হবিগঞ্জের বাহুবলে পূর্ব বিরোধের জের ধরে ১২ গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০০ জন। তাদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর।
সোমবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অন্তত ৩০ জনকে হাসপাতালে পাঠানো ভর্তি করা হয়েছে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে বাহুবল উপজেলা বানিয়াগাও গ্রামের এক যুবককে পাশ্ববর্তী লামাতাশি গ্রামের লোকজন মারধর করে। এ নিয়ে প্রথমে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে লামাতাশি গ্রামের পক্ষে ৮ গ্রাম ও বানিয়াগাও গ্রামের পক্ষে ৫ গ্রাম সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের সময় মিরপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়।
মন্তব্য করুন