লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাহাবুবুল করিমকে পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) দুপুরে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে কলেজ ক্যাম্পাসে ১২ দফা দাবিতে কর্মসূচি পালন করা হয়।

এর আগে শনিবার (১০ আগস্ট) কলেজ অধ্যক্ষের কার্যালয়ে তালা দেয় সাধারণ শিক্ষার্থীরা। তালার গায়ে লাগানো সাদা কাগজে লেখা হয় ‘দুর্নীতিবাজের ঠাঁই নাই, সাধারণ শিক্ষার্থী, লক্ষ্মীপুর সরকারি কলেজ’।

এদিকে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে কলেজের প্রায় ৫০ শিক্ষক জরুরি বৈঠক করেন। সেখানে শিক্ষকদের সঙ্গে অধ্যক্ষের বিভিন্ন সময় অসদাচরণের বিষয় তুলে ধরা হয়। বিভিন্ন অনিয়ম নিয়েও আলোচনা হয়। ওই সভায় কর্মচারীরাও এসে অভিযোগ তুলে অধ্যক্ষকে অপসারণের দাবি করেন। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেষের প্রায় পাঁচ দিন পার হলেও অধ্যক্ষ মাহাবুবুল করিম কলেজে যাননি। এতে কলেজের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি শিক্ষকদের।

শিক্ষার্থীদের দেওয়া ১২ দফা হলো— অধ্যক্ষের পদত্যাগ, দায়িত্বকালীন তার সব দুর্নীতির হিসাব, কলেজের প্রধান অফিস সহকারীর পদত্যাগ, কলেজ ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা, ছাত্র সংসদ গঠন করা, দ্রুত কলেজ হোস্টেল চালু করা, শিক্ষার্থীদের জন্য কলেজ বাসের ব্যবস্থা করা, কলেজের সব শিক্ষককে শিক্ষার্থীবান্ধব ও শিক্ষার্থীদের পাশে থাকা এবং রাজনৈতিক কূটকৌশলের কারণে কোনো শিক্ষার্থী বিনাঅপরাধে গ্রেপ্তার হলে তাকে মুক্ত করে ক্লাস নিশ্চিত করা, বহিরাগতদের শনাক্ত করার লক্ষ্যে শিক্ষার্থীদের দ্রুত কলেজ আইডি কার্ড প্রদান এবং কলেজ ড্রেস নিশ্চিত করা।

দাবিগুলোর মধ্যে আরও রয়েছে— কলেজের আহত, নিহত ও কারাবরণকারী শিক্ষার্থীদের পারিবারিক খোঁজ-খবর নেওয়া এবং কলেজ ফান্ড থেকে তাদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করা। কলেজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আনুষ্ঠানিক শোক প্রকাশ ও মিলাদ মাহফিলের আয়োজন করা। বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের গুলিতে নিহত শহীদ কাউছার ওয়াহিদ বিজয়ের নামে একটি লাইব্রেরি অথবা ফটক স্থাপন করা হয়।

অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশের মতো লক্ষ্মীপুরে শিক্ষার্থীরা কর্মসূচি বাস্তবায়ন করেছেন। এ আন্দোলনে লক্ষ্মীপুর সরকারি কলেজের যেসব শিক্ষার্থী যোগ দিয়েছেন। তাদের অনেককে ডেকে এনে কলেজ অধ্যক্ষ মাহাবুবুল করিম বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে। এ ছাড়া কলেজ অধ্যক্ষ হয়ে আসার পর থেকে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ করেছেন। তুচ্ছ ঘটনায় তিনি অসহায় কর্মচারীদের চাকরিচ্যুত করেছেন। কলেজের টাকায় কর্মচারী নিয়োগ দিয়ে পরবর্তী সময়ে তার বাসায় নিয়ে কাজ করাতেন।

লক্ষ্মীপুর সরকারি কলেজে শিক্ষক পরিষদের সভাপতি ও উপাধ্যক্ষ ড. মো. আজিম উদ্দিন বলেন, গত বৃহস্পতিবার আমাদের জরুরি সভায় অধ্যক্ষ ও প্রধান সহকারীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় শিক্ষক-কর্মচারীরা তাদের অপসারণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ মাহাবুবুল করিম বলেন, সরকার পরিবর্তন হয়েছে। আমাকেও বদলি করে দেবে। এখন অন্য শিক্ষকরা ঘোলা পানিতে মাছ শিকার করে আমাকে অপমানিত করতে চাচ্ছে। কিন্তু আমাকে অপমান করার জন্য তাদের সিদ্ধান্ত মেনে নিতে পারছি না। অনিয়মের ঘটনায় কয়েকজন কর্মচারীকে চাকরিচ্যুত করেছি। এর মধ্যে কয়েকজনকে চাকরি ফিরিয়েও দিয়েছি। বৈষম্যবিরোধী আন্দোলনে যাওয়া কোনো শিক্ষার্থীকে আমি কিছু বলিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীকে কিডনি দিতে এক মুহূর্তও দেরি করলেন না তরুণী

গুলশানে ডাক পেলেন পটুয়াখালী বিএনপির ৪ নেতা

৫ পদে একাধিক নিয়োগ দিচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর

অনূর্ধ্ব-২০ দল / ৭ ফরোয়ার্ড নিয়ে শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

মারিয়া কোরিনা কি নিজ ভুবনে শান্তিতে আছেন?

জ্বালানি ঘাটতির জন্য রাজনীতিবিদরাও দায়ী : ফাওজুল কবির

উপদেষ্টা হিসেবে আমাদের কারও সেফ এক্সিটের দরকার নেই : আসিফ নজরুল

নতুন চমক নিয়ে ফিরছে ‘বাহুবলী থ্রি’

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

১০

শাপলা প্রতীক না দিলে ধানের শীষও বাদ দিতে হবে : হাসনাত 

১১

বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব খেলা মানায় না: সাকিব

১২

‘আমরা নিজেদের সঙ্গেই লড়ছি’ যশকে নিয়ে যা বললেন নুসরাত

১৩

এমবাপ্পের গোলের দিন ফ্রান্সের জয়, লুক্সেমবার্গকে হারিয়ে শীর্ষে জার্মানি

১৪

সদরঘাটে চালকের ছুরিকাঘাতে চালক খুন

১৫

মার্কিন সেনাদের বিস্ফোরক সরবরাহ করা কোম্পানিতে বিস্ফোরণ

১৬

শরীরের সবচেয়ে নোংরা অংশ কোনটি, জানলে অবাক হবেন

১৭

ডেপুটি ম্যানেজার নিচ্ছে দারাজ, সপ্তাহে দুদিন ছুটি 

১৮

বিপিএলে কমছে দল সংখ্যা, জানা গেল নিলাম কবে

১৯

ক্যালিফোর্নিয়ার প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রমের উদ্বোধন

২০
X