টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নুরুল হকের ওপর হামলার ঘটনায় তিন বছর পর মামলা 

নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
নুরুল হক নুর। ছবি : সংগৃহীত

তিন বছর আগে ২০২১ সালে ১৭ আগস্ট মওলানা ভাসানীর মাজারে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় টাঙ্গাইলে মামলা হয়েছে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাবেক তিন এমপিসহ ৩৪ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।

টাঙ্গাইল সদর থানার ওসি লোকমান হোসেন কালবেলাকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় হুকুমদাতা হিসেবে আসামি করা হয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়। এ ছাড়াও অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হচ্ছেন একুশে পদকপ্রাপ্ত জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক এমপি তানভীর হাসান ছোট মনি, টাঙ্গাইল-৮ (মির্জাপুর) আসনের সাবেক এমপি খান আহমেদ শুভ।

এ ছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, টাঙ্গাইল পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, জেলা যুবলীগের সাবেক সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক।

শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান সুখন, সহসভাপতি মাহমুদুর রহমান বিপ্লব, ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মানিক শীল, সাবেক সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল প্রমুখ। মামলায় বাদী শাকিল উজ্জামান উল্লেখ করেন, ২০২১ সালের ১৭ আগস্ট মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা জানাতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি গণঅধিকার পরিষদের সভাপতি নরুল হক নুরের নেতৃত্বে জেলা শাখার নেতারা।

এ সময় পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। হামলায় নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ পাঁচ লাখ ১৩ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মশা নিধনে আমেরিকান প্রযুক্তির বিটিআই ব্যবহার শুরু করল চসিক

ববি শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি

এনসিপির কমিটি নিয়ে বিরোধ তুঙ্গে, সাংবাদিকদের হেনস্তা-তালাবদ্ধ করার হুমকি

খালেদা জিয়ার অসুস্থতার জন্য আ.লীগ সরকার দায়ী : মুশফিকুর রহমান

আত্মবিশ্বাস হারিয়ে ছুটি চাইলেন বার্সা ডিফেন্ডার

খালেদা জিয়াকে সহায়তা দিতে প্রস্তুত ভারত : মোদি

বন্ধুকে কুপিয়ে হত্যার কারণ জানালেন অস্ত্র হাতে থানায় যাওয়া যুবক

প্রাইভেটকারচাপায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদির

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

১০

টিউলিপ সিদ্দিকের রায় নিয়ে যা বলছে লেবার পার্টি

১১

সিলেট নয় ঢাকাতেই শুরু হবে বিপিএল

১২

খালেদা জিয়ার জানের সাদকা হিসেবে ছাগল দান বিএনপি নেতা আজাদের

১৩

নগরজুড়ে আতঙ্ক, চট্টগ্রামে ফের মাথাচাড়া দিচ্ছে অপরাধীরা

১৪

রাজশাহীতে জিয়া পরিষদের সভাপতি ড. নেছার উদ্দিন ও সম্পাদক সালাউদ্দিন

১৫

গাড়িতে মাথা ঘোরা-বমি ভাব? সাহায্য করবে আইফোনের এই গোপন ফিচার

১৬

এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার

১৭

আদালতে হাজির হলেন নেতানিয়াহু

১৮

জুলাই আন্দোলনে বাঁধা, নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৬ জনকে শাস্তি

১৯

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মাসুদুজ্জামান

২০
X