বরিশাল ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আঁকা ছবি বিক্রির টাকা গেল ত্রাণ তহবিলে

বিক্রিত ছবির টাকার চেক জেলা প্রশাসকের কাছে তুলে দেন বরিশাল চারুকলার এক দল শিল্পী। ছবি : কালবেলা
বিক্রিত ছবির টাকার চেক জেলা প্রশাসকের কাছে তুলে দেন বরিশাল চারুকলার এক দল শিল্পী। ছবি : কালবেলা

বন্যার পানিতে প্লাবিত হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১১টি জেলা। এতে প্রাণহানির সঙ্গে পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। অন্যদের মতো এ বিপুল বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ছবি বিক্রি করছে বরিশাল চারুকলার এক দল শিল্পী। তাদের বিক্রি করা অর্থের ৩২ হাজার টাকা এরই মধ্যে বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছেন শিল্পীরা।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে এ টাকার চেক প্রদান করা হয়।

জানা গেছে, চারুকলা বরিশাল নামে একটি ফাইন আর্টস প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিল্পী চলমান বন্যাদুর্গতের জন্য কিছু করার মানসিকতা নিয়ে তারা নিজেরা ছবি একে বাঁধাই করে তা বিক্রি করছেন। এই ছবি বিক্রয়লব্ধ অর্থের ৩২ হাজার টাকা প্রধান উপদেষ্টার তহবিলে পাঠানো হয়েছে।

শিল্পীরা জানান, আমরা টিভিতে বন্যার ছবি দেখেছি, আর তা দেখেই প্যাস্টেল রং দিয়ে এমন ছবি আমাদের ক্যানভাসে ফুটিয়ে তুলেছি। আমাদের আঁকা ছবি সবাই স্বতঃস্ফূর্তভাবে কিনছেন। এর আগেও সিলেটে বন্যায় আমরা ছবি এঁকে বিক্রয়লব্ধ অর্থ ত্রাণ তহবিলে প্রদান করেছি। মানুষের এই বিপদের দিনে আমরা শিল্পীরাও পাশে আছি।

ফাইন আর্টস শিল্পী তাপস কর্মকার জানান, বন্যার্তদের সাহায্যের জন্য এই প্রতিষ্ঠানের ৫০ জন শিল্পী ৫০টি ছবি এঁকেছেন। এসব ছবিই আমরা ঘুরে ঘুরে বিক্রি করছি। এরই মধ্যে আমাদের ফান্ডে ছবি বিক্রয়লব্ধ ৩২ হাজার টাকা জমা হয়েছে। আমাদের এই ছবি বিক্রির ক্যাম্পিং আরও কয়েকদিন চলবে। আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এই টাকা প্রথম পর্যায়ে পাঠাচ্ছি। এ কাজে চারুশিল্পীরা তাদের তৃপ্তি নিয়ে এগিয়ে এসেছেন বলে জানান তিনি।

চারুকলা বরিশালের সভাপতি দীপংকর চক্রবর্তী জানান, ভয়াবহ বন্যা মোকাবিলায় শিল্পীদেরও করণীয় রয়েছে। এই মনোভাব সবার মধ্যে কাজ করছে। সে কারণে দ্বিতীয় শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিল্পীরা সবাই এগিয়ে এসেছে। সবাই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে চায়; তাদের জন্য কিছু করতে চায় এই অনুভূতি এগিয়ে নিতেই আমরা বন্যার্তদের জন্য এ কর্মসূচি ঘোষণা করে ব্যাপক সাড়া পাচ্ছি।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, শিল্পীরা তাদের আঁকা ছবি বিক্রি করে যে অর্থ বন্যার্তদের সহায়তায় দেওয়ার জন্য এগিয়ে এসেছেন, তা একটি মহৎ উদ্যোগ। আমি এটিকে সাধুবাদ জানাই। পাশাপাশি আরও যেসব সংগঠন রয়েছে তারাও যেন এভাবে এগিয়ে আসে। আমরা একে অন্যের সাহায্যে এভাবেই এগিয়ে আসি এটাই বাংলাদেশের সৌন্দর্য। বরিশাল জেলায় আমরা বিভিন্ন সংগঠনকে দেখেছি তারা তাদের সাধ্যমতো এগিয়ে এসেছে বানভাসিদের সহায়তায়। বিশেষ করে ত্রাণ সহায়তা থেকে শুরু করে এখন তাদের পুনর্বাসনের জন্য এগিয়ে এসেছে। আমিও আমার মতো করে তাদের সহায়তা করছি এবং সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেয়ামতের দিন যে ৩ ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং মহান আল্লাহ বাদী হবেন

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

লবণ নাকি চিনি, কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

১০

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

১১

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

১২

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

১৩

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

১৪

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

১৬

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

১৭

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

১৮

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

১৯

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

২০
X