বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যখন আমরা নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের এ বছরের পাঠ্যসূচি, শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা শেষ করার চেষ্টা করছি। তখন বিএনপির এই ধরনের অপরাজনীতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত করছে। যা মোটেও দেশের জন্য ইতিবাচক নয়।
আজ শনিবার (২৯ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের করোনার কারণে অনেক অসুবিধা হয়েছে। এখন আমরা সেগুলো কাটিয়ে উঠেছি। কাজেই শিক্ষার্থীদের জীবনকে জিম্মি করে কোনো রাজনৈতিক দল যেন কোনো ধরনের অসাধু ফয়দা লুটবার চেষ্টা না করে, সে জন্য আমি আবেদন জানাব। একইসঙ্গে আমি আশা করি, যে কোনো রাজনৈতিক সংগঠন দায়িত্বশীলতার সঙ্গে আমাদের নতুন প্রজন্মের বিষয়টি এবং তাদের স্বার্থকে অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। অনুষ্ঠানে মোট ৮২ জন সাংবাদিকের মাঝে ১৭ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এ সময় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র (বাদল), চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন