বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতার বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসেন শরিফ মনির।
বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসেন শরিফ মনির।

বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসেন শরিফ মনিরের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের করতোয়া ক্রীড়া সংঘ নামের একটি ক্লাবের সাবেক সভাপতি।

ক্লাবের সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে সংগঠনের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন করে তার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে টাকা জমা করেছেন বলে অভিযোগ উঠেছে।

টাকা আত্মসাতের ঘটনায় শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন করতোয়া ক্রীড়া সংঘের বর্তমান সভাপতি মাহমুদ হাসান মুরাদ।

মুরাদ জানান, তিনি করতোয়া ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক এবং হোসেন শরিফ মনির সভাপতি ছিলেন। অগ্রণী ব্যাংক সেনানিবাস শাখায় তাদের যৌথ স্বাক্ষরে ক্লাবের হিসাব পরিচালনা হয়ে আসছিল। সম্প্রতি বগুড়া-ঢাকা মহাসড়ক সম্প্রসারণ কাজে করতোয়া ক্রীড়া সংঘের জায়গাসহ স্থাপনা সরকার অধিগ্রহণ করেন। অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৩০ লাখ ১০ হাজার ২৩০ টাকা গত ১৩ এপ্রিল অগ্রণী ব্যাংক সেনানিবাস শাখায় ক্লাবের হিসাব নম্বরে স্থানান্তর হয়। ক্লাবের সভাপতি হোসেন শরিফ মনির ওই দিনই সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে ৩০ লাখ টাকা উত্তোলন করে তার ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান তাফিম স্যানেটারির হিসাব নম্বরে স্থানান্তর করেন।

ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন ব্যাংকে খোঁজ নিতে গেলে তার স্বাক্ষর জাল করে টাকা স্থানান্তরের বিষয়টি জানতে পারেন। পরে মিটিং ডেকে সভাপতি পদ থেকে হোসেন শরিফ মনিরকে অব্যাহতি দেওয়া হয়। সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার পরে হোসেন শরিফ মনির টাকা ফেরত দেবেন না বলে জানিয়ে দেন। এ কারণে ২ আগস্ট শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও করতোয়া ক্রীড়া সংঘের সাবেক সভাপতি হোসেন শরিফ মনির বলেন, ‘আমি সংগঠনের অনেকের কাছে টাকা পাই। তারা আমার সঙ্গে হিসাবে না বসার কারণে ৩০ লাখ টাকা স্থানান্তর করেছি। আমার নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আমাকে থানায় ডাকা হয়েছে, সেখানে আমার বক্তব্য জানাব।’

শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য হোসেন শরিফ মনিরকে থানায় ডাকা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জিয়া পরিষদের দোয়া মাহফিল

আনুষ্ঠানিকভাবে নুরুদ্দিন অপুর নির্বাচনী প্রচার শুরু   ‎

বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াতের

শিল্পকলায় মাসব্যাপী যাত্রাপালার সমাপনীতে মঞ্চস্থ হলো ‘জেনারেল ওসমানী’

৬ লাখ টাকা ব্যয়ে ভাসমান সেতু বানিয়ে প্রশংসায় ভাসছে যুবদল

পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণসমাজ বিপথগামী হচ্ছে : মির্জা আব্বাস

বইয়ের পাতার গণ্ডি পেরিয়ে মহাকাশে বাংলাদেশের শিশুরা!

মানুষ একটি পরিবর্তন চায় : তারেক রহমান

একটি দল আ.লীগের ভূমিকায় নিজেদের উপস্থাপন করছে : আসিফ মাহমুদ

বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা

১০

ভাগ্য পরিবর্তন করতে চাইলে ধানের শীষে ভোট দিন : তারেক রহমান

১১

২৩৮ আসনে গণভোটের প্রার্থী দিল এনসিপি

১২

এবার সাংবাদিকদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য আমির হামজার 

১৩

নির্বাচিত হলে ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না : আব্দুল আউয়াল মিন্টু

১৪

‘নিউ গাজা’ নিয়ে যেসব পরিকল্পনা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

১৫

চট্টগ্রামের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

১৬

পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপির কড়া নির্দেশনা

১৭

সব শঙ্কা উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

১৮

গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশের পুনর্নির্মাণ সম্ভব নয় : তারেক রহমান

১৯

৯ মাসের শিশুকে হত্যার পর যে কাণ্ড ঘটালেন ছাত্রলীগ নেতার স্ত্রী

২০
X