বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বাড়িতে আতশবাজি পড়ায় যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা

নিহত যুবদল কর্মী আবুল হাসান। ছবি : কালবেলা
নিহত যুবদল কর্মী আবুল হাসান। ছবি : কালবেলা

কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর আনন্দ মিছিল থেকে ফুটানো আতশবাজি বাড়ির উঠানে পড়ায় আবুল হাছান নামে এক যুবদল কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

শনিবার (১৭ আগস্ট) ভোর ৫টায় কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত আবুল হাছান বরুড়ার পয়ালগাছা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আবদুল মালেকের ছেলে। প্রতিবেশী আসামি রাব্বি হোসেনও একই গ্রামের প্রবাসী বিল্লাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর আনন্দ মিছিল করেন উপজেলা পয়ালগাছা ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের স্থানীয় জনগণ। বিকাল সাড়ে ৫টায় আনন্দ মিছিলটি বের হলে এতে অংশগ্রহণ করেন যুবদল কর্মী আবুল হাছান। তার হাতে থাকা আতশবাজি গিয়ে পড়ে প্রতিবেশী রাব্বি হোসেনের বাড়ির উঠানে।

আতশবাজির আওয়াজে রাব্বির ছোট মেয়ে ভয় পেয়ে কান্নাকাটি শুরু করলে সে বাসা থেকে বের হয়ে মিছিলের পেছনে থাকা যুবদল কর্মী আবুল হাছানকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। বিষয়টি জানাজানি হলে রাতেই স্থানীয়রা দুপক্ষকে নিয়ে বসে মীমাংসা করে দেয়।

আহত আবুল হাছানকে রাব্বির পরিবার চিকিৎসার জন্য কিছু টাকা দেয়। আহত আবুল হাছানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল হাছান মারা যায়।

স্থানীয় মেম্বার আমির হোসেন বলেন, এটা গত ৫ আগস্টের ঘটনা। আহত আবুল হাছানের চিকিৎসা জন্য খরচ দেয় রাব্বির পরিবার। পরিবারের সদস্যরা আবুল হাসানকে কুমিল্লা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সে। পুলিশ ঘটনাস্থলে এসে তথ্য সংগ্রহ করে লাশ নিয়ে গেছে। অভিযুক্ত আসামি রাব্বি হোসেন ও মা তার মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পয়ালগাছা ইউনিয়নের যুবদলের সভাপতি জিল্লুর রহমান বলেন, আবুল হাসান আমার ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের যুবদল কর্মী। আমাদের যুবদল কর্মীর হত্যার বিচার চাই।

বরুড়া থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী কালবেলাকে বলেন, নিহত আবুল হাছানের লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। আসামিকে থানা হেফাজতে রাখা হয়েছে। এখনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টিবলয় ‘স্পিড’, কবে কোথায় প্রভাব ফেলবে

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে যে সিদ্ধান্ত নিল ভারত সরকার

ইমিগ্রেশনের সময় যে ৭ কথা বললেই মহাবিপদ

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর

৮ মামলায় ইমরান খানের জামিন

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

১০

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

১১

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

১২

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

১৩

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

১৪

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১৫

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১৬

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১৭

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৮

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৯

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

২০
X