জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৮:৫৮ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষক সুজন হত্যা মামলায় গ্রেপ্তার ৩

গ্রেপ্তার তিনজন। ছবি : কালবেলা
গ্রেপ্তার তিনজন। ছবি : কালবেলা

জীবননগর পৌর কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষক সুজন আলী (৩৫) হত্যার দায়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সুজনের বড় ভাই বাদী হয়ে জীবননগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তির নামে হত্যা মামলা করেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারদের আদালতে সোর্পদ করা হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস।

গ্রেপ্তাররা হলেন- মেদিনীপুর গ্রামের মৃত আনার মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক (৫৫), শাখারিয়া গ্রামের মৃত ওয়াদ আলীর ছেলে মজিবর রহমান (৫০) ও মৃত আমিন উদ্দিনের ছেলে মহিউদ্দিন (৫০)।

পুলিশ জানায়, শিক্ষক সুজন আলী সমকামী ছিলেন। লুকিয়ে সম্পর্ক করতেন বিভিন্ন পুরুষের সঙ্গে। সম্প্রতি তিনি যৌন সম্পর্ক করেন আব্দুর রাজ্জাক, মজিবর রহমান ও মহিউদ্দিনের সঙ্গে। গত ৬ অক্টোবর ঘটনার দিন সুজন আলী উপজেলার শাখারিয়ার পিচমড়ে সিদ্দিকা নার্সারিতে ওই তিনজনকে ডেকে নিয়ে যান। এরপর পালাক্রমে তিনজন তাকে বলাৎকার করেন। এ সময় সুজন তাদের বারবার ডাকা এবং একজনের গল্প আরেকজনকে বলা নিয়ে বাকবিতণ্ডা হয়। বলাৎকারের একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। একপর্যায়ে তাকে মাথায় নিড়ানি দিয়ে আঘাত করে তারা হত্যা করেন। পরে লাশ মেদিনীপুরের ঘাড়কাঠি বিলে কচুরিপানার নিচে চাপা দিয়ে গুম করেন।

একাধিক সূত্র জানায়, সুজন আলীর পরিবার থানায় জিডি করলেও কেউ পর্যাপ্ত তথ্য দেয়নি। তবে পুলিশ আব্দুর রাজ্জাকসহ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে সুজনের চারিত্রিক বিষয়ে কিছু তথ্য পাওয়া যায়। গত ২৬ অক্টোবর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর ঘাড়কাঠি মাঠের বিল থেকে একটি লাশের কঙ্কাল উদ্ধার করা হয়। ওই কঙ্কালের হাতে লাগানো রড থেকে পরিবার শনাক্ত করে সুজনের মরদেহ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। অপরদিকে মরদেহ উদ্ধারের পরপরই আত্মগোপনে চলে যান আব্দুর রাজ্জাক।

জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, গত ২৬ অক্টোবর ঘাড়কাঠি বিলের কচুরিপানার ভেতর থেকে একটি লাশের কঙ্কাল উদ্ধার করা হয়। কঙ্কালের হাতে লাগানো রড থেকে পরিবার শনাক্ত করে সেটি সুজনের লাশ। এদিকে লাশ উদ্ধারের পরপরই আব্দুর রাজ্জাক যশোরে পালিয়ে গিয়েছিলেন। তাকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মজিবর রহমান ও মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, আব্দুর রাজ্জাক হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার

খালেদা জিয়া নীতির প্রশ্নে আপস করেননি : খায়রুল কবির

বিশ্বকাপ ড্র ঘিরে আলোচনায় বাবা ভাঙার ‘উদ্বেগজনক’ ভবিষ্যদ্বাণী

ট্রাম্পকে দেওয়া ফিফা শান্তি পুরস্কারের কড়া সমালোচনায় নরওয়ে

অহিংস ও সাম্প্রদায়িক সম্প্রীতির শরীয়তপুর গড়ে তুলব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বাবা হওয়ার পর মেহরাবের নতুন গানের ঘোষণা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

নির্বাচনের তপশিল নিয়ে সভা রোববার

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক হলেন ১২০ চিকিৎসক

ছেলেকে দেখার আকাঙ্ক্ষা নিয়েই চলে গেলেন গুম হওয়া ছাত্রদল নেতার বাবা

১০

পূজা পরিষদ ও পূজা কমিটির মতবিনিময় / সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে-পরে এক মাস সেনা মোতায়েনসহ ৯ দাবি

১১

‘এনসিপি সরকারে গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব’

১২

নিজ ফ্ল্যাটেই মিলল নিখোঁজ স্কুল শিক্ষিকার লাশ

১৩

শিক্ষক সমাজই হচ্ছে একটি জাতির ভিত্তি : মান্নান

১৪

কোন দেশের হাতে বিশ্বকাপ দেখতে চান গার্দিওলা?

১৫

মহানবীকে নিয়ে কটূক্তি, জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

১৬

কড়াইলের দুর্গতদের পাশে আনসার-ভিডিপির ৯ দিনের মানবিক সেবা কার্যক্রম সমাপ্ত

১৭

স্টার্কের দাপটে ব্রিসবেনে হারের পথে ইংল্যান্ড

১৮

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’ অনুষ্ঠিত

১৯

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

২০
X