মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী ইউনিয়নের জামালদী গ্রামের নিরীহ যুবক মো. টিপু সুলতানের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও নয়দিন কারাভোগ করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আরও পড়ুন: ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রোববার (৬ আগস্ট) বিকেলে উপজেলার জামালদী গ্রামের হাজী সিরাজুল স্কুলের সামনে এই মানববন্ধনে গ্রামের শত শত নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে অংশ নেওয়া আব্দুস সামাদ বলেন, ‘টিপু একজন সহজ, সরল ও নিরীহ মানুষ। ওর মতো ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এভাবে হয়রানি করায় আমরা দুঃখিত। আগামীদিনে এই মামলাটার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার আগে পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’
এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম বলেন, ‘খোরশেদা বেগম একজন ‘চরিত্রহীন’ নারী। তাই স্থানীয় গ্রামবাসীও তার বিষয়ে কথা বলতে চায় না।’
অভিযোগের বিষয়ে খোরশেদা বেগম কাছে জানতে চাইলে তিনি বলেন, টিপু আমাকে একাধিকবার মারধর করেছে। কারও কাছে বিচার না পেয়ে বাধ্য হয়ে থানা পুলিশের আশ্রয় গ্রহণ করেছি।
এ বিষয়ে হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল হক মিঠু জানান, এ বিষয়ে কেউ আমাকে অবগতই করে নাই। তাই আমি কোনো মন্তব্য করতে চাই না ।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন যুবনেতা আমিরুল ইসলাম, আব্দুস সামাদ, আলী হোসেন প্রধান, বাচ্চু মিয়া, আব্দুল বাছেদ সরকার, কবির হোসেন, রিপন মিয়া, তারিফ হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, সীমানা সংক্রান্ত বিষয় ও চাচিকে মারধরের অভিযোগ এনে খোরশেদা বেগমের স্বামী মোহাম্মদ আলী গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে থানা পুলিশ টিপু সুলতানকে (৩৫) আটক করে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
মন্তব্য করুন