বরিশালের গৌরনদীতে সাবেক যুবদল নেতা আওয়ামী লীগে যোগ দিয়ে দলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ করেছেন এক যুবলীগ নেতা।
গত রোববার উপজেলার হাজিপাড়া এলাকায় যোগদানকারী নেতা জহিরুল ইসলাম জহির বিএনপি নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় ভাঙচুর করেছেন।
আরও পড়ুন : পুলিশের হাতে গ্রেপ্তার শ্রমিকদল নেতার বাসায় বিএনপির প্রতিনিধিদল
সোমবার সকালে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ফরহাদ হোসেন জুয়েল অভিযোগ করে বলেন, দলীয় কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে উপজেলার নলচিড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজিপাড়ায় গত শনিবার দুপুরে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুর রব মৃধাসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। উদ্বোধনের একদিন পরই রোববার দুপুরে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী জহিরুল ইসলাম জহিরের নেতৃত্বে ছাত্রদল নেতা সুমন ফকির, বিএনপি নেতা লোকমান, কালাম, আলিম, সজীবসহ ১০-১৫ জনের একটি দল দেশি অস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্রকাশ্যে কার্যালয়সহ বিলবোর্ড ভাঙচুর করে।
তবে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় ভাঙচুর ও অন্যান্য অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন জহিরুল ইসলাম জহির।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন