সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয় সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্রশিবির। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা জামায়াতে ইসলামীর অফিসের কাজী শামসুর রহমান মিলনায়তনে জেলার সকল ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমামুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুহা. হাবিবুর রহমান, কেন্দ্রীয় সাবেক স্কুল কার্যক্রম সম্পাদক মুহা. মুশারফ আনসারী, সাবেক জেলা সভাপতি ও জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওঃ রুহুল আমিন, শহর সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।
এ সময়ে ইসলামী ছাত্র শিবির কে সাতক্ষীরায় সু-সংঘঠিত করতে সকলের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। এ ছাড়া দেশের চলমান পরিস্থিতিতে চাঁদাবাজ, লুটপাট ও নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।
মন্তব্য করুন