বেড়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৩:০৬ এএম
অনলাইন সংস্করণ

পাবনায় আওয়ামী লীগের কমিটি নিয়ে ধোঁয়াশা

পাবনায় আওয়ামী লীগের কমিটি নিয়ে ধোঁয়াশা

পাবনার বেড়া উপজেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সভানেত্রী শেখ হাসিনার বর্ধিত সভায় আমন্ত্রণকে কেন্দ্র করে এ উপজেলায় দলের সভাপতি-সম্পাদক কে হবে সেই বিতর্ক আবারও নতুন করে আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্কে জড়িয়েছেন তৃণমূল কর্মীরাও।

জানা গেছে, ২০২২ সালের ২৯ মে পাবনার বেড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য শামসুল হক টুকুর অনুসারীদের বিরুদ্ধে সঠিকভাবে কাউন্সিলর তালিকা না করার অভিযোগ করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সম্পাদকের অনুসারী বড় একটি অংশ।

বিতর্কের মুখে ওই সম্মেলনে প্রধান অতিথিসহ গুরুত্বপূর্ণ নেতারা অনুপস্থিত ছিলেন। এক পর্যায়ে জেলা আওয়ামী লীগ সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমান ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর উপস্থিতিতে তার অনুসারীরা সম্মেলন করে টুকুর বড় ছেলে বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জনকে সভাপতি ও প্রভাষক আবু সাইদকে সাধারণ সম্পাদক ঘোষণা করে কমিটি করেন।

জেলার সভাপতি রেজাউল রহিম লাল ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের অনুপস্থিতিতে ওই সম্মেলন ও কমিটিকে অনুমোদন করেনি জেলা আওয়ামী লীগ।

এর আগে ২০১৪ সালের ২৯ নভেম্বর বেড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বেড়া পৌরসভার তৎকালীন মেয়র আবদুল বাতেন সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত আবদুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

২০২০ সালের ১৪ এপ্রিল আবদুল বাতেনকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়ে অনিল কুমার সাহা ও পরে অধ্যাপক ওয়াজেদ আলীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। একই বছরের ১০ সেপ্টেম্বর করোনায় আবদুল কাদের মারা গেলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান আব্দুর রশিদ দুলাল।

২০২২ সালের সম্মেলনের এক বছরের বেশী সময় পেরিয়ে গেলেও বেড়া উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন করেনি জেলা আওয়ামী লীগ।

এদিকে নতুন পুরাতন উভয় কমিটিই নিজেদের বৈধ সভাপতি সম্পাদক দাবি করে আসছিলেন। ৬ আগস্ট অনুষ্ঠেয় দলীয় সভানেত্রীর সারাদেশের তৃণমূল নেতাদের সঙ্গে বিশেষ বর্ধিত সভায় উভয় কমিটির সভাপতি সম্পাদক আমন্ত্রণ পত্র ও প্রবেশ কার্ড পাওয়ায়, আবারও সামনে এসেছে সেই আলোচনা। উভয় কমিটিই নিজেদের বৈধ দাবি করেছেন।

আমন্ত্রণ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বেড়া উপাজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রশীদ দুলাল বলেন, বর্ধিত সভা উপলক্ষ্যে কেন্দ্র থেকে প্রতিটি উপজেলার সভাপতি সম্পাদকের তালিকা চাওয়া হয়। জেলা আওয়ামী লীগ আমাদের নাম কেন্দ্রে পাঠানোর পর কেন্দ্র তা অনুমোদন করে আমাদের আমন্ত্রণ পত্র ইস্যু করেছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী আমরাই বৈধ কমিটি।

অপরদিকে ২০২২ সালের সম্মেলনে নির্বাচিত সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইদও আমন্ত্রণ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন্দ্রের নেতারা আমাদের সম্মেলন করে নেতা বানিয়েছেন। আমরাই বৈধ কমিটি। অন্য কোনো কমিটি এই উপজেলায় নাই। আগের কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সম্পাদকের আমন্ত্রণ বিষয়ে আমার জানা নাই।

পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, বেড়া উপজেলা আওয়ামী লীগের নতুন কোনো কমিটি অনুমোদন হয়নি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা তালিকায় ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজেদ আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশীদ দুলালের নাম পাঠিয়েছি। কেন্দ্র তা অনুমোদন করে আমন্ত্রণ পত্র ইস্যু করেছে। অন্যরা কিভাবে আমন্ত্রণ পেয়েছেন আমার জানা নেই। দলীয় সভানেত্রীর নির্দেশনা নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা আওয়ামী লীগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণসমাজ বিপথগামী হচ্ছে : মির্জা আব্বাস

বইয়ের পাতার গণ্ডি পেরিয়ে মহাকাশে বাংলাদেশের শিশুরা!

মানুষ একটি পরিবর্তন চায় : তারেক রহমান

একটি দল আ.লীগের ভূমিকায় নিজেদের উপস্থাপন করছে : আসিফ মাহমুদ

বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা

ভাগ্য পরিবর্তন করতে চাইলে ধানের শীষে ভোট দিন : তারেক রহমান

২৩৮ আসনে গণভোটের প্রার্থী দিল এনসিপি

এবার সাংবাদিকদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য আমির হামজার 

নির্বাচিত হলে ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না : আব্দুল আউয়াল মিন্টু

‘নিউ গাজা’ নিয়ে যেসব পরিকল্পনা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

১০

চট্টগ্রামের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

১১

পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপির কড়া নির্দেশনা

১২

সব শঙ্কা উড়িয়ে সুপার সিক্সে বাংলাদেশ

১৩

গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশের পুনর্নির্মাণ সম্ভব নয় : তারেক রহমান

১৪

৯ মাসের শিশুকে হত্যার পর যে কাণ্ড ঘটালেন ছাত্রলীগ নেতার স্ত্রী

১৫

‘সাংবাদিকতার মূল শক্তি হলো বিশ্বস্ততা’

১৬

রাজধানীর ভাটারায় ভয়াবহ আগুন

১৭

বাংলাদেশের বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন জয় শাহ

১৮

শহীদ জাকিরের মেয়ের বিয়েতে উপহার পাঠালেন তারেক রহমান

১৯

শোনা হবে না বিসিবির আপিল, ডাক পেতে যাচ্ছে স্কটল্যান্ড

২০
X