ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি লাবু চৌধুরীসহ আ.লীগের ৭৭ নেতাকর্মীর নামে হত্যা মামলা

ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু। ছবি : সংগৃহীত
ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু। ছবি : সংগৃহীত

ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবুসহ ৭৭ আ.লীগ নেতাকর্মীর নামে হত্যা মামলা করা হয়েছে। ১১ বছর আগের একটি হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম হাবিুবুর রহমান হাফিজ।

২০১৩ সালের ২৩ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সময় ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মারুফ শেখ (১৯)।

এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৭ নম্বর আমলি আদালতে নিহতের মা ও উপজেলার মিনারগ্রামের বাসিন্দা ছালেহা বেগম ছলে (৬৪) বাদী হয়ে মামলাটি করেন।

এ মামলায় ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবুকে প্রধান আসামি করা হয়েছে।

অন্য আসামিরা হলেন- নগরকান্দা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক জামাল হোসেন মিয়া (৪৫) ও তার ভাই তালমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, সাবেক পৌর যুবলীগের আহ্বায়ক কামরুজ্জামান মিঠু, দেলো ফকির, সদ্য বহিষ্কৃত নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজামান বাবুল কাজী ও সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরসহ ৭৭ জন। এ ছাড়া আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তৎকালীন সময়ে বিএনপির শান্তিপূর্ণ মিছিলের ওপর হামলা করে আসামিরা। এ সময় মারুফ শেখের বুকে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে কামরুজ্জামান মিঠু নামে ২ নম্বর আসামি। গুলির আঘাতে ঘটনাস্থলেই মারা যায় সে। এতে নির্দেশ দেন শাহদাব আকবর লাবু চৌধুরী ও দেলো ফকির। তাঁদের হামলায় সাইফ মুন্সি নামে আরও একজন গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেন।

ছালেহা বেগম মামলার এজাহারে বলেন, ছেলে হত্যার পর থানায় গেলে পুলিশ মামলা নেয়নি এবং পুলিশ জানায় এ ঘটনায় পুলিশ মামলা করেছে আর কোনো মামলা হবে না। এরপর অনেক বার থানায় মামলা করতে গিয়েও ব্যর্থ হয়েছি।

এ বিষয়ে আইনজীবী একেএম হাবিুবুর রহমান হাফিজ বলেন, মঙ্গলবার সকালে মামলার জন্য আবেদন করা হলে তা বিকেল ৪টার দিকে আদালত গ্রহণ করেন এবং মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী জানান, এর আগে গত ৩০ সেপ্টেম্বরও আদালতে একটি মামলা করা হয় পরিবারের পক্ষ থেকে। তবে সেই মামলার আসামির তালিকা নিয়ে সমালোচনা সৃষ্টি হয়। তাতে তৎকালীন সময়ে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত না থেকেও এবং বিদেশে অবস্থান করা ব্যক্তিদেরও আসামি করা হয়। পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে তা প্রত্যাহার করে নিয়ে নতুন করে এ মামলা করা হয়।

এ ছাড়া তৎকালীন সময়ে মারুফ হত্যাকে কেন্দ্র করে পুলিশকে দায়ী করে বিবৃতি দিয়েছিল স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির নেতারা। এ ঘটনায় নগরকান্দা থানা-পুলিশের এসআই খলিলুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। সেই মামলায় আসামি করা হয় ১৪৬ জনকে। যারা সবাই ছিলেন বিএনপি ও হেফাজত ইসলামের রাজনীতির সঙ্গে যুক্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

প্রতি গাছে ৬০০ টাকা ব্যয়, ডিসির প্রকল্পে ‘নয়ছয়’!

অক্টোবরজুড়ে থাকতে পারে ভ্যাপসা গরমের দাপট

গাজা যুদ্ধবিরতিতে উভয়পক্ষ একমত হয়েছে : ট্রাম্প

পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, এসআইসহ আহত ২

রাজধানীতে আজ কোথায় কী

বিক্ষোভে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

০৯ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

একাধিক দেশের পাসপোর্টধারীরাই ‘সেফ এক্সিটের’ তালিকা করে: আসিফ মাহমুদ

১০

শহিদুল আলমের মুক্তির জন্য সোচ্চার হতে হবে : তাসলিমা আখতার

১১

স্থানীয় সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আনোয়ারুজ্জামানের

১২

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

১৩

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

১৪

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

১৫

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

১৬

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

১৭

‘দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে’

১৮

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময়

১৯

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

২০
X