তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় বাশঁঝাড় থেকে অজগর সাপ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার। ছবি : কালবেলা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার। ছবি : কালবেলা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি ৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দেবনগড় ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করা হয়।

দেবনগড় ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ওবায়দুল হক বলেন, পাঠানপাড়া গ্রামের একটি বাঁশঝাড়ে অজগর সাপটি দেখতে পায় স্থানীয়রা। পরে সাপটিকে তারা ধরতে গেলে পাশে থাকা একটি পুকুরে নেমে যায়। পরে জাল দিয়ে কৌশলে সাপটিকে ধরে বস্তাবন্দি করেন স্থানীয়রা। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে বিকেলের দিকে প্রশাসনের সহায়তায় বন বিভাগের লোকজন সাপটিকে নিয়ে যায়।

এ বিষয়ে তেঁতুলিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিট) নুরুল হুদা বলেন, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রায় ৬ ফুটের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আমরা পর্যবেক্ষণে রেখেছিলাম। পরে উদ্ধার হওয়া সাপটিকে দিনাজপুর শিংড়া ফরেস্টে অবমুক্ত করা হবে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে বন বিভাগের কর্মীদের পাঠানো হয়। সেখান থেকে সাপটিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে বন বিভাগের সংরক্ষণে আছে। যেহেতু পঞ্চগড় জেলায় এ সাপটিকে অবমুক্ত করার মত পরিবেশ নেই, তাই বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সিংড়া জাতীয় উদ্যানে (সিংড়া ফরেস্ট) নিয়ে গিয়ে সাপটিকে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, অজগর নির্বিষ সাপ। এটি নিশাচর ও খুবই অলস প্রকৃতির, প্রয়োজন ছাড়া নড়াচড়াও করে না। এই প্রজাতিটি গাছে একাকী বাস করলেও শুধু প্রজননকালে জোড়া বাঁধে। সাধারণত মার্চ থেকে জুনের মধ্যে এদের প্রজননকাল। দেশের ম্যানগ্রোভ বন, ঘাসযুক্ত জমি, চট্টগ্রাম ও সিলেটের চিরসবুজ পাহাড়ি বনে এদের দেখা পাওয়া যায়। সাপটি সাধারণত মানুষের ক্ষতি করে না। খাদ্য হিসেবে এরা ইঁদুর, কচ্ছপের ডিম, সাপ, বন মুরগি, পাখি, ছোট বন্যপ্রাণী ইত্যাদি খায়। সাপটি নিজের আকারের চেয়েও অনেক বড় প্রাণী খুব সহজেই গিলে খেতে পারে।

জোহরা মিলা বলেন, চামড়ার জন্য সাপটি পাচারকারীদের লক্ষবস্তুতে পরিণত হয়েছে। ফলে আমাদের বনাঞ্চল থেকে এটি দিন দিন হারিয়ে যাচ্ছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল-২ অনুযায়ী এ বন্যপ্রাণীটি সংরক্ষিত, তাই এটি হত্যা বা এর যে কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখ্য, এর আগে গত ১১-১২ মাসের ব্যবধানে পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলায় স্থানীয়দের সহায়তায় চারটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করে পঞ্চগড় বন বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় বেড়েছে শীতের তীব্রতা

কলেজছাত্রের মৃত্যুর খবরে হাসপাতাল অবরুদ্ধ ও ভাঙচুর

ইসরায়েলকে অন্তর্ভুক্তির প্রতিবাদে আন্তর্জাতিক প্রতিযোগিতা বয়কট ৪ দেশের

রাজধানীতে আজ কোথায় কী

মধ্যযুগীয় কায়দায় প্রতিবন্ধীকে নির্যাতন

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

৫ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্রের হামলায় ক্যারিবিয়ান সাগরে নিহত ৪

দোনবাস না ছাড়লে রাশিয়া শক্তি দিয়ে দখল করবে : পুতিন

দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আবারও হামলা

১০

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

১১

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

১২

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

১৩

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

১৪

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

১৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

১৬

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

১৭

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

১৮

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

১৯

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

২০
X