রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আউশ ধান আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের

রাঙ্গুনিয়ার বেতাগীতে সবুজে ছেয়ে গেছে আউশ ধানের ক্ষেত। ছবি : কালবেলা
রাঙ্গুনিয়ার বেতাগীতে সবুজে ছেয়ে গেছে আউশ ধানের ক্ষেত। ছবি : কালবেলা

চারদিকে যখন আমন চারা রোপণের ব্যস্ততা চলছে তখন কিছু কিছু জমিতে ধানের গোছা থেকে থোড় বের হয়েছে। কিছুদিনের মধ্যেই তা ফুল আকারে বের হয়ে দানায় রূপ নেবে এবং সেখান থেকে পরিপক্ব হয়ে আগামী এক মাসের মধ্যেই কাটার উপযুক্ত হবে। বোরো আবাদের পর আমন চারা লাগানোর আগে এভাবেই অল্প সময়ে ফলন আসে আউশ ধানের। তাই এই চাষাবাদ নিয়ে খনার বচনে আছে- ‘আউশ ধানের চাষ, লাগে তিন মাস’।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কয়েক বছর ধরে আউশ ধানের চাষাবাদ করছেন কৃষক। ফলে দুই ফসলি কৃষিমাঠ থেকে এখন বছরে তিনবার ধান উৎপাদিত হচ্ছে। কম খরচে, অল্প শ্রমে ভালো ফলন পাওয়ায় আউশ চাষাবাদের প্রতি কৃষকের আগ্রহ বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আউশ ধান চৈত্র-বৈশাখে বুনে আষাঢ়-শ্রাবণে কাটা যায়। অর্থাৎ বোরো ধান কাটার ২০ থেকে ২৫ দিন আগে আউশ বীজতলা তৈরি করতে হয় এবং বোরো ধান কাটার সঙ্গে সঙ্গেই আউশ ধান রোপণ করতে হয়। আবার আউশ ধান কাটার পরপরই আমন ধান রোপণ করতে হয়। এতে করে একটি জমিতে তিন মৌসুমের ধান উৎপাদন করা হয়। যার ফলে একই জমিতে ফসলের উৎপাদন অনেকগুণ বেড়ে যায়। অনেক আগে থেকেই রাঙ্গুনিয়ায় আউশের আবাদ চলে এলেও মাঝখানে তা অনেকটা কমে আসে। তবে গেল ৪ থেকে ৫ বছর ধরে আবারও পুরোদমে আউশের আবাদ শুরু হয়েছে। গত বছর উপজেলার ৮২ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছিল। কিন্তু এ বছর বৃষ্টি কম হওয়ায় উপজেলার ৭০ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। হেক্টর প্রতি ৪ থেকে ৫ টন পর্যন্ত ফলন পাওয়া যাবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে দেখা যায়, বিস্তৃর্ণ কৃষি মাঠজুড়ে দোল খাচ্ছে আউশের সবুজ ক্ষেত। বর্তমানে আউশ ধানের ফলন আশা শুরু করেছে। আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যেই ধান ঘরে তোলার উপযুক্ত হবে বলে জানান কৃষকরা।

জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত খামারি পদুয়ার কৃষক এরশাদ মাহমুদ জানান, আউশ চাষাবাদে খরচ কম, লাভ বেশি। আবার অল্প সময়ে ফলন আসে। তাই বেশ কয়েক বছর আগে নিজ উদ্যোগে পদুয়ায় প্রথম আউশ চাষাবাদ করেছিলেন তিনি। তাকে দেখে পদুয়ায় অনেকেই আউশ চাষাবাদ করেছেন। অনেকেই প্রতিবছর তার কাছ থেকে বীজধান সংগ্রহ করে আউশ চাষাবাদ করেছেন।

বর্তমানে পদুয়া ইউনিয়ন থেকে সারা রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নেও আউশের আবাদ হচ্ছে বলেও জানান তিনি।

বেতাগী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান জানান, বেতাগীর ৮ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। বেতাগীর সিকদার পাড়া এবং বড়ুয়া পাড়া এলাকায় এবারই প্রথম আউশ ধান চাষাবাদ হয়। স্থানীয় কৃষক মোহাম্মদ আলী, আবুল কাশেম, আবুল বশর, খোরশেদ আলম, দয়াল বড়ুয়া, শামসুল আলম, ইলিয়াসসহ আরও অনেকে আউশ ধান চাষাবাদ করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, আউশের উৎপাদন বাড়াতে বেশ কয়েক বছর ধরেই প্রণোদনা দেওয়া হচ্ছে। এবারো রাঙ্গুনিয়ার ৫০০ জন কৃষককে ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। আউশ চাষাবাদ অনেকটা বৃষ্টির ওপর নির্ভর করে। কিন্তু এ বছর বৃষ্টি কম হওয়ায় আউশের আবাদ কিছুটা কম হলেও এই চাষাবাদের প্রতি কৃষকের আগ্রহ দিন দিন বাড়ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে দিনে ভাঙছে ৩০ সংসার

কে জিতবেন নোবেল শান্তি পুরস্কার

ইরানের সঙ্গে যোগসাজশ / ইরাকের অলিম্পিক কমিটির প্রধানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, ১২০ ঘণ্টার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

ছাদে টিকটক করার সময় বিদ্যুতায়িত মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

ভিন্নরূপে শাকিব খান

তামা না পিতল, প্রতিদিনের ব্যবহারে কোন বাসনটি স্বাস্থ্যের জন্য ভালো?

‘ট্রাম্প নোবেল না পেলে যে কোনো কিছু করতে পারেন’

শিশু শান্তি ‘নোবেল’ পুরস্কারে মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত

এই ৪ ভুল করছেন? তাহলে নিজেই ত্বকের ক্ষতি ডেকে আনছেন

১০

শিশুকে হত্যার পর ৭০ ফুট গাছের ওপর ওঠেও রক্ষা পেল না যুবক

১১

মাত্র ১৫০ টাকা খরচ করে ঘরে বসেই সুগন্ধি পারফিউম তৈরি করবেন যেভাবে

১২

ধর্ম অবমাননায় সমান শাস্তির বিধান চায় জাতীয় হিন্দু যুব মহাজোট

১৩

শান্তিতে নোবেল ঘোষণার আগে ওবামাকে নিয়ে ট্রাম্পের ‘বিস্ফোরক’ মন্তব্য

১৪

অতিরিক্ত মাথাব্যথা কি ব্রেন টিউমারের লক্ষণ?

১৫

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

১৬

সড়কে উঠতে বাধা, ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশা চালক

১৭

টানা ৩ দিন ৪ ঘণ্টার কম ঘুমালে কী হতে পারে, জানেন?

১৮

ব্রাজিলের খেলোয়াড়দের কাছে মাঠে প্রমাণ চাইলেন আনচেলত্তি

১৯

হংকং ম্যাচে হারের পর যা বললেন হামজা

২০
X