বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ভারপাশার সমিতি ঘর বাজারসংলগ্ন শ্রীমন্ত নদীর ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (৫ আগস্ট) সেতুটির নিচ দিয়ে একটি বাল্কহেড যাওয়ার সময় পিলারের সঙ্গে ধাক্কা লেগে সেতুটি ভেঙে পড়ে।
এতে করে ভরপাশা ইউনিয়নের ৫ গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন এসব এলাকায় চলাচলকারী স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, শ্রীমন্ত নদীর ওপর নির্মিত প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের সেতুটির মাঝখানের অংশ ভেঙে পড়েছে। সেতুটি উপজেলার জন্য অত্যন্ত জনবহুল ও গুরুত্বপূর্ণ। ভরপাশা ও পাদ্রীশিবপুর ইউনিয়নকে উপজেলা ও জেলা শহরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। বর্তমানে ভাঙা সেতুটির ওপর দিয়ে সুপারি গাছ দিয়ে সাঁকো নির্মাণ করে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।
শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হান্নান মিয়া বলেন, ৫ আগস্ট একটি বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় সেতু ভেঙে যায়। ভাঙা সেতু দিয়ে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সেতুটি সংস্কারের জন্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হস্তক্ষেপ প্রয়োজন।
উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের মিয়া কালবেলাকে বলেন, শ্রীমন্ত নদীতে বাল্কহেডের ধাক্কায় ভেঙে যাওয়া সেতুটি খুব শিগগির মেরামত করা হবে।
মন্তব্য করুন