মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মায় ডুবে যাওয়া ট্রলার উদ্ধার, এখনও নিখোঁজ ৩

পদ্মায় ডুবে যাওয়া পিকনিকের ট্রলার। ছবি : সংগৃহীত
পদ্মায় ডুবে যাওয়া পিকনিকের ট্রলার। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া রশকাটি পদ্মা শাখা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া পিকনিকের ট্রলারটি উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া ট্রলারে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখনও আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

রোববার (৬ আগস্ট) সকালে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল মতিন।

এ ছাড়া এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে।

এদিকে নিহত পরিবারকে জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেওয়ার কথা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের কয়েকটি পরিবারের ৪৬ জন ট্রলার নিয়ে পদ্মা নদীতে ঘুরতে যায়। পদ্মায় ঘোরাঘুরি শেষে খিদিরপাড়া পদ্মা শাখা নদী দিয়ে রাত ৮টার দিকে বাসায় যাওয়ার পথে হঠাৎ করে বেপরোয়া বালুবাহী বাল্কহেড এসে ট্রলারে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে গেলে ৩৪ জনের মতো লোক সাঁতরে তীরে এলে বাকিরা পানিতে তলিয়ে যায়। এদের মধ্যে সাতজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, এ ঘটনায় সাতজন সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের বাসিন্দা।

তারা হলেন হ্যাপি আক্তার (২৮), তার বোন পপি আক্তার (২৬), রাকিব (১২), তার ভাই সাকিব (৮), মোকসেদা (৪০), সাজিবুল (৫) ও ফারিহান (১০)।

এদিকে ফায়ার সার্ভিস নৌপুলিশ ও কোস্টগার্ডসহ তিনটি ডুবুরিদল গতকাল শনিবার রাত থেকে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, আটজনের নিহতের তথ্যটা ঠিক নয়। রাত থেকে এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও তিনজন। বাল্কহেড মালিক ও চালকের বিরুদ্ধে মামলা করা হবে।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আর বলেন, ট্রলার ডুবি ঘটনায় আমাকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্তের রিপোর্ট জেলা প্রশাসকের কাছে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানির তোড়ে ভেঙে যেতে পারে ফ্লাইড বাইপাস সড়কটি

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

১০

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

১১

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

১২

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

১৩

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১৪

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৫

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১৭

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

১৮

সেই বিয়ের কথা স্বীকার করলেন পরীমনি

১৯

দুর্গোৎসবে টাইমস স্কয়ারে ঢাকেশ্বরী মন্দিরের আবহ

২০
X