেশি গবেষকদের টানতে বিশাল পরিকল্পনা কানাডার

১০

জনগণ ভ্যাট দিলেও সরকার অনেক সময় পায় না : অর্থ উপদেষ্টা 

১১

বিপিএল মাতাতে ৯ ক্রিকেটারকে অনুমতি দিল পাকিস্তান

১২

পুকুরে ডুবে প্রাণ গেল মামা-ভাগনের

১৩

বানিয়ে ফেলুন শীতের সন্ধ্যায় মুখরোচক মুলার পাকোড়া

১৪

‘সিট নিশ্চিত করতে চাইলে, আগেই জোটের সঙ্গে চলে যেতাম’

১৫

তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১৬

সন্ত্রাস দমনে যৌথ অভিযান পরিচালনা করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৭

ফ্ল্যাটে ঢুকে মা-মেয়েকে হত্যা করা সেই আয়েশাকে যেভাবে গ্রেপ্তার করা হয়

১৮

এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকায় নাম নেই সেই রিকশাচালকের

১৯

মতিঝিলে চোর সন্দেহে অজ্ঞাত ব্যক্তিকে পিটিয়ে হত্যা

২০
X