বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ডেপুটেশন বাতিলের দাবিতে নার্সদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বালিয়াডাঙ্গী। ছবি : কালবেলা
৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বালিয়াডাঙ্গী। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা ডেপুটেশন বাতিলের দাবিতে দুদিন থেকে কর্মবিরতি পালন করছেন। এতে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা। অনেকে সেবা না পেয়ে ছুটছেন ঠাকুরগাঁও শহরে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা। এর আগে সোমবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত কর্মবিরতি পালন করে নার্সরা। তাদের দাবি মেনে না নিলে কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান নার্সরা।

সেবা নিতে আসা রোগী রাকিব, সুহানা ও রাজু বলেন, আমরা যারা রোগীরা সেবা নিতে আসি সবাই জরুরি চিকিৎসার জন্য আসি। নার্সরা না থাকলে রোগীরা বিপদে পড়ে যাবে। তাই নার্সদের যদি যৌক্তিক দাবি করে, তাদের দাবি মেনে নেওয়া উচিত। যাতে তারা আবার আগের মতো রোগীদের সেবা দিতে পারে।

সিনিয়র স্টাফ নার্স পারভীন, রুবিনা ও হোসনে আরা বলেন, যে নার্সকে ডেপুটেশন দিয়ে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে সোমবার তার বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি ছিল। কিন্তু কাউকে অবগত না করেই উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তার কাছে ছাড়পত্র নিয়ে ডেপুটেশনে ঠাকুরগাঁও সদরে ডিউটি করছে। বর্তমানে আমাদের ৫ জন কম আছে। এভাবে সব নার্সদের ডেপুটেশনে নিয়ে গেলে রোগীদের সেবা দিতে ব্যাঘাত ঘটবে। আমাদের ডিউটি ভাগ করা আছে; হঠাৎ করে তিনি না আসায় তার ডিউটি কে পালন করবে। আমাদের ইনডোর-আউটডোর সবখানেই সেবা দিতে হয়। যারা ডেপুটেশনে গেছে তাদের হাসপাতালে ফিরিয়ে না দিলে আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের সুপারভাইজার লতিকা রানী দাস বলেন, বালিয়াডাঙ্গী উপজেলার পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) নিয়মিত অফিস করেন না। যেহেতু আমি সবার ডিউটি ভাগ করি আমাকে না বলেই তিনি বাসায় বসে ছাড়পত্র দিয়েছেন। আমার সঙ্গে কোনো পরামর্শই করেননি। এখন সব নার্সের দাবি ডেপুটেশনে যেসব নার্স গেছে তাদের ফিরিয়ে না আনা পর্যন্ত কর্মবিরতি দিয়ে যাবে।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তারের সঙ্গে একাধিকার যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারকের ছেলে হত্যা : আসামি লিমন ফের ৫ দিনের রিমান্ডে

উদ্বোধন হলো বিএসটিআই-এর ই-সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম

টিভি পর্দায় রুক্মিনি মিত্র

টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম ঢাবি

যশোরে এবার রস-গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

স্কুলে ভর্তির আবেদন শুরু শুক্রবার, কীভাবে করা যাবে জানাল মাউশি

মানব পাচার মোকাবিলায় বিচারিক প্রক্রিয়ার সহায়তায় বেঞ্চবুক উদ্বোধন

তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ

খুলনায় বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

সোনমের ঘরে আসছে নতুন অতিথি

১০

চেক প্রজাতন্ত্র / দুই ট্রেনের সংঘর্ষে আহত প্রায় অর্ধশত

১১

এই ৫ লক্ষণ দেখলেই বুঝবেন কিডনি ক্যানসারে ভুগছেন

১২

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ করা হবে : আইন উপদেষ্টা

১৩

এক দিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪৫

১৪

বর্তমান চ্যাম্পিয়ন ইনকিলাবকে হারিয়ে কালবেলার দ্বিতীয় জয়

১৫

স্কুলশিক্ষার্থীদের নিয়ে লায়ন কল্লোলের হাইজিন ক্যাম্পেইন শুরু

১৬

খেজুর গাছ থেকে পড়ে শিবির নেতার মৃত্যু

১৭

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন অনলাইনে

১৮

কায়সার কামালের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মবিনা জান্নাত

১৯

সাভারে তারেক রহমানের জন্মদিনে মানবিক সেবা

২০
X