আদনান চৌধুরী, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পিডিবির প্রকৌশলীকে ম্যানেজ করে অবৈধ মিটারে চলছে করাত কল

অবৈধ মিটারে বিদ্যুৎ সংযোগ নেওয়া করাত কল। ছবি : সংগৃহীত
অবৈধ মিটারে বিদ্যুৎ সংযোগ নেওয়া করাত কল। ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ীতে কর্মরত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপসহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীমকে মোটা অংকের টাকার বিনিময়ে ম্যানেজ করে করাত কলে অবৈধ মিটার সংযোগ নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ছাড়াও পিডিবির ওই প্রকৌশলীর বিরুদ্ধে রয়েছে হাজারো অভিযোগ। ওপর মহল ও প্রভাবশালী সরকারদলীয় একাধিক নেতাকে ম্যানেজ করে দিনের পর দিন ঘুষবাণিজ্য চালিয়ে গেলেও তিনি ধরাছোঁয়ার বাইরে।

আরও পড়ুন : বিদ্যুৎ খাত নিয়ে সমালোচনায় বরখাস্ত হলেন দুই কর্মকর্তা

জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের কলাবাড়ী বাজারে সরকারি অনুমোদন না নিয়েই গড়ে উঠেছে অবৈধ সাব্বির স’মিল। বিএনপি নেতা আব্দুল লতিফের ভাই সাব্বির আহমদ দুই-তিন বছর আগে এ করাত কল শুরু করেন। প্রথমে জেনারেটর দিয়ে এই স’মিল চালিয়েছিলেন। পরে পিডিবির উপসহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীমকে মোটা অংকের টাকা ঘুষ দিয়ে সম্পূর্ণ অবৈধভাবে একটি অন্য মিটার নিয়ে বিদ্যুৎ সংযোগ নেন সাব্বির। প্রায় দেড় বছর ধরে অবৈধভাবে এ মিটারটি চলছে। সম্প্রতি স্থানীয় কয়েকজনের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে দেখা যায়, বেশ কয়েকজন শ্রমিক করাত কলে গাছ কাটায় ব্যস্ত সময় পার করছেন। পাশেই সংযোগ মিটারটি বক্সের মধ্যে তালাবদ্ধ। সাংবাদিকদের দেখে এগিয়ে আসেন ম্যানেজার। করাত কলের লাইসেন্স ও মিটারের বৈধতা নিয়ে ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি মালিক সাব্বির আহমেদকে ফোন দেন। কিছু সময়ের মধ্যেই সাব্বির আহমেদ হাজির হন। তার কাছে করাত কলের লাইসেন্স আছে কিনা জানতে চাইলে তিনি হাইকোর্টের মামলা চলছে বলে জানান।

অনুমোদন না নিয়ে এভাবে করাত কল চালানো যায় কিনা- এমন প্রশ্ন করলে তিনি জানান, সবাই যেভাবে চালাচ্ছে আমিও সেভাবে চালাচ্ছি। করাত কলের বৈদ্যুতিক মিটার কার নামে আছে বললে তিনি প্রথমে তার নিজের নামেই মিটার রয়েছে বলে জানান। পরে মিটার খুলে দিলে মিটারের নম্বর (১০৩৩০০৩৩০৯৪, টিটিসি) অনলাইনে সার্চ দিয়ে দেখা যায়, মিটারটি রয়েছে দক্ষিণ বড়ডহর গ্রামের ইছাক আলীর নামে। এ মিটারটি একটি অটো রাইস মিলের ছিল বলে জানা যায়। ইছাক আলীর মিটার আপনার স-মিলে কীভাবে এলো- এমন প্রশ্নের জবাবে সাব্বির আহমেদ বলেন, পিডিবির উপসহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীম কাগজপত্র দেখে মিটার দিয়েছেন। এটি কার মিটার শামীম সাহেব জানেন। বিদ্যুৎ বিভাগ আমার স-মিলে মিটার ও বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। এখানে বৈধ-অবৈধর প্রশ্নই উঠে না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন জানান, অবৈধ করাত কল হওয়ায় বৈধ সংযোগ না পেয়ে পিডিবির উপসহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীমকে দুই লাখ টাকা ঘুষ দিয়ে আরেকজনের অটো রাইস মিলের মিটার অবৈধভাবে সংযোগ নিয়েছেন সাব্বির আহমেদ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পিডিবির উপসহকারী প্রকৌশলী আনসারুল কবির শামীম বলেন, এ করাত কলের বৈধ কাগজপত্র থাকায় আমরা বিদ্যুৎ মিটার ও সংযোগ দিয়েছি।

করাতকলের মালিক সাব্বির আহমদ কিন্তু মিটার ইছাক আলীর নামে কেন- প্রশ্ন করলে তিনি বলেন, তারা মনে হয় নাম ট্রান্সফার করেছে।

সাব্বির আহমেদ দেড় বছরেও নাম ট্রান্সফার করেননি এমন তথ্য প্রতিবেদক নিশ্চিত করলে তিনি বলেন, না করলে করে ফেলবে, আর কোনো গ্যাপ থাকলে পূরণ করবে। আর অনেক জিনিস তো নজরেও আসে না।

অটো রাইস মিলের মিটার করাত কলে কীভাবে সংযোগ দিলেন- এমন প্রশ্ন করলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এটি করেছি। অনুমতির কোনো কাগজপত্র সাব্বির আহমেদ দেখাতে পারেননি- এমন প্রশ্ন করলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি। ২ লাখ টাকা ঘুষের বিষয়ে তিনি বলেন, এটি মিথ্যা।

সাব্বির আহমেদের করাত কলের বিষয়ে জানতে চাইলে জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, এটি অবৈধ একটি করাত কল। আইন অনুযায়ী, এ করাতকলে কোনো বৈধ সংযোগ থাকার কথা নয়। এসব অবৈধ করাত কলের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতোমধ্যে পিডিবিকে চিঠি দিয়েছে। কিন্তু রহস্যজনক কারণে কিছু অসাধু কর্মকর্তা এসব অবৈধ করাত কলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছেন না।

জুড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির আবাসিক প্রকৌশলী কবির আহমদ বলেন, আমি নতুন এসেছি। আমার আসার মাত্র দুই মাস হয়েছে। এ বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে আমি দেখব। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পিডিবির নির্বাহী প্রকৌশলী কুলাউড়া মো. রাসেল আহমদ বলেন, স’মিল বৈধ না অবৈধ এটা আমার দেখার বিষয় নয়। এটা দেখবে রেঞ্জ অফিস। তবে বৈধ কাগজপত্র ছাড়া কোনো মিটার বা সংযোগ প্রদান করা সম্পূর্ণ আইনবিরোধী। এখানে শামীম সাহেব না আরও অন্য কোনো সাহেব জড়িত সেটা আমার দেখার বিষয় নয়। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং গ্রাহকের বিরুদ্ধে সংযোগ বিচ্ছিন্নসহ মামলা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১০

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১১

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১২

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৪

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৫

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৬

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৭

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৮

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৯

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

২০
X