ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির ভূইয়ার পদত্যাগের দাবিতে তার কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির নেতারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
এ ছাড়া বিক্ষোভ মিছিল শেষে পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
সমাবেশে নেতারা বলেন, সোহাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির শেখ হাসিনা সরকারের দোসর। তাই সেই সরকারের কোনো দোসরকে এ পরিষদে দেখতে চাই না। এই দুর্নীতিবাজ চেয়ারম্যান সরকারের দেওয়া বিভিন্ন বরাদ্দ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তিনি পরিষদে আসলে জনগণ তাকে পিটিয়ে শেষ করে দেবে।
এ সময় উপস্থিত জনগনের উদ্দেশ্য নেতারা বলেন, ওই চেয়ারম্যানকে আপনারা যেখানেই পাবেন সেখানেই পেটাবেন। সে যেন এই পরিষদে আর ঢুকতে না পারে।
মন্তব্য করুন