বরিশাল ব্যুরো
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেত্রী শিরিনের দলীয় পদ স্থগিত

অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। ছবি : সংগৃহীত

বরিশাল বিএনপির অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করেছে কেন্দ্রীয় সংসদ। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রোববার (১১ আগস্ট) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। পরে নির্দেশ না দেওয়া পর্যন্ত তার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।

তবে মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে শিরিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অবশ্য শিরিনের দলীয় পদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান।

তিনি বলেন, কেন্দ্র থেকে এ বিষয়ে একটি চিঠি আমাকে দেওয়া হয়েছে। তবে কেন্দ্রের সঙ্গে এখনো যোগাযোগ করতে পারিনি। তাই কী কারণে তার দলীয় পদ স্থগিত করা হয়েছে সে বিষয়টিও আমি নিশ্চিত না।

এদিকে দলীয় সূত্র জানিয়েছে, সাংগঠনিক সম্পাদক থাকাবস্থায় বরিশাল বিএনপিতে নানা বিতর্কের সৃষ্টি করেছেন বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি ক্ষমতা পেয়ে দলের ত্যাগী এবং জ্যেষ্ঠ নেতাদের বাদ দিয়ে ‘মাই ম্যান’ তৈরির রাজনীতি প্রতিষ্ঠা করেছেন।

এ ছাড়া দলের দুঃসময়ে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা, নেতাকর্মীর জন্য কেন্দ্র থেকে দেওয়া মোটা অঙ্কের টাকা খরচ না করে নিজের কাছে রেখে দেওয়া, অর্থের বিনিময়ে কমিটি গঠন এবং মাদককারবারিসহ বিতর্কিতদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে সম্প্রতি দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশিত হয়।

তাছাড়া গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পদত্যাগের পর বরিশালের বিভিন্ন স্থানে দখল, হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। যা নিয়ন্ত্রণে ব্যর্থ হন তিনি। বরং এসব কার্যক্রমে আড়ালে থেকে ইন্ধন জোগানো এবং আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দেওয়ার অভিযোগ ওঠে শিরিনের বিরুদ্ধে। একইদিন সাংবাদিকদের ওপর হামলা, প্রেস ক্লাব দখলের চেষ্টাসহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এরই প্রেক্ষিতে রোববার শিরিনের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে বলে দাবি বিএনপির কয়েকটি দায়িত্বশীল মহলের। কেন্দ্রের এমন সিদ্ধান্ত প্রকাশের পর দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালে ভাসছিল সবজি বিক্রেতার মরদেহ

মিশনের প্রেস উইংয়ে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ, ইনফরমেশন অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

শীতে গরম পানি করছেন, এটি উপকারী না ক্ষতিকর?

অন্তর্বর্তী সরকারের অর্জন নিয়ে প্রেস সচিবের স্ট্যাটাস 

হাজী ও নান্না বিরিয়ানির নামে প্রতারণা

সংগ্রাম থেকে সাফল্যের শিখরে শেহনাজ গিল

বিএনপির এক নেতাকে সব পদ থেকে বহিষ্কার

ঠোঁটের চারপাশে কি কালচে ছোপ, ২ সপ্তাহেই মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়

পুলিশের নতুন ইউনিফর্ম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

হাসিনার যেদিন ফাঁসি হবে, সেদিন কলিজা ঠান্ডা হবে : শহীদ সজলের মা

১০

ছয় গোলের উৎসবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল জার্মানি

১১

চবি ছাত্রদলের এক নেতার পদ স্থগিত

১২

অভিজ্ঞতা হলো জীবনের সবচেয়ে বড় সঞ্চয়: দীপিকা পাড়ুকোন

১৩

বিকেএসপিতে চাইনিজ গভার্নমেন্ট স্কলারশিপ নিয়ে বিশেষ সেমিনার

১৪

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচার প্রসঙ্গে যা বললেন ফয়েজ তৈয়্যব

১৫

কটাক্ষের শিকার অনন্যা

১৬

৬৭৮ কোটি টাকা মানিলন্ডারিং / ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা

১৭

রাজনীতিতে হাসিনার উত্থান-পতন যেভাবে

১৮

সাগরপথে পাচারের সময় ৮ রোহিঙ্গা উদ্ধার, গ্রেপ্তার ৪

১৯

কারও সঙ্গে ৩ দিনের বেশি কথা না বললে কী হয়? যা বলছে ইসলাম

২০
X