বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ডেপুটেশন বাতিলের দাবিতে নার্সদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বালিয়াডাঙ্গী। ছবি : কালবেলা
৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বালিয়াডাঙ্গী। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা ডেপুটেশন বাতিলের দাবিতে দুদিন থেকে কর্মবিরতি পালন করছেন। এতে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা। অনেকে সেবা না পেয়ে ছুটছেন ঠাকুরগাঁও শহরে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা। এর আগে সোমবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করে নার্সরা। তাদের দাবি মেনে না নিলে কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান নার্সরা।

সেবা নিতে আসা রোগী রাকিব, সুহানা ও রাজু বলেন, আমরা যারা রোগীরা সেবা নিতে আসি সবাই জরুরি চিকিৎসার জন্য আসি। নার্সরা না থাকলে রোগীরা বিপদে পড়ে যাবে। তাই নার্সদের যদি যৌক্তিক দাবি করে, তাদের দাবি মেনে নেওয়া উচিত। যাতে তারা আবার আগের মতো রোগীদের সেবা দিতে পারে।

সিনিয়র স্টাফ নার্স পারভীন, রুবিনা ও হোসনে আরা বলেন, যে নার্সকে ডেপুটেশন দিয়ে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে সোমবার তার বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি ছিল। কিন্তু কাউকে অবগত না করেই উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তার কাছে ছাড়পত্র নিয়ে ডেপুটেশনে ঠাকুরগাঁও সদরে ডিউটি করছে। বর্তমানে আমাদের ৫ জন কম আছে। এভাবে সব নার্সদের ডেপুটেশনে নিয়ে গেলে রোগীদের সেবা দিতে ব্যাঘাত ঘটবে। আমাদের ডিউটি ভাগ করা আছে; হঠাৎ করে তিনি না আসায় তার ডিউটি কে পালন করবে। আমাদের ইনডোর-আউটডোর সবখানেই সেবা দিতে হয়। যারা ডেপুটেশনে গেছে তাদের হাসপাতালে ফিরিয়ে না দিলে আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের সুপারভাইজার লতিকা রানী দাস বলেন, বালিয়াডাঙ্গী উপজেলার পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) নিয়মিত অফিস করেন না। যেহেতু আমি সবার ডিউটি ভাগ করি আমাকে না বলেই তিনি বাসায় বসে ছাড়পত্র দিয়েছেন। আমার সঙ্গে কোনো পরামর্শই করেননি। এখন সব নার্সের দাবি ডেপুটেশনে যেসব নার্স গেছে তাদের ফিরিয়ে না আনা পর্যন্ত কর্মবিরতি দিয়ে যাবে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তারের সঙ্গে একাধিকার যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আম্পায়ারদের মানোন্নয়নে ‘বিশ্বসেরা’ আম্পায়ারকে আনছে বিসিবি

শাহরুখ-অজয়ের সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন কাজল

ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না : নাহিদ 

ব্রাজিলিয়ান ক্লাবের কাছে হেরে সতীর্থদের ওপর ক্ষুব্ধ আর্জেন্টাইন লাউতারো

সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের

আন্দোলনের একপর্যায়ে ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই : নাহিদ ইসলাম

স্বামীকে রাতভর নির্যাতনের পর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

বিপিএল নিয়ে অবশেষে বড় ঘোষণা

কমলো সঞ্চয়পত্রের মুনাফার হার, আজ থেকে কার্যকর

১০

৫ দিনেও হয়নি সেই নারীর ডাক্তারি পরীক্ষা

১১

যুদ্ধবিরতির পর নিহতের নতুন সংখ্যা জানাল ইরান

১২

সিটিকে বিদায় করে ক্লাব বিশ্বকাপে আল হিলালের বড় অঘটন

১৩

ডেঙ্গু জ্বর: কিছু তথ্য

১৪

এইচএসসিতে প্রশ্নপত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কতা

১৫

জুলাই অভ‍্যুত্থান : মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

১৬

৪৪তম বিসিএসের প্রশাসন ক্যাডারে প্রথম ফরহাদ

১৭

‘দুঃখিত, এবার আর তা হবে না’

১৮

‘কূটনীতির দরজা কখনো পুরোপুরি বন্ধ হয় না’

১৯

তেলের দামে বড় পতনের আভাস

২০
X