বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ডেপুটেশন বাতিলের দাবিতে নার্সদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বালিয়াডাঙ্গী। ছবি : কালবেলা
৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বালিয়াডাঙ্গী। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা ডেপুটেশন বাতিলের দাবিতে দুদিন থেকে কর্মবিরতি পালন করছেন। এতে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা। অনেকে সেবা না পেয়ে ছুটছেন ঠাকুরগাঁও শহরে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা। এর আগে সোমবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করে নার্সরা। তাদের দাবি মেনে না নিলে কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান নার্সরা।

সেবা নিতে আসা রোগী রাকিব, সুহানা ও রাজু বলেন, আমরা যারা রোগীরা সেবা নিতে আসি সবাই জরুরি চিকিৎসার জন্য আসি। নার্সরা না থাকলে রোগীরা বিপদে পড়ে যাবে। তাই নার্সদের যদি যৌক্তিক দাবি করে, তাদের দাবি মেনে নেওয়া উচিত। যাতে তারা আবার আগের মতো রোগীদের সেবা দিতে পারে।

সিনিয়র স্টাফ নার্স পারভীন, রুবিনা ও হোসনে আরা বলেন, যে নার্সকে ডেপুটেশন দিয়ে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে সোমবার তার বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি ছিল। কিন্তু কাউকে অবগত না করেই উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তার কাছে ছাড়পত্র নিয়ে ডেপুটেশনে ঠাকুরগাঁও সদরে ডিউটি করছে। বর্তমানে আমাদের ৫ জন কম আছে। এভাবে সব নার্সদের ডেপুটেশনে নিয়ে গেলে রোগীদের সেবা দিতে ব্যাঘাত ঘটবে। আমাদের ডিউটি ভাগ করা আছে; হঠাৎ করে তিনি না আসায় তার ডিউটি কে পালন করবে। আমাদের ইনডোর-আউটডোর সবখানেই সেবা দিতে হয়। যারা ডেপুটেশনে গেছে তাদের হাসপাতালে ফিরিয়ে না দিলে আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের সুপারভাইজার লতিকা রানী দাস বলেন, বালিয়াডাঙ্গী উপজেলার পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) নিয়মিত অফিস করেন না। যেহেতু আমি সবার ডিউটি ভাগ করি আমাকে না বলেই তিনি বাসায় বসে ছাড়পত্র দিয়েছেন। আমার সঙ্গে কোনো পরামর্শই করেননি। এখন সব নার্সের দাবি ডেপুটেশনে যেসব নার্স গেছে তাদের ফিরিয়ে না আনা পর্যন্ত কর্মবিরতি দিয়ে যাবে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তারের সঙ্গে একাধিকার যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাই দেখছি সব নতুন লাগছে, বিসিবি নির্বাচনে ভোট দিয়ে আমিনুল

ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যকে ষড়যন্ত্র হিসেবে দেখি : নিলোফার মনি

নারী সহকর্মীদের নিয়ে বিস্ফোরক দাবি রুনা খানের

‘উপসর্গ থাকলেও নারীর মৃত্যু অ্যানথ্রাক্সে নয়’

ওমরাহ নিয়ে সুখবর দিল সৌদি আরব

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

দুর্ঘটনায় মা হারানো শিশুটির কান্না থামাবে কে ‎

দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার

বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

১০

সৈকতে ভেসে এলো যুবকের অর্ধগলিত মরদেহ

১১

গুলতেকিনের পর এবার হুমায়ূন আহমেদকে নিয়ে শাওনের পোস্ট

১২

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারালেন ব্রাজিল কোচ

১৩

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৪

ইসরায়েলের ওপর নতুন ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন

১৫

হাবিবের শতকে সিএপিএলের গ্রুপ ম্যাচে মার্কেন্টাইল ব্যাংকের জয়

১৬

গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

১৭

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে র‍্যাংগস গ্রুপ

১৮

কুষ্টিয়ায় ৬ হত্যা / বিচারপ্রক্রিয়া শুরু হানিফের, গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৯

শহীদ আবরার ফাহাদ স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

২০
X