মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

দুর্গাপ্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

মেহেরপুর শহরের বড় বাজারে অবস্থিত শতবর্ষী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে দুর্গাপ্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। ছবি : কালবেলা
মেহেরপুর শহরের বড় বাজারে অবস্থিত শতবর্ষী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে দুর্গাপ্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। ছবি : কালবেলা

শারদীয় দুর্গাপূজার দিনক্ষণ গণনা শুরু। এ উৎসবে প্রধান উপজীব্য প্রতিমা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে মেহেরপুরে চলছে প্রতিমা তৈরির কাজ। সম্প্রতি সরেজমিনে মেহেরপুর শহরের বড় বাজারে অবস্থিত শতবর্ষী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে গিয়ে কারিগরদের প্রতিমা তৈরি করতে দেখা য়ায়। নিভৃতে নিপুণ হাতের ছোঁয়ায় এখন চলছে খড় আর কাদামাটি দিয়ে প্রাথমিক কাজ। কিছুদিন বিরতি দিয়ে প্রতিমাতে দেওয়া হবে রংতুলির আঁচড়।

কোলাহল মুক্ত পরিবেশে মৃৎশিল্পী সজল কুমার পাল, সজীব কুমার পাল ও বনমালী কুমার পাল দলবদ্ধ হয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তারা এসেছেন মাগুরা জেলার মহম্মদপুর এলাকা থেকে।

জানা যায়, একটি মণ্ডপের প্রতিমা তৈরিতে এই মৃৎশিল্পীদের তিন থেকে চার দিন সময় লাগে। আর বড় মণ্ডপের হলে সেক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত সময় লেগে যায়। মেহেরপুরে দুইটি মণ্ডপের প্রতিমা তৈরির কাজ করছেন তারা। একটি মণ্ডপে প্রতিমার প্রাথমিক কাজ সমাপ্ত হয়েছে। সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণের প্রতিমাটির প্রাথমিক কাজ এরই মধ্যে শেষ হয়েছে। অন্য আরেকটি প্রতিমা তৈরি করে ১৫ দিন পর ফের মেহেরপুরে আসবেন তৈরিকৃত প্রতিমাগুলোতে রংতুলির আঁচড় দিতে। প্রতিবছরই তারা অধীর আগ্রহে দেবীদুর্গার প্রতিমা তৈরির কাজের অপেক্ষায় থাকেন। শুধু জীবিকার জন্যই নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের ধর্মীয় অনুভূতি, ভক্তি আর ভালোবাসা।

প্রতিমার কারিগর সজল কুমার পাল বলেন, ‘আমি ১২ বছর ধরে এই মন্দিরে প্রতিমার তৈরির কাজে নিয়োজিত আছি। প্রতিবছর আমরা ১০ থেকে ১২টি প্রতিমা তৈরি করি। এসব তৈরি করে পারিশ্রমিক হিসেবে যে অর্থ উপার্জন করি এটা মোটামুটি। তবে টাকার চেয়ে ধর্মীয় অনুভূতি ও ভক্তি আমাদের মধ্যে বেশি কাজ করে।’

অপর কারিগর সজীব কুমার পাল বলেন, ‘এখানে আমি এবারই প্রথম কাজ করছি। প্রতিমাটির কাজ সমাপ্ত হলে আমরা আরও তিন-চারটি প্রতিমার কাজ করব।’

মৃৎশিল্পী বনমালী কুমার পাল কালবেলাকে বলেন, ‘মেহেরপুর জেলায় আমরা দুটি কাজ করেছি, একটি হালদার পাড়ায় ও অন্যটি বড় বাজারে। এ বছর আমি আমার দল নিয়ে এ পর্যন্ত নয়টা প্রতিমা তৈরি করেছি। বাকি সময়ে আরও চার-পাঁচটা বানাব। প্রাথমিকভাবে প্রতিমা তৈরির ১০ থেকে ১৫ দিন পর আমরা সেগুলোতে রং করি।’

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কিছুদিন পরই দেবী দুর্গা আসবেন মর্তলোকে। তার এই আগমনকে ঘিরে প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন সারা দেশের প্রতিমা তৈরির কারিগর মৃৎশিল্পীরা। বাঙালি হিন্দুর উৎসবের ঢাকে কাঠি পড়া শুরু হয় মহাষষ্ঠী থেকে। আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজা দিয়ে দুর্গাপূজা শুরু হবে আর শেষে হবে ১৩ অক্টোবর বিজয়া দশমীতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মামলায় গ্রেপ্তার মাইটিভির চেয়ারম্যান সাথী, জামিন মেলেনি

ট্রেন উদ্ধার শেষে ফেরার পথে প্রাণ হারালেন রেল প্রকৌশলী

সীমান্ত থেকে ২৭৯ ভারতীয় গরু ও মহিষ আটক 

৮০ পয়সার টিকা পেতে গুনতে হচ্ছে ৬০ টাকা!

জুলাই সনদ ঘোষণার আগে ‘নির্বাচন’ প্রশ্নবিদ্ধ হবে : জাগপা

আইইসিসি বাংলাদেশ আয়োজন করছে ‘মাল্টি-ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৫’ 

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঞ্জাবি গায়ক

পাবনায় ছাত্র হত্যা মামলায় ১৩৬ জনের নামে চার্জশিট 

এখন মন খারাপ হয় না পলকের, লড়তে চান ভোটে

আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না : পিয়া জান্নাতুল

১০

‘আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল’

১১

পদ্মার ভাঙনে বিলীন স্কুল ভবন, বন্ধ শিক্ষা কার্যক্রম

১২

আন্তর্জাতিক সম্প্রদায়ও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় : আমীর খসরু

১৩

আমার কষ্টের কথা মা-বাবাকেও বলতে পারি না: দেব

১৪

তেলাপিয়া মাছ খেলে কি সত্যিই বিপদ

১৫

কলকাতার সিনেমা থেকে বাদ তানজিন তিশা

১৬

বুলবুলকে অবৈধ সভাপতি দাবি, ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮ ক্লাবের

১৭

ছবি শেয়ার করে কটাক্ষের মুখে অভিনেত্রী শবনম ফারিয়া

১৮

গাইবান্ধায় নতুন করে অ্যানথ্রাক্সে আক্রান্ত ৬ জন

১৯

মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে ম্যাচ দেখবেন যেভাবে

২০
X