টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৬:২৪ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশের পর আর্থিক সহায়তা পেল গুলিবিদ্ধ তালহা

হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধ তালহার মায়ের হাতে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। ছবি : কালবেলা
হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধ তালহার মায়ের হাতে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। ছবি : কালবেলা

কালবেলায় সংবাদ প্রকাশের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ খন্দকার তালহাকে আর্থিক সহায়তা করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি তালহার মায়ের হাতে সহায়তার ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়। তালহার মায়ের অনুরোধ, তিনি সহায়তাকারীকে একবার হলেও দেখতে চান।

গত ৫ আগস্ট ভাইবোন মিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় টাঙ্গাইল পৌরসভার বেড়াবুচনা সবুজবাগ এলাকায় খন্দকার আশরাফ আলীর ছেলে খন্দকার তালহা। সে শহরের দারুল উলুম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। তারা এক ভাই এক বোন।

শহরের কলেজপাড়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে টিয়ারসেল ছোড়ে পুলিশ। তখন পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। একপর্যায়ে তালহা দৌড়ে আশ্রয় নেয় পাশে থাকা একটি ৪ তলা বিল্ডিয়ের ছাদে। পিছু নেয় পুলিশ। পুলিশ ছাদে উঠে তালহার বুকে বন্দুক ঠেকালে ধস্তাধস্তির একপর্যায়ে পায়ে গুলিবিদ্ধ হয় তালহা। তাৎক্ষণিক গুলিবিদ্ধ অবস্থায় পালানোর চেষ্টা করলে সহপাঠীদের সহায়তায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

গুলিবিদ্ধ তালহার মা কোহিনুর বলেন, কালবেলা পত্রিকায় ‘টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না গুলিবিদ্ধ তালহার’ শিরোনামে সংবাদটি প্রচারিত হওয়ায় অস্ট্রেলিয়া প্রবাসী মো. এনামুল ভুঁইয়া আমার ছেলের জন্য ৫০ হাজার টাকা পাঠিয়েছেন। এটি আমার কাছে কত যে আনন্দের বিষয় তা বলে বোঝাতে পারছি না। এই দুর্দিনে আমার পাশে এসে দাঁড়িয়েছেন প্রবাসী এই ভাইটি। তিনি আমাদের দেখেননি, আমরাও তাকে দেখিনি। আমার একটি দাবি- আমার সন্তানকে যিনি চিকিৎসার জন্য টাকা পাঠালেন, তাকে একটিবার দেখতে চাই। তিনি যদি কোনো সময় দেশে আসেন আমাকে এবং আমার ছেলেকে দেখে যাবেন। তার প্রতি এই আমার আবদার রইল। এটি কালবেলা পত্রিকার কাছেও আবদার রয়ে গেল।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সাদিকুর রহমান বলেন, তালহার চিকিৎসা বাবদ কোনো খরচ হবে না। শুধু তালহা নয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যত জন আহত আছে, তাদের প্রত্যেকেরই বিনা খরচে চিকিৎসা করা হবে। এ ছাড়াও তালহার ব্যাপারে ডাক্তার সব সময়ই দেখভাল করছে। তালহা সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে। কোনো অসুবিধা হবে না।

অস্ট্রেলিয়া প্রবাসী মো. এনামুলের পক্ষে তালহার মায়ের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন দৈনিক কালবেলার টাঙ্গাইল জেলা প্রতিনিধি মো. আবু জুবায়ের উজ্জ্বল। এ সময় উপস্থিত ছিলেন- জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সাদেকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার মো. আলমগীর হোসেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিব আল হাসান রাব্বি, মিথিলা ফারজানা, বিজনেস মেরুর জেলা প্রতিনিধি মৃণাল কান্তি ও কামরুল হাসানসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন

বুধবার টানা ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 

নির্বাচন বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে : আমিনুল হক

ঢাকা-১৮ আসনে ধানের শীষের পক্ষে গণমিছিল

জবিতে সংঘর্ষের ঘটনায় ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

হাসারাঙ্গার লড়াই টপকে পাকিস্তানের রোমাঞ্চকর জয়

দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে রশিদ খান

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

নেপাল ও ভারত ম্যাচ সামনে রেখে ঢাকায় সামিত সোম

মানবপাচার মামলা বায়রার নেতাকে গ্রেপ্তারের পর জিম্মায় মুক্তি

১০

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা নাইম মাদারীপুর থেকে উদ্ধার

১১

বাংলাদেশে এসেছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম মুফতি ফজলুর রহমান 

১২

আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

১৩

নির্বাচনের পর বিনিয়োগের খরা কাটবে

১৪

মামুন হত্যা / সেই দুই শুটারসহ গ্রেপ্তার ৫, অস্ত্র উদ্ধার 

১৫

হাজার কোটি টাকার খেলাপি ঋণ, চট্টগ্রামের ব্যবসায়ী বশর ও মাসুদের বিরুদ্ধে মামলা

১৬

ইসির ১২ কর্মকর্তাকে বদলি

১৭

রমজানে ১০ পণ্য আমদানি নিয়ে নতুন নির্দেশনা

১৮

১১ বছর পর জামায়াত কর্মীর মরদেহ উত্তোলন

১৯

দেখামাত্র সন্ত্রাসীদের গুলির নির্দেশ সিএমপি কমিশনারের

২০
X