নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছেন এক ব্যক্তি। এ সময় তাকে ছুরিসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার (১২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভুলতা দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত খাদিজা বেগমকে (৪৫) মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়দের বরাতে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কয়েকদিন ধরেই স্ত্রীর সঙ্গে ঝামেলা চলছিল গোলাম মোর্শেদের। আজ রাতে ফের তাদের মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে স্ত্রীর গলায় ছুরি চালিয়ে দেন গোলাম মোর্শেদ। এ সময় খাদিজা রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেন; সেখানে থেকে পরে ঢাকায় নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোলাম মোর্শেদকে আটক করে।
মন্তব্য করুন