রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ

নতুন পদ্ধতিতে গাছ আলু চাষে লাভবান কৃষক

রাজবাড়ীর গোয়ালন্দে গাছ আলু চাষ। ছবি : কালবেলা
রাজবাড়ীর গোয়ালন্দে গাছ আলু চাষ। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দে ইউটিউব দেখে মাচা পদ্ধতিতে গাছ আলু চাষে ভাগ্য বদলেছে কৃষক হুমায়নের। সাধারণ আলুর চেয়ে অধিক পুষ্টিগুণে ভরপুর এ আলু চাষ করে আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন অনেকে। আর বাজারে এর চাহিদা থাকায় অনেকেই এই আলু চাষে আগ্রহী হয়ে উঠছেন বলে জানিয়েছেন গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান।

জানা যায়, মাচা পদ্ধতিতে গাছ রোপণের ৩ মাস পর থেকেই আলু ধরতে শুরু করে। গাছের কাণ্ড, মূল, এমনকি মাটির নিচেও আলু হয়ে থাকে। প্রায় সারা বছরই ফল দেয় গাছটি। একেকটা গাছে ২ থেকে ৪ কেজি পর্যন্ত আলু হয়। প্রথম দেখায় মনে হতে পারে এটি পানের বর। আসলে তা নয়।

আর এ গাছ আলু চাষে সফলতার স্বপ্ন দেখছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তোরাপ শেখের পাড়া এলাকার কৃষক ও তরুণ কৃষি উদ্যোক্তা হুমায়ন আহমেদ। ব্যাপক হারে ফলন হওয়ায় অধিক লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। এখন তার এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে প্রায় বেশ কয়েকজনের।

কৃষি অফিস সূত্রে জান যায়, খাবারের সঙ্গে নিয়মিতভাবে এ আলু খেলে হার্ট ভালো থাকে এবং শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। এ আলুর ফলন সাধারণ আলুর চেয়ে দেড় থেকে দুই গুণ বেশি। আর নতুন পদ্ধতিতে এ আলুর চাষ প্রতিদিনই বিভিন্ন অঞ্চল থেকে দেখতে আসছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। দেখতে আসা অনেকেই গাছ আলু চাষে নতুন করে আগ্রহ দেখাচ্ছেন। উপজেলা কৃষি অফিস কালবেলাকে আরও জানায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকা থেকে এ বীজটা সংগ্রহ করা হয়েছে। এ বীজের মাধ্যমে বর্তমানে এ উপজেলার অনেক কৃষকই গাছ আলু চাষ করেছেন।

পাষাণ ফকীর নামে এক ব্যক্তি কালবেলাকে বলেন, আমার বয়স প্রায় ৬০ বছরেরও বেশি। তবে এ গাছ আলু চাষ আমি আগে কখনো দেখিনি।

কৃষক ও তরুণ উদ্যোক্তা, হুমায়ন আহমেদ কালবেলাকে বলেন, ইউটিউবে একটি প্রতিবেদন দেখে আমি ২০২৩ সালে পরীক্ষামূলকভাবে গাছ আলু চাষ করেছিলাম। চলতি বছর বাণিজ্যিকভাবে কৃষি অফিসের পরামর্শ নিয়ে প্রায় ৫০ শতাংশ জমিতে মাচা পদ্ধতিতে চাষ করেছি। আর বাজারের আলুর চেয়ে আমার গাছ আলুর চাহিদা রয়েছে ব্যাপক। একেকটা গাছে ৮ থেকে ১০ কেজির মতো আলু আমি পেয়েছি। আশা করছি, আমি এ বছর অধিক লাভবান হবো।

গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান কালবেলাকে জানান, বাজারে গাছ আলুর চাহিদা থাকায় অনেকে এটি চাষে আগ্রহী হচ্ছেন। আমরা কৃষি অফিসের পক্ষ থেকে সবসময়ই কৃষকদের পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে থাকি। এ উপজেলায় গাছ আলু চাষে অধিক লাভবান হচ্ছেন কৃষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া মামলায় কেন গ্রেপ্তার করতে হবে, তৌহিদ আফ্রিদিকে নিয়ে রাশেদের প্রশ্ন

নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজকে হেনস্তার চেষ্টা

ভারতের স্পন্সর হতে দুই কোম্পানির আগ্রহ প্রকাশ

তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড

পদোন্নতি পেলেন এসবি প্রধান গোলাম রসুল

দেব-জিৎকে টেক্কা দিল শাকিবের হিন্দি তুফান

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা ও ভাঙচুর

রয়টার্সের এক্সক্লুসিভ / চীনের সঙ্গে ভারতের পানিযুদ্ধের আশঙ্কা

হত্যা মামলার রিমান্ড শুনানিতে আদালতে তৌহিদ আফ্রিদি

ফোন নম্বর ছাড়াই মেসেজ-কল নিয়ে আসছে ইলন মাস্কের নতুন অ্যাপ

১০

রোহিঙ্গাদের জন্য এর বেশি করার সুযোগ বাংলাদেশের নেই : ড. ইউনূস

১১

মাঠ থেকে মুখবাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

১২

মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না : ফজলুর রহমান

১৩

কিউবা মিচেল-তপুদের দায়িত্বে ভ্যালেন্সিয়ার সহকারী কোচ

১৪

মা হচ্ছেন পরিণীতি চোপড়া, আসছে নতুন অতিথি

১৫

১৬ বছর আগে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

১৬

কলিজার টুকরা দিয়েও বাঁচানো গেল না স্বামীকে, মারা গেলেন নিজেও

১৭

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

১৮

গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা মোতায়েন

২০
X