সিরাজগঞ্জের তাড়াশে এক কৃষকের গোয়াল ঘরের তালা ভেঙে ৭টি গরু নিয়ে গেছে চোরেরা।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে তাড়াশ পৌর এলাকার ভাদাস মহল্লার পূর্ব পাড়ার কৃষক মো. আয়নাল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, চুরির খবর পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় কৃষক আয়নাল হক তার গরুগুলোকে খাবার খাওয়ানো শেষে গোয়ালে তুলে দরজায় তালা দিয়ে ঘুমাতে যান। আর ওই রাতে একটি গরু চোরের দল কৃষক আয়নাল হকের গোয়াল ঘরের তালা ভেঙে সেখানে রাখা ৫টি গাভি ও দুটি বাছুর চুরি করে নিয়ে যায়। পরে ওই কৃষক সকালে গরুর খাবার দিতে গোয়াল ঘরে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান তার ৭টি গরু চুরি হয়ে গেছে।
কৃষক আয়নাল হক জানান, চুরি হওয়া ৫টি গাভি ও দুটি বাছুরের বর্তমান বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। আর ৭টি গরু চুরি হওয়ায় তিনি সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত তিন থেকে সাড়ে তিন মাসে তাড়াশ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কমপক্ষে ২০ থেকে ২৫টি গরু চুরি হয়ে গেছে। যার একটিও উদ্ধার হয়নি।
মন্তব্য করুন