মিলন পারভেজ, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কয়লাখনির ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

বড়পুকুরিয়া কয়লাখনির আবাসিক গেটের সামনে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন । ছবি : কালবেলা
বড়পুকুরিয়া কয়লাখনির আবাসিক গেটের সামনে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন । ছবি : কালবেলা

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাখনির আবাসিক গেটের সামনে ক্ষতিপূরণের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন ক্ষতিগ্রস্ত চৌহাটি গ্রামবাসী।

রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খনির ক্ষতিগ্রস্ত চৌহাটি গ্রামের হাজার হাজার নারী-পুরুষ ক্ষতিপূরণের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় খনির কোনো কর্মকর্তা-কর্মচারী আবাসিক থেকে বের হতে পারেননি। এ ছাড়া বিদেশ থেকে আমদানি করা যন্ত্রাংশ নিয়ে প্রায় ৫০টি ট্রাক ভেতরে প্রবেশ করতে পারেনি।

বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্তদের দাবি আদায়ে জীবন ও বসত রক্ষা কমিটির সভাপতি মতিয়ার রহমানের নেতৃত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তিনি বলেন, আগামী ৯ অক্টোবরের মধ্যে বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ ঘরবাড়ি সার্ভের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ না করলে বিক্ষোভ মিছিলসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এর আগে ক্ষতিগ্রস্ত গ্রামের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছিল; কিন্তু খনি কর্তৃপক্ষ আমাদের প্রতি গুরুত্ব না দিয়ে টালবাহানা ও মিথ্যা আশ্বাস দিচ্ছে দীর্ঘদিন ধরে। আমাদের দাবি মেনে নেয়নি।

চার দফা দাবিগুলো হচ্ছে- (১) পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী ফাটাবাড়ীর ক্ষতিপূরণ দিতে হবে, (২) ধোঁকাবাজি, মিথ্যা আশ্বাস দিয়ে চৌহাটীবাসীকে বোঝানো বন্ধ করতে হবে, (৩) কয়লা খনি প্রতিষ্ঠাকালে চৌহাটি এলাকাবাসীর সঙ্গে সমঝোতা চুক্তির ১০০ শতাংশ বাস্তবায়ন করতে হবে এবং (৪) চৌহাটিবাসীর চলাচলের রাস্তা মেরামতের ব্যবস্থা করতে হবে।

জীবন ও বসত রক্ষা কমিটির সভাপতি মতিয়ার রহমান বলেন, চৌহাটিগ্রামের বাড়িঘর, রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে। আমরা সামনে বিপদ দেখছি। এখন কিছুই বাকি নেই। চৌহাটি গ্রামের মোসলেমা বেগম বলেন, চৌহাটি গ্রামে আমার বাড়ি। স্বামী-সন্তান নিয়ে আমরা রাতে ঘুমাতে পারছি না।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান, রাস্তাঘাট সবই ধ্বংস হয়ে গেছে।

চৌহাটি গ্রামের মশিউর রহমান বলেন, বর্তমান কয়লা খনি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলাম সরকার আমাদের প্রতি অন্যায় করছেন। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন চৌহাটি গ্রামের মাসুদ আলী, গোলাহারুন রহমান প্রমুখ।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার কালবেলাকে জানান, এরই মধ্যে সার্ভে টিম গঠন করা হয়েছে। অতিদ্রুত সার্ভে করে ক্ষতিগ্রস্ত চৌহাটি গ্রামের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ক্ষতিপূরণ দেওয়া হবে। এরই মধ্যে ৮ গ্রামকে ক্ষতিপূরণ দেওয়া শুরু করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১০

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১১

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১২

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৩

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৫

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৬

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৭

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৮

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৯

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

২০
X