বরিশালের মুলাদীতে বোনকে না জানিয়ে উপহারের ঘর বিক্রি করে দিয়েছেন ভাই। ফলে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন বোন।
সোমবার (৩১ জুলাই) উপজেলার সফিপুর ইউনিয়নের চরসফিপুর সমিতির হাট এলাকার আইজ উদ্দীন সরদারের ছেলে নাসির সরদার তাঁর বোন রেহানা বেগমের ঘর বিক্রি করে দেন।
আরও পড়ুন: বগুড়ায় বৃষ্টির আশায় ইস্তেসকার নামাজ আদায়
এ বিষয়ে রেহানা বেগম ভাইয়ের বিরুদ্ধে ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছেন।
জানা গেছে, ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত পরিবার হিসেবে ২০০৮ সালে উপজেলা প্রশাসনের মাধ্যমে বেসরকারি সংস্থা বোস্ট রেহানা বেগমকে একটি বসতঘর উপহার দেয়। প্রায় ৫ হাজার ইট ও টিন দিয়ে নির্মিত ঘরে থাকতেন রেহানা। কয়েক বছর আগে জীবিকার জন্য ঢাকায় যান তিনি।
রেহানা বেগম বলেন, ‘চাকরির জন্য ঢাকায় থাকলেও মাঝে মধ্যে বাড়িতে যাওয়া হয়। স্থানীয় আলাউদ্দীন খান ঘরটি ভেঙে ইট নিয়ে যান। তাঁর কাছে জানতে চাইলে বলেন, নাসির সরদার ঘর বিক্রি করে দিয়েছেন। ঘর ভেঙে নেওয়ার পর আরেক ভাই ওই জায়গা দখল করছেন। এখন বাড়িতে থাকার মতো কোনো জায়গা নেই।’
ক্রেতা আলাউদ্দীন খান বলেন, ‘নাসির সরদারের কাছ থেকে ৮ হাজার টাকা দরে সাড়ে ৪ হাজার ইট কিনেছি। ঘর ভেঙে সেই ইট নেওয়া হয়েছে।’
এ বিষয়ে নাসির সরদার বলেন, ‘রেহানা দীর্ঘদিন ধরে বাড়িতে না থাকায় ঘরটি পরিত্যক্ত ছিল। তাই বিক্রি করে জায়গা করা হয়েছে।’
সফিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী বলেন, ‘রেহানা বেগমকে না জানিয়ে উপহারের ঘর বিক্রি করে দেওয়ার অভিযোগ পেয়েছি। প্রশাসনের সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হানিফ সিকদার জানান, ‘উপহারের ঘর বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন