ঠাকুরগাঁও সদর উপজেলায় এসএসসি পাশ করেও জিপিএ-৫ না পাওয়ায় গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে মিষ্টি রায় (১৬)নামের এক শিক্ষার্থী।
শুক্রবার (২৮ জুলাই) সদর উপজেলার জগন্নাথপুর ইউপির দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিষ্টি ওই গ্রামের প্রেমানন্দ রায়ের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য গণেশ চন্দ্র ঘোষ বলেন,সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল অনলাইনে ফলাফল প্রকাশ হয়।
প্রকাশিত ফলাফলে এবার জিপিএ-৫ পাওয়ার আশা করেছিল মিষ্টি। কিন্তু ফলাফলে জিপিএ-৪.২৮ পয়েন্ট আসায় এরপর থেকে অনবরত কান্নাকাটি করতে থাকে। কান্নাকাটির একপর্যায়ে নিজেদের ঘরে দরজা লাগিয়ে দেয়।
এরপর গলায় ওড়না পেচিয়ে বাঁশের তীরে ঝুলে আত্মহত্যা করে সে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির কালবেলাকে বলেন, ছাত্রীর আত্মহত্যার বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। আমরা এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।
মন্তব্য করুন