মৌলভীবাজার (জুড়ী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে বিজিবির হাতে রুপিসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক মো. মুজিবুর রহমান। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক মো. মুজিবুর রহমান। ছবি : কালবেলা

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ১৫ হাজার ২৫০ ভারতীয় রুপিসহ একজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গ্রেপ্তারকৃত মো. মুজিবুর রহমান (৪৮) ভারতীয় নাগরিক বলে জানা গেছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ম্যধরাতে উপজেলার সীমান্তবর্তী বড়াইল এলাকা থেকে লাতু বিজিবি সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এ সময় মুজিবুরের কাছ থেকে ভারতীয় রুপিসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি লাতু বিওপির কমান্ডার নায়েক সুবেদার মো. আছমাত উল্লাহ ঠাকুর আটক ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। বিকেলে থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছেন।

মো. মুজিবুর রহমান ভারতের আসাম রাজ্যের নয়াগাঁ জেলার ডাবুক হোজাই থানার চাংমাঝিগাঁ গ্রামের আকবর আলীর ছেলে।

জানা গেছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের লাতু বিওপির কমান্ডার নায়েক সুবেদার মো. আছমাত উল্লাহ ঠাকুরের নেতৃত্বে একদল বিজিবি সদস্য মঙ্গলবার রাতে বড়লেখা উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় সীমান্তের মেইন পিলার ১৩৬৫ থেকে আনুমানিক ৩১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়াইল এলাকায় বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলের গতিরোধ করে। পরে দুই আরোহীর একজন ভারতীয় নাগরিক মুজিবুর রহমানকে মোটরসাইকেলসহ আটক করা হয়। অপরজন বাংলাদেশি নাগরিক লোকমান হোসেন কৌশলে পালিয়ে যায়। এক পর্যায়ে আটক ভারতীয় নাগরিকের দেহ তল্লাশি করে বিজিবি ১৫ হাজার ২৫০ ভারতীয় রুপি, একটি মোবাইল ফোন, বেশ কিছু ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ অবৈধ মালামাল উদ্ধার করে।

বড়লেখা থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, অবৈধ অনুপ্রবেশের অপরাধে বিজিবি আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে থানায় মামলা করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, বড়লেখা, বিয়ানীবাজার ও জুড়ী সীমান্ত দিয়ে সবধরণের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি-৫২ ব্যাটালিয়নের কড়া নজরদারি রয়েছে। সীমান্ত এলাকায় টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীত আবার বাড়বে কি না জানাল আবহাওয়াবিদ

দুই জোড়া ভাইদের নিয়ে ইতালির বিশ্বকাপ দল ঘোষণা

আগামী ৫ দিন কেমন থাকবে শীত

নুরুদ্দিন অপুর উপহারের ক্রীড়াসামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

মেয়ের নাম প্রকাশ করলেন রাজকুমার-পত্রলেখা

‘গণঅভ্যুত্থানে যাদের ভূমিকা নাই, তারাই নানা আকাঙ্ক্ষার কথা বলে’

ট্রাম্পের গাজা প্যানেল নিয়ে ইসরায়েলের আপত্তি

যে গ্রামে দোকান চলে দোকানদার ছাড়াই

গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তারেক রহমান 

এ আর রহমানকে ‘ঘৃণ্য মানুষ’ বললেন কঙ্গনা

১০

তিন ইস্যুতে ইসি ঘেরাও ছাত্রদলের

১১

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক সন্ধ্যায় 

১২

শাকসু নির্বাচনের প্রচারে ১২ ঘণ্টা সময় বাড়ল

১৩

ভিন্ন রূপে কেয়া পায়েল

১৪

নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল

১৫

সুযোগ এলেই নিজেকে প্রমাণ করতে প্রস্তুত নাহিদ রানা

১৬

খাবার খাওয়ার পর হাঁটা কি শরীরের জন্য ভালো

১৭

করাচিতে শপিংমলে ভয়াবহ আগুন, নিহত ৫

১৮

অবশেষে কোহলিদের স্টেডিয়ামে ফিরছে আইপিএল!

১৯

হ্যাঁ ভোটের প্রচারণায় সরকারি চাকরিজীবীদের বাধা নেই : আলী রীয়াজ

২০
X