রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ

নতুন পদ্ধতিতে গাছ আলু চাষে লাভবান কৃষক

রাজবাড়ীর গোয়ালন্দে গাছ আলু চাষ। ছবি : কালবেলা
রাজবাড়ীর গোয়ালন্দে গাছ আলু চাষ। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দে ইউটিউব দেখে মাচা পদ্ধতিতে গাছ আলু চাষে ভাগ্য বদলেছে কৃষক হুমায়নের। সাধারণ আলুর চেয়ে অধিক পুষ্টিগুণে ভরপুর এ আলু চাষ করে আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন অনেকে। আর বাজারে এর চাহিদা থাকায় অনেকেই এই আলু চাষে আগ্রহী হয়ে উঠছেন বলে জানিয়েছেন গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান।

জানা যায়, মাচা পদ্ধতিতে গাছ রোপণের ৩ মাস পর থেকেই আলু ধরতে শুরু করে। গাছের কাণ্ড, মূল, এমনকি মাটির নিচেও আলু হয়ে থাকে। প্রায় সারা বছরই ফল দেয় গাছটি। একেকটা গাছে ২ থেকে ৪ কেজি পর্যন্ত আলু হয়। প্রথম দেখায় মনে হতে পারে এটি পানের বর। আসলে তা নয়।

আর এ গাছ আলু চাষে সফলতার স্বপ্ন দেখছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তোরাপ শেখের পাড়া এলাকার কৃষক ও তরুণ কৃষি উদ্যোক্তা হুমায়ন আহমেদ। ব্যাপক হারে ফলন হওয়ায় অধিক লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। এখন তার এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে প্রায় বেশ কয়েকজনের।

কৃষি অফিস সূত্রে জান যায়, খাবারের সঙ্গে নিয়মিতভাবে এ আলু খেলে হার্ট ভালো থাকে এবং শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। এ আলুর ফলন সাধারণ আলুর চেয়ে দেড় থেকে দুই গুণ বেশি। আর নতুন পদ্ধতিতে এ আলুর চাষ প্রতিদিনই বিভিন্ন অঞ্চল থেকে দেখতে আসছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। দেখতে আসা অনেকেই গাছ আলু চাষে নতুন করে আগ্রহ দেখাচ্ছেন। উপজেলা কৃষি অফিস কালবেলাকে আরও জানায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকা থেকে এ বীজটা সংগ্রহ করা হয়েছে। এ বীজের মাধ্যমে বর্তমানে এ উপজেলার অনেক কৃষকই গাছ আলু চাষ করেছেন।

পাষাণ ফকীর নামে এক ব্যক্তি কালবেলাকে বলেন, আমার বয়স প্রায় ৬০ বছরেরও বেশি। তবে এ গাছ আলু চাষ আমি আগে কখনো দেখিনি।

কৃষক ও তরুণ উদ্যোক্তা, হুমায়ন আহমেদ কালবেলাকে বলেন, ইউটিউবে একটি প্রতিবেদন দেখে আমি ২০২৩ সালে পরীক্ষামূলকভাবে গাছ আলু চাষ করেছিলাম। চলতি বছর বাণিজ্যিকভাবে কৃষি অফিসের পরামর্শ নিয়ে প্রায় ৫০ শতাংশ জমিতে মাচা পদ্ধতিতে চাষ করেছি। আর বাজারের আলুর চেয়ে আমার গাছ আলুর চাহিদা রয়েছে ব্যাপক। একেকটা গাছে ৮ থেকে ১০ কেজির মতো আলু আমি পেয়েছি। আশা করছি, আমি এ বছর অধিক লাভবান হবো।

গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান কালবেলাকে জানান, বাজারে গাছ আলুর চাহিদা থাকায় অনেকে এটি চাষে আগ্রহী হচ্ছেন। আমরা কৃষি অফিসের পক্ষ থেকে সবসময়ই কৃষকদের পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে থাকি। এ উপজেলায় গাছ আলু চাষে অধিক লাভবান হচ্ছেন কৃষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর সম্পন্ন 

‘ইয়ামাল অন্য গ্রহের খেলোয়াড়’

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সকে বরণ, উৎসবে মাতল পুরো নগরী

নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

একুশে বইমেলা ২০২৬ / প্রকাশকদের অনুরোধে স্টল ভাড়া কমল যত

গাজায় শেষ বন্দির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে লুট

ইতিহাস গড়লেন রিয়াল ব্রাত্য এনদ্রিক

আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইনজেকশন পুশ করলেন তরুণী

১০

ট্রফি উদযাপনের দিনে রাজশাহী-বগুড়াবাসীকে যে বার্তা দিলেন মুশফিক

১১

নির্বাচনকে গণতন্ত্র পুনর্গঠনের আন্দোলন হিসেবে দেখছি : জুনায়েদ সাকি

১২

এনপিএ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

ভারতকে ‘ভালো প্রতিবেশী’ বললেন চীনের প্রেসিডেন্ট

১৪

সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্টের সমর্থকদের সমাবেশে বজ্রপাত, আহত ৮৯

১৫

নিখোঁজ কুকুরের সন্ধান দিলে ৩ লাখ টাকা পুরস্কার ঘোষণা

১৬

দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন শেষ : সারজিস

১৭

ফলাফল না জানা পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না : শেখ আব্দুল্লাহ 

১৮

৩২ দলের অংশগ্রহণে শেষ হলো জমজমাট ‘হোন্ডা ফুটসাল লিগ’

১৯

হাসপাতালে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক

২০
X