পুরো পরিবার বিএনপির সমর্থক হলেও নানা অত্যাচার ও চাপে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের আব্দুল লতিফ। অবশেষে গত শনিবার রাতে ২৫ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আ.লীগ ছাড়লেন তিনি।
গত শনিবার রাতে শাহজাদপুর সাংবাদিক ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলনে দল ছাড়ার ঘোষণা দেন আব্দুল লতিফ। তিনি গালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার সঙ্গে পদত্যাগ করলেন একই ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা পলান, ইনতাজ আলী, সমসের, মনসের, সুলতান মোল্লা ও রবিসহ মোট ২৫ জন।
সংবাদ সম্মেলনে আব্দুল লতিফ বলেন, আমি ও আমার পরিবার মনেপ্রাণে বিএনপি করলেও নানামুখী অত্যাচার এবং চাপে অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগে যোগদান করি। দীর্ঘদিন ধরে আমি গালা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। যখন নতুন করে আবার এ দেশ স্বাধীন হলো, সবাই স্বাধীনতা পেল- আমিও সিদ্ধান্ত নিয়ে আমার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পদত্যাগ করলাম।
মন্তব্য করুন