বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী জানিয়েছেন, দেশের ভঙ্গুর অর্থনীতি সচল করতে উদ্যোগ নিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে পটুয়াখালী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক গণজমায়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশি-বিদেশি সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে দেশের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য কাজ করছেন। ড. ইউনুস আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক, চীন এবং জাপানের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা সবাই বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত। ড. ইউনূসের প্রচেষ্টার ফলে দেশের ভঙ্গুর অর্থনীতি অচিরেই ঠিক হয়ে যাবে এবং সামনে সুদিন আসবে বলে আমরা আশা করছি।
আলতাফ হোসেন চৌধুরী সদ্য সংঘটিত ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বর্তমান পরিস্থিতিতে দেশের অর্থনীতি পুনর্গঠনের জন্য ড. ইউনূসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বায়জিদ পান্না, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ওয়াহিদ সরোয়ার কালাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আল-আমীন সুজন প্রমুখ।
মন্তব্য করুন