ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজের শান্তিনগরের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সান্ত্বনা দিয়েছেন বিএনপির নেতারা। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ বিএনপির একটি প্রতিনিধিদল সোমবার (৩১ জুলাই) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ শেষ করে সবুজের বাসায় যায়।
গতকাল গভীর রাতে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজকে শান্তিনগর পপুলার হাসপাতালের সামনে থেকে সাদা পোশাকধারী ডিবি পুলিশের একটি দল তুলে নিয়ে যায়।
এ সময় মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূইয়া, শ্রমিক দলের অর্থবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম মোল্লা, শরিফুল ইসলাম আওয়াল, জাকির হোসেন, জিল্লুর রহমান খান, সিরাজ উদ্দীন, আরিফ হোসেন, আনোয়ার হোসেন ও সিদ্দিকুর রহমানসহ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন