কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্তদের জন্য গান গেয়ে সহযোগিতা তুলছেন কুদ্দুস বয়াতী

বন্যার্তদের পাশে দাঁড়াতে নেত্রকোনার কেন্দুয়ায় বিভিন্ন হাট-বাজারে গান গেয়ে অর্থ সংগ্রহ করেন বরেণ্য লোকশিল্পী কুদ্দুস বয়াতী। ছবি : কালবেলা
বন্যার্তদের পাশে দাঁড়াতে নেত্রকোনার কেন্দুয়ায় বিভিন্ন হাট-বাজারে গান গেয়ে অর্থ সংগ্রহ করেন বরেণ্য লোকশিল্পী কুদ্দুস বয়াতী। ছবি : কালবেলা

বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে বরেণ্য লোকশিল্পী কুদ্দুস বয়াতী তার নিজ উপজেলা নেত্রকোনার কেন্দুয়ায় বিভিন্ন হাট-বাজার ঘুরে গানে গানে অর্থ সংগ্রহ করছেন।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে তিনি তার শিষ্যদের নিয়ে কেন্দুয়া উপজেলা সদর ঘুরে গানে গানে বানভাসীদের জন্য অর্থ সংগ্রহ শুরু করেন। এর আগে গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিনব্যাপী তিনি কেন্দুয়া, মদন ও পাশের উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে গানে গানে অর্থ সংগ্রহের কাজ শুরু করেন।

এ সময় কুদ্দুস বয়াতীর সঙ্গে ছিলেন লোকশিল্পী আবুল বাসার তালুকদার, বাউল শিল্পী মুকুল সরকারসহ তার শিষ্য ফকির মুখলেছ, ফেরদৌস বয়াতী, অলি বয়াতী, সবুজ বয়াতী, জসিম বয়াতী, আশিক বয়াতী প্রমুখ।

এ সময় আরও কয়েক দিন বন্যার্তদের সহায়তায় তাদের গানে গানে অর্থ সংগ্রহের এ কাজ অব্যাহত থাকবে বলে জানান কুদ্দুস বয়াতী।

এদিকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে লোকশিল্পীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় লোকজনও।

কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের বাসিন্দা আনিসুজ্জামান সোহাগ বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বেশ কিছুদিন ধরে এলাকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অর্থ সংগ্রহ চলছে। তবে শিল্পীদের গানে গানে বন্যার্ত মানুষের জন্য টাকা সংগ্রহের উদ্যোগটিও চমৎকার। আমি এ উদ্যোগকে সাধুবাদ জানাই।

কুদ্দুস বয়াতীর শিষ্য আশিক বয়াতী বলেন, আমার ওস্তাদ দেশ-বিদেশে একজন জনপ্রিয় লোকশিল্পী। বানভাসী মানুষের পাশে দাঁড়াতে অর্থ সংগ্রহের কাজে তিনি আমাদের যুক্ত করায় আমরা চিরকৃতজ্ঞ। এমন একটি মহৎ কাজে থাকতে পেরে খুবই ভালো লাগছে।

আরেক শিষ্য অলি বয়াতী বলেন, আমার ওস্তাদ কুদ্দুস বয়াতী শুধু একজন গুণী শিল্পীই নন, তিনি একজন ভালো মনের মানুষও। দেশের মানুষের দুঃখ-দুর্দশা দেখে তিনি চুপ করে বসে থাকতে পারেন না। আর তাই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে তিনি আমাদের মতো শিষ্যদের নিয়ে গানে গানে তাদের জন্য অর্থ সংগ্রহ করছেন।

এ বিষয়ে কুদ্দুস বয়াতী বলেন, আমার দেশের ছাত্র-জনতা এ দেশকে নতুন করে স্বাধীন করেছে। আজকের ছাত্ররাই বৈষম্য ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে বলে বিশ্বাস করি।

তিনি বলেন, দেশে যে বন্যা-মহামারি চলছে- এতে লাখ লাখ মানুষ পানিবন্দি, বাড়ি ছাড়া। বন্যার পানিতে তাদের সবকিছু ভেসে গেছে। আমি এই দেশেরই একজন মানুষ। আমিও মাঠে সক্রিয় আছি। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে তাই আমি আমার নিজ এলাকা ঘুরে গানে গানে অর্থ সংগ্রহ করছি। সে অর্থ নিয়ে আমিও বানভাসীদের পাশে দাঁড়াতে চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখার ২ নেতা গ্রেপ্তার

স্পিড স্কেটিংয়ে জোড়া স্বর্ণপদক জিতলেন পৃথিবী

এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে : সারজিস

একটি দল চাঁদাবাজকে ফুল দিয়ে বরণ করেছে : স্বেচ্ছাসেবক দলের সভাপতি

প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিলেন তারেক রহমান

নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী

ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন, নতুন ঘর দিচ্ছেন তারেক রহমান

অতিরিক্ত সিম নিয়ে বিটিআরসির জরুরি বার্তা

‘শেখ হাসিনার করুণ পরিণতির বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন সালাউদ্দিন কাদের’

অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা

১০

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগ নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

১১

অনলাইন ও এসএমএসে এইচএসসির ফল জানবেন যেভাবে

১২

খেলা চলাকালে মাঠেই প্রাণ হারালেন বাঁহাতি পেসার

১৩

গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে : সারজিস

১৪

হাদিসের ভাষায় ভালো মৃত্যুর ১৫ আলামত

১৫

বিতর্কিতরাই পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে : আমান

১৬

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

১৭

সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌কারাগার ঘোষণা

১৮

ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ

১৯

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X