ফরিদপুরের সালথায় ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে দলীয় মনোনয়নপ্রত্যাশী ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জামাল হোসেন মিয়ার পক্ষ থেকে শোক জানিয়ে নির্মাণ করা তোরণের ব্যানার ও কাপড় ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন : সব শিক্ষাপ্রতিষ্ঠানে শোক দিবস পালনের নির্দেশ
রোববার (৩০ জুলাই) মধ্যরাতের পরে কোনো এক সময় এ ঘটনা ঘটানো হয় বলে দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের। স্থানীয় নেতাকর্মীরা জানান, ওই তোরণের ব্যানারে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ছিল। তোরণটি শনিবার (২৯ জুলাই) নির্মাণ করা হয়েছিল। রোববার রাতে কে বা কারা তোরণের ব্যানার ও কাপড় ছিঁড়ে ফেলে।
নেতাকর্মীরা মনে করছেন, যারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সংবলিত তোরণ ছিঁড়ে ফেলতে পারে তারা আওয়ামী লীগের আদর্শের অনুসারী হতে পারে না। নেতাকর্মীরা তোরণের ব্যানার ও কাপড় ছেঁড়ায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
আরও পড়ুন : শোক দিবস পালনে ঐক্য পরিষদের দ্বিতীয় প্রস্তুতি সভা
এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে জানিয়ে অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, যারা তোরণের ব্যানার ও কাপড় ছিঁড়ে ফেলেছে, তারা আওয়ামী লীগের শত্রু। এদের খুঁজে বের করে আইনের আওতায় আনা জরুরি।
এ প্রসঙ্গে সালথা থানার ওসি শেখ সাদি জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েই দুজন চৌকষ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশের কয়েকটি সিসি ক্যামেরা রয়েছে, আশা করছি শিগগিরই অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন