মিলন পারভেজ, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কয়লাখনির ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

বড়পুকুরিয়া কয়লাখনির আবাসিক গেটের সামনে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন । ছবি : কালবেলা
বড়পুকুরিয়া কয়লাখনির আবাসিক গেটের সামনে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন । ছবি : কালবেলা

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাখনির আবাসিক গেটের সামনে ক্ষতিপূরণের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন ক্ষতিগ্রস্ত চৌহাটি গ্রামবাসী।

রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খনির ক্ষতিগ্রস্ত চৌহাটি গ্রামের হাজার হাজার নারী-পুরুষ ক্ষতিপূরণের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় খনির কোনো কর্মকর্তা-কর্মচারী আবাসিক থেকে বের হতে পারেননি। এ ছাড়া বিদেশ থেকে আমদানি করা যন্ত্রাংশ নিয়ে প্রায় ৫০টি ট্রাক ভেতরে প্রবেশ করতে পারেনি।

বড়পুকুরিয়া কয়লা খনির ক্ষতিগ্রস্তদের দাবি আদায়ে জীবন ও বসত রক্ষা কমিটির সভাপতি মতিয়ার রহমানের নেতৃত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তিনি বলেন, আগামী ৯ অক্টোবরের মধ্যে বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ ঘরবাড়ি সার্ভের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ না করলে বিক্ষোভ মিছিলসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এর আগে ক্ষতিগ্রস্ত গ্রামের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছিল; কিন্তু খনি কর্তৃপক্ষ আমাদের প্রতি গুরুত্ব না দিয়ে টালবাহানা ও মিথ্যা আশ্বাস দিচ্ছে দীর্ঘদিন ধরে। আমাদের দাবি মেনে নেয়নি।

চার দফা দাবিগুলো হচ্ছে- (১) পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী ফাটাবাড়ীর ক্ষতিপূরণ দিতে হবে, (২) ধোঁকাবাজি, মিথ্যা আশ্বাস দিয়ে চৌহাটীবাসীকে বোঝানো বন্ধ করতে হবে, (৩) কয়লা খনি প্রতিষ্ঠাকালে চৌহাটি এলাকাবাসীর সঙ্গে সমঝোতা চুক্তির ১০০ শতাংশ বাস্তবায়ন করতে হবে এবং (৪) চৌহাটিবাসীর চলাচলের রাস্তা মেরামতের ব্যবস্থা করতে হবে।

জীবন ও বসত রক্ষা কমিটির সভাপতি মতিয়ার রহমান বলেন, চৌহাটিগ্রামের বাড়িঘর, রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে। আমরা সামনে বিপদ দেখছি। এখন কিছুই বাকি নেই। চৌহাটি গ্রামের মোসলেমা বেগম বলেন, চৌহাটি গ্রামে আমার বাড়ি। স্বামী-সন্তান নিয়ে আমরা রাতে ঘুমাতে পারছি না।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা, কবরস্থান, রাস্তাঘাট সবই ধ্বংস হয়ে গেছে।

চৌহাটি গ্রামের মশিউর রহমান বলেন, বর্তমান কয়লা খনি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলাম সরকার আমাদের প্রতি অন্যায় করছেন। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন চৌহাটি গ্রামের মাসুদ আলী, গোলাহারুন রহমান প্রমুখ।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার কালবেলাকে জানান, এরই মধ্যে সার্ভে টিম গঠন করা হয়েছে। অতিদ্রুত সার্ভে করে ক্ষতিগ্রস্ত চৌহাটি গ্রামের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ক্ষতিপূরণ দেওয়া হবে। এরই মধ্যে ৮ গ্রামকে ক্ষতিপূরণ দেওয়া শুরু করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্টের যত্নে যেসব খাবার খাবেন

২ আগস্ট স্বজনদের যা করতে বললেন শেখ হাসিনা, জানালেন আলাল

কমিউনিটি ব্যাংকের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

ট্রাম্পের গলফ ক্লাবের আকাশে অনধিকার প্রবেশ, তারপর...

যশোরে বাস-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

‘জামায়াত ক্ষমতায় এলে জুলাই শহীদদের জাতীয় মর্যাদা দেওয়া হবে’

শুধু মানুষ নয়, পশুপাখিও চিন্তা করে যুক্তি দিয়ে

শাহবাগে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ‘রাজনৈতিক মব’ হয়েছিল

আবারও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলি বিমানবন্দর বন্ধ

‘বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে’

১০

দায়িত্ব পালন করতে গিয়ে দগ্ধ রোমের দুই পুলিশ

১১

এক দেয়াল ও ১৪ দরজা-জানালা রং করতে ৬৫৮ মিস্ত্রি!

১২

এনসিসি জাতীয় কোনো ধারণার সঙ্গে একমত হইনি : সালাহউদ্দিন

১৩

সাদিয়ার স্বপ্ন পূরণে পাশে পারভেজ মল্লিক

১৪

‘জনগণই সিদ্ধান্ত নেবে আগামীতে কাদের সেবা করার সুযোগ দেবে’

১৫

শহীদ শিশু রিয়া গোপ হত্যার বিচারের আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার

১৬

পাঠ্যপুস্তকে ভুল সংশোধনে শিক্ষকদের পরামর্শ চাইল শিক্ষা মন্ত্রণালয়

১৭

ঢাবির হল থেকে ছাত্রলীগ নেতা আটক 

১৮

বিএনপি নেতা প্রকৌশলী সেলিমের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ

১৯

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

২০
X