আসিফ পিনন, চট্টগ্রাম
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ত্রাসের জনপদে জ্ঞানের আলো ছড়ালেন যিনি

গ্রামীণ জনপদে শিক্ষা খাতে অসামান্য অবদান রাখায় কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তিতে সম্মাননা দেওয়া হয় শিক্ষক আদিত্য রঞ্জন বড়ুয়াকে। ছবি : কালবেলা
গ্রামীণ জনপদে শিক্ষা খাতে অসামান্য অবদান রাখায় কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তিতে সম্মাননা দেওয়া হয় শিক্ষক আদিত্য রঞ্জন বড়ুয়াকে। ছবি : কালবেলা

আশির দশকে চট্টগ্রামের রাউজান উপজেলার প্রত্যন্ত গ্রাম আঁধার মানিক পরিচিত হয়ে ওঠে সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে। গুম, খুন, চুরি, ছিনতাই ছিল এ গ্রামের নিত্যদিনের ঘটনা। দিনের আলোতেও যে গ্রামে চলাফেরা করতে ভয় পেত মানুষ, ঠিক তখনই আলোর শিখা জ্বালান আদিত্য রঞ্জন বড়ুয়া।

ভীতি ও অপরাধ দূর করতে এই জনপদে শিক্ষকতা শুরু করেন আদিত্য রঞ্জন। ছড়িয়ে দেন জ্ঞানের আলো। ১৯৮২ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রায় ৩৭ বছর আঁধার মানিক স্কুলে শিক্ষকতা করেন তিনি। এ সময়ের মধ্যে হাজারো শিক্ষার্থীকে আলোকিত মানুষ হওয়ার মন্ত্র শিখিয়েছেন। তার হাতে প্রাথমিক শিক্ষা নিয়ে আজ কেউ চিকিৎসক, কেউ ব্যাংকার, কেউ প্রকৌশলী, সাংবাদিক কিংবা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

গত ১৬ অক্টোবর ‘গ্রামীণ জনপদে শিক্ষা খাতে অসামান্য অবদান’ রাখায় কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তিতে সম্মাননা দেওয়া হয় আদিত্য রঞ্জন বড়ুয়াকে। সেখানে শিক্ষকতার একাল-সেকাল কালবেলার কাছে তুলে ধরেন প্রবীণ এই শিক্ষক। প্রকাশ করেছেন নিজের আশা-প্রত্যাশার, স্বপ্নের কথা। তবে দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনে আছে হতাশাও। সবকিছু ভুলে নিজের বাকি জীবনটুকু শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করতে চান আদিত্য রঞ্জন বড়ুয়া।

জানা গেছে, রাউজান উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ আঁধার মানিক স্কুল প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। শুরুর দিকে আঁধার মানিক জুনিয়র হাইস্কুল নামকরণ হলেও ১৯৮৭ সালে এ বিদ্যাপীঠে শুরু হয় মাধ্যমিক স্তর। নামকরণ হয় ‘মধ্যম আঁধার মানিক উচ্চবিদ্যালয়’ নামে। আঁধার মানিক গ্রামের এই স্কুলেই ১৯৮২ সালে শিক্ষকতা পেশা শুরু করেন আদিত্য রঞ্জন বড়ুয়া। প্রায় ৩৭ বছরে আটজন প্রধান শিক্ষকের অধীনে কাজ করেছেন আদিত্য।

২০১৯ সালে তিনি অবসরে গেলেও কর্তৃপক্ষের অনুরোধে তিনি স্কুলটিতে এখনো যুক্ত আছেন ‘অতিরিক্ত শিক্ষক’ হিসেবে। প্রাক্তন শিক্ষার্থীদের আগ্রহ এবং স্কুল কর্তৃপক্ষের অনুরোধে এখনো শিক্ষকতা পেশায় যুক্ত আছেন আদিত্য রঞ্জন। মূলত আদিত্যর ৩৭ বছরের অভিজ্ঞতা কাজে লাগাতেই স্কুল কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত।

অন্যদিকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষক হিসেবেই বেঁচে থাকতে চান আদিত্য বড়ুয়া। নিজের সুখস্মৃতি নিয়ে আঁধার মানিক গ্রামেই কাটাতে চান জীবনের বাকিটা সময়।

আদিত্য কালবেলাকে বলেন, আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো স্কুলে যাওয়া-আসা এবং শিক্ষার্থীদের সঙ্গে কাটানো সময়টুকু। ২০১৯ সালে আমি অবসরে গিয়েছি। কিন্তু স্কুল কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে যেন তাদের সঙ্গেই থাকি। এখন অতিরিক্ত শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি।

শিক্ষার্থীদের বিষয়ে প্রবীণ এই শিক্ষক বলেন, আগের শিক্ষার্থীরা সব সময় নিয়ম মেনে চলত। এখনকার শিক্ষার্থীরা মেধাবী হলেও তবে আগের শিক্ষার্থীদের মতো নয়। যা-ই হোক আমি যত দিন বেঁচে আছি, তাদের নিয়েই থাকতে চাই।

কালবেলার বিভাগীয় বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান সাইদুল ইসলাম বলেন, স্যার (আদিত্য) আমারও শিক্ষক। দীর্ঘদিন ধরে গ্রামের স্কুলেই শিক্ষকতা করেছেন তিনি। বর্তমান সময়ে এমন নির্লোভ ও সাদামাটা মানুষ পাওয়া বিরল ব্যাপার। তিনি শুধু শিক্ষকই নন, আদর্শ মানুষ গড়ার কারিগর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কপোতাক্ষের পাড় কেটে মাটি উত্তোলন, ৪ জনের কারাদণ্ড 

নতুন কুঁড়ির সেরা দশের মধ্যে দ্বিতীয় স্থানে স্বাধিকা

টানা ৩০ দিন প্রতি রাতে গুড় ভেজানো পানি খেলে কী হয়?

সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন : আসিফ মাহমুদ

রুশ যুদ্ধবিমানকে ধাওয়া করছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র, ভিডিও ভাইরাল

কুবি সাংবাদিক সমিতির সভাপতি কালবেলার আবু শামা

ভারতে নতুন আতঙ্ক, বাঁচতে অদ্ভুত কাণ্ড

নির্বাচনের আগে হাজার হাজার মানুষকে ক্ষমা জান্তার

ট্র্যাভিস জীবনের সবচেয়ে বড় চমক : টেইলর সুইফট

শুক্রবার গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

১০

সুযোগ এসেছে ৫৪ বছর পর হাতে হাত ধরার : ধর্ম উপদেষ্টা

১১

বৃহস্পতিবারের ভূকম্পন ‘আফটারশক’

১২

আইরিশদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা, দেখে নিন একাদশ

১৩

ভারত থেকে কত পারিশ্রমিক নিলেন জেনিফার লোপেজ

১৪

বরগুনায় যত্রতত্র পেট্রোল বিক্রি, হুমকির মুখে জননিরাপত্তা 

১৫

প্রেমের সম্পর্ক করে নগ্ন ভিডিও ধারণ, অতঃপর...

১৬

আইসিসিবিতে চলছে সিরামিক এক্সপো বাংলাদেশ, প্যাভিলিয়নে চমক ‘স্পিরিট অব লাইট’

১৭

এক দিনে ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭

১৮

জামায়াত নেতা রেজাউল করিমের বক্তব্যে এ্যানির হুঁশিয়ারি

১৯

শেখ হাসিনার পক্ষে লড়ার সিদ্ধান্ত পাল্টালেন আইনজীবী পান্না

২০
X