নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন দলটির সভাপতি শেখ হাসিনা। আজ রোববার (৬ আগস্ট) গণভবনে তাদের নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার কথা শুনবেন এবং আগামী নির্বাচন উপলক্ষে দিকনির্দেশনা দেবেন।
এদিকে তৃণমূলের এই সভাকে সামনে রেখে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ, দলীয় সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছে।
সভায় সাতক্ষীরা জেলা থেকে অংশগ্রহণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্ঠা পরিষদের সদস্য ডা. আ. ফ. ম. রুহুল হক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে ফজলুল হক, সাধারণ সম্পাদক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, দলীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, মীর মোস্তাক আহমেদ রবি, ৭টি উপজেলা ও সাতক্ষীরা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা।
যদিও নির্বাচিত জেলা ও উপজেলা চেয়ারম্যানদের প্রায় সবাই দলের জেলা বা উপজেলা কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
এদিকে সভাকে সামনে রেখে ইতোমধ্যে জেলা আওয়ামী লীগ এবং উপজেলা আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মীদের প্রায় সবাই ঢাকায় অবস্থান করছেন।
আওয়ামী লীগের পক্ষে থেকে জানানো হয়, রোববার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির বিশেষ বর্ধিত সভা শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন