দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মৎস্য আড়ত চাঁদপুরের বড়স্টেশনে তিন কেজি ওজনের এক একটি ইলিশ বিক্রি হচ্ছে ১০ হাজার টাকার বেশি দামে। এ ছাড়া আড়তে কেজিপ্রতি ইলিশের দাম ধরা হচ্ছে ৩ হাজার ৫০০ টাকা।
শনিবার (৫ আগস্ট) বিকালে মাছঘাটে গিয়ে দেখা গেছে, ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। এক একটি ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি করতে দেখা যায়।
আড়তদাররা বলছেন, গত সপ্তাহ থেকে নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ইলিশের আমদানি বাড়ায় পদ্মা নদীতে ধরা পড়ছে বড় সাইজের ৩ কেজি ওজনের এই ইলিশগুলো, যা সরাসরি এখানে এসে কেনাবেচার পাশাপশি অনলাইনে অর্ডার করেও অনেক সময় কিনে নিচ্ছেন ক্রেতারা। তবে এত দামে ইলিশগুলো কিনছেন মূলত ধনী ও উচ্চাভিলাষী ক্রেতারা।
নিলুফা বেগম নামের এক ক্রেতা জানান, শখের বসেই মূলত এত দাম দিয়ে ইলিশ কিনলাম। প্রায় ২ ঘণ্টারও বেশি সময় এই বাজারে এসেছি। সব দেখলাম ৬৫০ থেকে ৭০০ গ্রাম সাইজের ইলিশ। হঠাৎ দেখি ৩ কেজি ওজনের এই বড় ইলিশটি এসেছে। তাই শখ করে কিনে নিলাম।
এ বিষয়ে চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী শবেবরাত সরকার বলেন, প্রতিদিন গড় আমদানি ইলিশের মধ্যে চাঁদপুরের পদ্মা মেঘনার ইলিশ মাত্র ২০ শতাংশ। আর দাম চড়া হওয়ায় আড়তগুলোতে ইলিশের বেচাকেনার জন্যই এই কর্মতৎপরতা বেড়েছে। তবে বড় সাইজের ইলিশ সব সময় হয় না বলে ছোট সাইজের ইলিশ কিনেই ক্রেতাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে।
মন্তব্য করুন