বান্দরবানে থানচিতে সেনাবাহিনীর উদ্যোগে অসুস্থদের বিনামূল্যে ওষুধসহ চিকিৎসাসেবা প্রদান ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে কাইতং পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়।
সেনাবাহিনীর সহযোগিতায় ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তত্ত্বাবধানে বাকলাইপাড়া সাব জোনের পক্ষ থেকে বাকলাই সেনা ক্যাম্পের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সালমান মেহেদি অকণের আয়োজনের বম, মুরং, ত্রিপুরা জনগণের মধ্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
জানা গেছে, বান্দরবানের দুর্গম অঞ্চলে কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু পর থেকে জীবনযাত্রার মান ব্যাহত হলে মানুষজন চিকিৎসাসেবাসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হতে থাকে। সেনাবাহিনী প্রতিনিয়ত এই অঞ্চলের বাসিন্দাদের জীবনমান উন্নয়নের জন্য প্রয়োজনীয় নানা পদক্ষেপের পাশাপাশি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছে।
সংশ্লিষ্টরা জানান, প্রাতাপাড়া, বাকলাই পাড়া, কংলাই পাড়া, কাইথন পাড়া, বাশিরাম পাড়াসহ বিভিন্ন পাড়ার শতাধিক পরিবারকে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও ওষুধ প্রদান করা হয়েছে। এ ছাড়া সেবাগ্রহণকারী মানুষদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। এই পাড়াগুলোতে বসবাসরত জনগণের জীবনমান উন্নয়নের জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মানবিক সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছে।
সেবা নিতে আসা মেনয়া ম্রো কালবেলাকে বলেন, গ্রামে শিশু ও বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন রোগের আক্রান্ত হচ্ছে মানুষজন। আমরা সেনাবাহিনীকে অবহিত করলে তারা আমাদেরকে বিভিন্ন ওষুধপত্রসহ বিনামূল্যে চিকিৎসা সেবা ও দুপুরের খাবারের ব্যবস্থা করেন। আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
মন্তব্য করুন