নওগাঁর মান্দায় প্রেম করে বিয়ে করার কারণে মেয়ের পরিবারের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মানিক চন্দ্র প্রামাণিক ও কথা বসাক নামে এক ভুক্তভোগী প্রেমিক দম্পতি।
আরও পড়ুন: সাবেক ব্যাংক কর্মকর্তার ৫৪ বছর কারাদণ্ড, পৌনে ২ কোটি টাকা জরিমানা
রোববার (৬ আগস্ট) দুপুরে জেলার মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দুর্গাপুর গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন তারা। ভুক্তভোগী মানিক চন্দ্র প্রামাণিক (৩১) নওগাঁর মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের কৃষক অনিল চন্দ্র প্রামাণিকের ছেলে এবং কথা বসাক (২১) নওগাঁ সদর উপজেলার পার-নওগাঁর বাসিন্দা কল্যাণ কুমার বসাকের মেয়ে।
সংবাদ সম্মেলনে কথা বসাক বলেন, রাজশাহী কলেজে পড়াশোনাকালে মানিক চন্দ্র প্রামাণিকের সঙ্গে তার পরিচয় হয়। কলেজে লেখাপড়া করার সুবাদে প্রায় সাত বছর ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত ২০২২ সালের ১৭ জানুয়ারি তারা হিন্দু বিবাহ নিবন্ধন করেন এবং হিন্দু সম্প্রদায়ের রীতি অনুযায়ী বিয়ের কাজ সম্পন্ন করেন। তারা দুজনেই প্রাপ্তবয়স্ক এবং নিজ নিজ ইচ্ছায় বিয়ে করেছেন। কিন্তু বিষয়টি তার বাবা-মা মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং বিভিন্নভাবে মিথ্যা মামলায় জড়িয়ে তাদের দুজনকে ফাঁসানোসহ খুন-জখমের হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি শ্বশুর বাড়িতে লোকজন তল্লাশি চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মন্তব্য করুন