

জুলাই আন্দোলনে ফ্যাসিবাদী শেখ হাসিনার শিক্ষার্থীদের হত্যার মিশনে যারা অর্থ জোগান দিয়ে সাহায্য করেছেন তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি তোলা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে ‘ফ্যাসিবাদবিরোধী শক্তির ব্যানারে’ এক মানববন্ধন থেকে এমন দাবি তোলা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মাধ্যমে জুলাই আন্দোলন দমনে ঢাকা এবং গাজীপুরে অনেক বড় ব্যবসায়ীরা অর্থ সরবরাহ করেছেন।
মানববন্ধনে অংশ নেওয়া জুলাই আন্দোলনকারী ইশতিয়াক বলেন, ফ্যাসিবাদের দোসররা খুনি হাসিনার সঙ্গে বিভিন্ন দেশে সফর করেছেন এবং এখনো দেশের বাইরে গিয়ে শেখ পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। দেশকে অস্থিতিশীল করতে অত্যন্ত গোপনীয়ভাবে অর্থ সরবরাহ করছেন।
আরেক আন্দোলনকারী মনসুর জানান, সালাউদ্দিন জুলাই আন্দোলনে ছাত্রদের হত্যা করে শেখ তাপসের সঙ্গে উদযাপন করেছেন। তাকে দ্রুত গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
মন্তব্য করুন