বরিশাল ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে আহত শিক্ষার্থীদের আজীবন বাস ভাড়া ফ্রি

বরিশালে আহত শিক্ষার্থীদের আজীবন বাস ভাড়া ফ্রি ঘোষণা পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির। ছবি : কালবেলা
বরিশালে আহত শিক্ষার্থীদের আজীবন বাস ভাড়া ফ্রি ঘোষণা পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির। ছবি : কালবেলা

শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনে বরিশালে আহত শিক্ষার্থীদের বাস ভাড়া ফ্রি ঘোষণা করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) বরিশাল পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতি এ সিদ্ধান্ত নেয়। এ ছাড়া সব শিক্ষার্থীর পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ৫০ শতাংশ ভাড়া মওকুফের কথাও জানানো হয়।

দুপুরে রুপাতলী বাস টার্মিনাল এলাকায় সাংবাদিকদের উপস্থিতিতে এ ঘোষণা দেন মালিক সমিতির আহ্বায়ক ও বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার।

এ সময় তিনি বাস টার্মিনালকে চাঁদাবাজমুক্ত এলাকা ঘোষণা করেন। এর আগে বেলা সাড়ে ১১টায় টার্মিনাল এলাকায় যে কোনো নাশকতা রোধে মিছিল করেন বাস মালিক, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা।

বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার বলেন, গত ১৫ বছর যারা বাস টার্মিনালগুলো নিয়ন্ত্রণ করেছে তারা একচেটিয়া চাঁদাবাজি করে এ খাতের সুনাম নষ্ট করেছে।

তিনি বলেন, আগে আমরা যে টাকা আওয়ামী লীগের সন্ত্রাসীদের চাঁদা দিতাম সেই অর্থ এখন থেকে আমরা দেশ বিনির্মাণে ব্যয় করব। স্বৈরাচারবিরোধী আন্দোলনে যেসব ছাত্র ভাইয়েরা আহত হয়েছেন তাদের আজীবন আমাদের বাসগুলোতে ফ্রি সার্ভিস দিতে চাই। আশা করি ছাত্র ভাইয়েরা আমাদের সে সুযোগটি করে দেবে।

আহত শিক্ষার্থীদের তালিকা চেয়ে তিনি আরও বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ নগরীর যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা সেখানকার কর্তৃপক্ষ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে যোগাযোগ করব। তারা আমাদের তালিকা দিলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, দক্ষিণাঞ্চলের মোট ২২টি রুটে যাত্রী সেবা দিয়ে থাকে বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতি। এসব রুটে প্রায় ৩ শতাধিক বাস চলাচল করে। সরকার পরিবর্তনের পর রুপাতলী বাস টার্মিনাল নিয়ন্ত্রণে নেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবদুস সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদ ক্রোকের নির্দেশ

ভারতীয় হাইকমিশনারকে তলবের দাবি

নেইমারের পরিবর্তে যে দুই তারকার ‍দিকে নজর আল-হিলালের

বাংলাদেশ থেকে নেপালে গেল ৪২ টন আলু

আদালতে বিচারক নেই চার মাস

‘অথচ জিয়াউর রহমানের নামে কোথাও কোনো জায়গা ছিল না’

কুকীর্তি ফাঁস করায় আল জাজিরার বিরুদ্ধে অ্যাকশনে যেতে চেয়েছিলেন হাসিনা

‘আমরা ঐক্যবদ্ধ হলে চাঁদাবাজ-মাস্তানরা রাজনীতি করতে পারবে না’ 

‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ওয়ার্ডবয়দের হেনস্তায় রোগীর মৃত্যুর অভিযোগ

১০

আ.লীগের সঙ্গে দ্বন্দ্ব নেই, যারা অন্যায়কারী তাদের বিচার চাই : মিন্টু

১১

একাত্তরের ভূমিকা নিয়ে মন্তব্য বিএনপি নেতার, কড়া প্রতিবাদ জামায়াতের

১২

ইলিশের দাম কমাতে চায় সরকার : মৎস্য উপদেষ্টা

১৩

সীমান্তবর্তী অঞ্চলে মোবাইল টাওয়ার স্থাপনে নতুন নীতিমালা

১৪

যাত্রা শুরু করল ‘ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’

১৫

রাজনৈতিক ধারাকে পাল্টাতে চাই : জামায়াতের কেন্দ্রীয় নেতা

১৬

১৮ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৫ হাজার কোটি টাকা

১৭

আরও ঘনিষ্ঠ হচ্ছে বাংলাদেশ-চীন সম্পর্ক

১৮

‘আমলাদের প্রভাবে একের পর এক জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে’

১৯

নসরুল হামিদের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

২০
X