দিনাজপুরের বিরামপুরে তিন বছর আগের ঘটনায় সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ ১১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর গ্রামের বিএনপি কর্মী বিপ্লব আলম বিলু বাদী হয়ে এ মামলা করেন।
গ্রেপ্তার তিনজন হলেন- স্বপন (৪০), মঞ্জুরুল ইসলাম (৩৬) ও আব্দুল শেখ (৪৫)।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি কাটলা উচ্চবিদ্যালয় মাঠে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী মণ্ডলের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিবলী সাদিক। বাদীর অভিযোগ, শিবলী সাদিক রশিদুল ইসলামকে ধরে আনার নির্দেশ দেন। পরবর্তীতে আসামিরা তাকে কাটলাবাজার থেকে ধরে এনে বাঁশ ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। ওই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এ মামলাটি করা হয়। মামলায় আরও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
কাটলা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নাজির উদ্দিন মণ্ডল বলেন, কাটলা উচ্চবিদ্যালয় মাঠে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ইউনছ আলী মণ্ডলের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রশিদুলকে নির্মমভাবে হত্যা করা হয়। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মন্তব্য করুন