কিশোরগঞ্জের ভৈরবে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার মেঘনা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটক দুজন হলেন- ভৈরবপুর উত্তর পাড়ার বাচ্চু মিয়ার ছেলে ইফরান (২০) ও একই এলাকার শিশু মিয়ার ছেলে রতন মিয়া (১৯)।
ভৈরব থানার ওসি হাসমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে পৌরশহরের মুচিপাড়া সংলগ্ন বালুর মাঠ থেকে রাজীব বর্মণ নামে এক ব্যক্তির মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। এ সময় ভৈরব বাজার শহর ফাঁড়িতে অভিযোগ দেন রাজীব বর্মণ। অভিযোগের ভিত্তিতে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, ভৈরবে ছিনতাই নির্মূলের কাজ করছে পুলিশ। অন্য ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রোববার (১৩ অক্টোবর) সকালে আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন