চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৫:৩৮ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বন কর্মকর্তাদের কুপিয়ে হত্যাচেষ্টা, দুই বনদস্যু ধরা

পুলিশের হাতে গ্রেপ্তার বন কর্মকর্তা হত্যাচেষ্টা মামলার দুই আসামি। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার বন কর্মকর্তা হত্যাচেষ্টা মামলার দুই আসামি। ছবি : কালবেলা

চট্টগ্রামের চন্দনাইশে বন কর্মকর্তাসহ পাঁচজনকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন- উপজেলার দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রহমত আলীর ছেলে এনাম হোসেন ও একই এলাকার মো. ইমন।

চন্দনাইশ থানার ওসি হোসাইন আল ইমরান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার বরগুনি বিটের হাফছড়ি কুল এলাকায় বনদস্যুরা সংরক্ষিত বনের গাছ চুরি করে পাচার করার সময় পটিয়া রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হকের নেতৃত্বে ১৮ জনের একটি দল অভিযান পরিচালনা করে। তারা ঘটনাস্থলে পৌঁছলে বনদস্যুরা অতর্কিত হামলা করে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কুপিয়ে রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক ও প্রহরী লোকমানসহ পাঁচজনকে গুরুতর আহত করে। রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক ও প্রহরী লোকমানের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় সংশ্লিষ্ট বিট কর্মকর্তা রহমত আলী বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৫০/৬০ জনকে আসামি করে চন্দনাইশ থানায় মামলা করেন।

উল্লেখ্য, গত ৩০ মার্চ রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় পাহাড় কেটে মাটি পাচার করছিল একদল মাটিখেকো সন্ত্রাসী। এমন খবরে বন বিভাগের দোছড়ি বিটের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামানসহ দুজন মোটরসাইকেলে ঘটনাস্থলে যান। এ সময় দুজনকে ডাম্প ট্রাক দিয়ে চাপা দেওয়া হয়। এতে সাজ্জাদুজ্জামান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন মোহাম্মদ আলী নামে আরেকজন।

সাজ্জাদুজ্জামান কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বন বিটের কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তিনি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে। এ ঘটনায় আহত বনরক্ষী মোহাম্মদ আলী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার বাসিন্দা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষকাণ্ডে এবার জামায়াতের সেই আইনজীবীর সনদ স্থগিত

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন, আলোচনা হবে যেসব ইস্যুতে

চাঁদাবাজির অভিযোগে ২ যুবককে গণপিটুনি

সেই তন্বীর বিরুদ্ধে লড়বেন জান্নাতুন নাহার

দুই বাসের ধাক্কায় প্রাণ গেল হেলপারের

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সিইউজে’র শোক

রাজধানীর পান্থপথে দেয়াল ধসে নিহত ১

কালকিনিতে আনিসুর রহমান খোকন / মায়েদের পাশে থাকবে বিএনপি

দিনে কত কাপ চা খাওয়া উচিত, জানালেন বিশেষজ্ঞ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কেমন হবে, জানা গেল

১০

শান্ত-সৌম্যর বাদ পড়ার কারণ জানালেন গাজী আশরাফ

১১

বিএনপির সঙ্গে বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

১২

‘এখন কাউকে ধরতে যৌক্তিক কারণ লাগে না, তবে সত্যের জয় হবে’

১৩

হাওরে নৌকা ডুবে নিখোঁজ ২

১৪

‘পৃথক সচিবালয় ছাড়া বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা অর্জন সম্ভব নয়’

১৫

রাতের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৬

বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৩৮০০০ টাকা

১৭

চট্টগ্রামে শিল্পী সম্মিলন ও আর্ট ক্যাম্পে মিলন মেলা

১৮

যে কারণে এশিয়া কাপ দলে সোহান-সাইফ, জানালেন প্রধান নির্বাচক

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কবে, জানালেন প্রশাসক

২০
X