লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৭:১৫ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নাটোরে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নাটোরের লালপুর উপজেলার পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
নাটোরের লালপুর উপজেলার পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

নাটোরের লালপুরে পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলি আক্তারীর স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২৫ আগষ্ট) দুপুরে উপজেলার পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সরেজমিন দেখা যায়, সকাল ১০টায় বিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্লাসের বাইরে অবস্থান করছে। পরে বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি বিরুদ্ধে বিভিন্ন স্লোগান এবং পদত্যাগের দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিলটি পাইকপাড়া সেন্টার ও ঈশ্বরদী টু বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে খারাপ আচারণ, মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানে বৈষম্যহীনতা, সহকারী শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, বিদ্যালয়ে ল্যাব থাকা সত্বেও ক্লাস না নেওয়া, পরীক্ষার ফি বেশি রাখা, বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনের ওপর ভবন নির্মাণ করে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরে। এ সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষক জলি আক্তারীর রুম তালাবদ্ধ দেখা যায়।

এ বিষয়ে সহকারী শিক্ষক আব্দুল ওহাব বলেন, আমরা শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছি কিন্তু তারা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে। তবে তাদের দাবিগুলো এখন পর্যন্ত আমরা জানতে পারিনি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মওলানা ওয়াজেদ আলী বলেন, প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার জন্য আমি সিনিয়র পে-স্কেল থেকে বঞ্চিত হয়েছি।

সহকারী শিক্ষক মাসুমা খাতুন বলেন, ২০২৩ সালে আমার চাকরির দশ বছর পূর্ণ হলেও প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার জন্য পে-স্কেল থেকে বঞ্চিত রয়েছি।

এসব বিষয়ে পাইকপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলি আক্তারী বলেন, আমি বিদ্যালয়ে উপস্থিত থাকার সময় এমন ঘটনা ঘটেনি। বিদ্যালয়ের কাজে উপজেলা শিক্ষা অফিসে আছি, তবে বিষয়টি মুঠোফোনে জানতে পেরেছি।

তিনি বলেন, গত সরকারের আমলে প্রতিষ্ঠানে কিছু কর্মচারী-শিক্ষক রাজনৈতিক প্রভাব ও পেশি শক্তি খাটিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি-নির্যাতন করেছেন। বর্তমানেও ওই একই মহল অবুঝ শিক্ষার্থীদের বিভিন্ন প্ররোচণা দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে আন্দোলনে দাঁড় করিয়েছে। অভিযোগের বিষয়গুলো সত্য নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ৩২ ভবনে এখনো মানুষের বাস

মেট্রোরেল লাইনের ওপর পড়ল ড্রোন, অতঃপর...

জাতীয় নার্স কমিশন হতেই হবে : ফরহাদ মজহার

রাজধানীতে চলন্ত বাসে আগুন

আগামীতে দিনের ভোট রাতে আর হবে না : সেলিমুজ্জামান

জামায়াত প্রার্থীর শোডাউনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয় সাময়িক বন্ধ ঘোষণার দাবি ডাকসুর

কালিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি : ডা. শহিদুলের সঙ্গে হাজারো নেতাকর্মীর পদযাত্রা

বান্দরবান বিশ্ববিদ্যালয় / শিক্ষার মান উন্নয়নে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তরের সিদ্ধান্ত

আইসল্যান্ডে দিনে ১,৬০০ ভূমিকম্প, স্বাভাবিক না ভয়াবহ সংকেত?

১০

ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা

১১

অবরোধের ঘোষণা চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের

১২

ভূমিকম্প আতঙ্ক / ঢাবির পর জবিরও ক্লাস-পরীক্ষা বন্ধ

১৩

নেই কোনো পানিপ্রবাহ, তবু নির্মাণ হচ্ছে ৯ কোটি টাকার সেতু

১৪

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই

১৫

আগামী নির্বাচন গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার মুহূর্ত : শেখ আব্দুল্লাহ

১৬

বাগদত্তার সঙ্গে উদ্যম নাচ ডাক্তারের, অতঃপর...

১৭

ভূমিকম্পের ঘটনায় ঢাবিতে রোববারের ক্লাস-পরীক্ষা স্থগিত

১৮

মার্কিনিকে আমন্ত্রণ জানিয়ে বিপদে ইসলামিক সংস্থার প্রধান

১৯

সাভারে পালিয়ে থাকা জামালপুরের আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X