সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
বেড়া প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৩:০৬ এএম
অনলাইন সংস্করণ

পাবনায় আওয়ামী লীগের কমিটি নিয়ে ধোঁয়াশা

পাবনায় আওয়ামী লীগের কমিটি নিয়ে ধোঁয়াশা

পাবনার বেড়া উপজেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সভানেত্রী শেখ হাসিনার বর্ধিত সভায় আমন্ত্রণকে কেন্দ্র করে এ উপজেলায় দলের সভাপতি-সম্পাদক কে হবে সেই বিতর্ক আবারও নতুন করে আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্কে জড়িয়েছেন তৃণমূল কর্মীরাও।

জানা গেছে, ২০২২ সালের ২৯ মে পাবনার বেড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য শামসুল হক টুকুর অনুসারীদের বিরুদ্ধে সঠিকভাবে কাউন্সিলর তালিকা না করার অভিযোগ করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সম্পাদকের অনুসারী বড় একটি অংশ।

বিতর্কের মুখে ওই সম্মেলনে প্রধান অতিথিসহ গুরুত্বপূর্ণ নেতারা অনুপস্থিত ছিলেন। এক পর্যায়ে জেলা আওয়ামী লীগ সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমান ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর উপস্থিতিতে তার অনুসারীরা সম্মেলন করে টুকুর বড় ছেলে বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জনকে সভাপতি ও প্রভাষক আবু সাইদকে সাধারণ সম্পাদক ঘোষণা করে কমিটি করেন।

জেলার সভাপতি রেজাউল রহিম লাল ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের অনুপস্থিতিতে ওই সম্মেলন ও কমিটিকে অনুমোদন করেনি জেলা আওয়ামী লীগ।

এর আগে ২০১৪ সালের ২৯ নভেম্বর বেড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বেড়া পৌরসভার তৎকালীন মেয়র আবদুল বাতেন সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রয়াত আবদুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

২০২০ সালের ১৪ এপ্রিল আবদুল বাতেনকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়ে অনিল কুমার সাহা ও পরে অধ্যাপক ওয়াজেদ আলীকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। একই বছরের ১০ সেপ্টেম্বর করোনায় আবদুল কাদের মারা গেলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান আব্দুর রশিদ দুলাল।

২০২২ সালের সম্মেলনের এক বছরের বেশী সময় পেরিয়ে গেলেও বেড়া উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি অনুমোদন করেনি জেলা আওয়ামী লীগ।

এদিকে নতুন পুরাতন উভয় কমিটিই নিজেদের বৈধ সভাপতি সম্পাদক দাবি করে আসছিলেন। ৬ আগস্ট অনুষ্ঠেয় দলীয় সভানেত্রীর সারাদেশের তৃণমূল নেতাদের সঙ্গে বিশেষ বর্ধিত সভায় উভয় কমিটির সভাপতি সম্পাদক আমন্ত্রণ পত্র ও প্রবেশ কার্ড পাওয়ায়, আবারও সামনে এসেছে সেই আলোচনা। উভয় কমিটিই নিজেদের বৈধ দাবি করেছেন।

আমন্ত্রণ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বেড়া উপাজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রশীদ দুলাল বলেন, বর্ধিত সভা উপলক্ষ্যে কেন্দ্র থেকে প্রতিটি উপজেলার সভাপতি সম্পাদকের তালিকা চাওয়া হয়। জেলা আওয়ামী লীগ আমাদের নাম কেন্দ্রে পাঠানোর পর কেন্দ্র তা অনুমোদন করে আমাদের আমন্ত্রণ পত্র ইস্যু করেছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী আমরাই বৈধ কমিটি।

অপরদিকে ২০২২ সালের সম্মেলনে নির্বাচিত সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইদও আমন্ত্রণ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন্দ্রের নেতারা আমাদের সম্মেলন করে নেতা বানিয়েছেন। আমরাই বৈধ কমিটি। অন্য কোনো কমিটি এই উপজেলায় নাই। আগের কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সম্পাদকের আমন্ত্রণ বিষয়ে আমার জানা নাই।

পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, বেড়া উপজেলা আওয়ামী লীগের নতুন কোনো কমিটি অনুমোদন হয়নি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা তালিকায় ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজেদ আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশীদ দুলালের নাম পাঠিয়েছি। কেন্দ্র তা অনুমোদন করে আমন্ত্রণ পত্র ইস্যু করেছে। অন্যরা কিভাবে আমন্ত্রণ পেয়েছেন আমার জানা নেই। দলীয় সভানেত্রীর নির্দেশনা নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা আওয়ামী লীগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় সেনা পাঠানো নিয়ে নতুন সংকটে পাকিস্তান

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ৬১ ক্রিকেট ব্যাট-বল বিতরণ

ভূমিকম্পে আহত হামীমের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক

ফাইনালে সুপার ওভারে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত : লায়ন ফারুক

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় / পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় মেজর সিনহাকে

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

সোনালী ব্যাংকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে প্রতারণা

১০

জাল টাকার নোটসহ আটক ২

১১

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১২

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

১৩

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

১৪

মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

১৫

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

১৬

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

১৭

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

১৮

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

১৯

‘স্বাধীনতার পর ক্ষমতায় না গিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ফিরে যান’

২০
X